1. জিন শব্দটি
সর্বপ্রথম কে ব্যবহার করেন ? – উত্তরঃ ডি কাস্ট্রি।
2. ওজোনের
অস্তিত্ব সর্বপ্রথম কে প্রমাণ করেন ? – উত্তরঃ স্কোনাবি।
3. ক্যাটালেটিক
কনভাটার ব্যবহারের উদ্দেশ্য কী ? – উত্তরঃ মোটরযান দূষণ নিয়ন্ত্রণ।
4. ১৯৮৬ সালের
চেরনোবিল দুর্ঘটনা সংঘটিত হয় কোথায় ? – উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন-এ।
5. ‘Green
Muffler’ কীসের সাথে সম্পর্কিত ? – উত্তরঃ শব্দ।
6. স্থিতিশীল
উন্নয়নের কথা প্রথম প্রকাশ পায় কত সালে ? – উত্তরঃ ১৯৮৭ সালে ব্রন্ট ল্যান্ড কমিশনে।
7. কোন্ পঞ্চবার্ষিকী
পরিকল্পনায় গঙ্গা অ্যাকশন প্ল্যান কে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ? – উত্তরঃ সপ্তম।
8. ইকোটুরিজম্
কী ? –উত্তরঃ বাস্তুসংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে নতুন ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন
ও বিকাশ।
9. ইতাই-ইতাই
রোগটি কীসের সাথে সম্পর্কিত ? –উত্তরঃ ক্যাডমিয়াম।
10. HIV আক্রমণ
করে ______। - উত্তরঃ হেন্সার I-Cell
11. ম্যাসন
কী ? – উত্তরঃ হাতি প্রজাতি।
12. শৈবাল ব্লুমের
কারণ কী ? – উত্তরঃ ইউট্রোফিকেশন।
13. বর্তমানে
প্রাথমিকে পরিবেশ পরিচিতিতে কোন্টি রয়েছে ? – উত্তরঃ আভ্যন্তরীণ মৌখিক মূল্যায়ণ।
14. চ্যাসমোফাইট
কোথায় জন্মায় ? – উত্তরঃ পাথরের খাঁজে।
15. বায়ুমন্ডলের
অম্লতা বৃদ্ধি ঘটে কোন্ স্তরে ? – উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ারে।
16. ‘প্লাস্টার
অব প্যারিস’-এ কী থাকে ? – উত্তরঃ জিপসাম।
17. পৃথিবীর
প্রথম Carbon Positive শহর কোন্টি ? – উত্তরঃ বাওডিং।
18. একটি বাস্তুতন্ত্রের
উদ্ভিদের বৃদ্ধি ঘটার জন্য বর্তমান অজৈব পরিপোষকের মোট পরিমাণকে কী বলে ? – উত্তরঃ
স্ট্যান্ডিং স্টেট।
19. Gause’s
Law কীসের সাথে সম্পর্কিত ? – উত্তরঃ কম্পিটেটিভ এক্সক্লুশান।
20. সাম্প্রতিক
কালে আবিষ্কৃত ইকোসিস্টেম কী ? – উত্তরঃ ক্র্যাটার।
21. তুলসী গাছের
বৈজ্ঞানিক নাম কী ? – উত্তরঃ অসিমাস স্যাঙ্কটাম।
22. ‘ব্রিডার
রি- অ্যাক্টর’ যানটি ব্যবহার করা হয় কোথায় ? – উত্তরঃ পারমাণবিক উৎপাদন।
23. ‘Fall
of Sparrow’ বইটি কে লিখেছেন ? – উত্তরঃ রাচেল
কারসন।
24. International
Biodiversity Day কবে পালিত হয় ? – উত্তরঃ ২২ মে।
25. Key
Stone Species সুরক্ষার কেন প্রয়োজন ? – উত্তরঃ প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম।
26. Dust
Bowl শব্দটি কোন্ ঘটনায় সঙ্গে সম্পর্কিত ? – উত্তরঃ মাটি ক্ষয়।
27. Intensity
of Sound’ এর একক কী ? – উত্তরঃ Watt/m2
28. Environment
Ethics শব্দটির অর্থ কী ? – উত্তরঃ পরিবেশ সংক্রান্ত মূল্যবোধ।
29. পরিবার
পরিকল্পনার চিহ্নটি কী ? – উত্তরঃ লাল ত্রিভূজ।
30. কোন্ স্তরে
‘Bad Ozone’ গঠিত হয় ? – উত্তরঃ ট্রপোস্ফিয়ারে।