Anwar Study Point

সফলতার সাথী

Breaking

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?


📚 COMPARISON OF ADJECTIVES - বিশেষণের তুলনা, বা DEGREE - মাত্রা বা তারতম্য  📚
🔘 Comparison of Adjectives  :- বিশেষণের তারতম্য বা কম-বেশি মাত্রাভেদের দিকে লক্ষ্য রেখে Adjective - এর রূপান্তর ঘটে, যা তুলনামূলক। Adjective - এর এইরূপ তুলনামূলক রূপান্তর প্রক্রিয়াকেই Comparison of Adjective বলেে।

🔘 Degree  :- এক ব্যক্তি বা বস্তুর সহিত অন্য  ব্যক্তি বা বস্তুর গুণের তারতম্য অনুসারে Adjective - এরও রূপান্তর ঘটে থাকে। Adjective - এর রূপান্তরকে Degree বা Degree of Adjective বলে।

🔘 প্রকারভেদ  :- Degree of Adjective তিন প্রকার, যথা -
  1. Positive Degree, 
  2. Comparative Degree, 
  3. Superlative Degree. 

1. Positive Degree  :- কোন Sentence - এ Noun বা Pronoun - এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বুঝতে Adjective - এর যে রূপ ব্যবহার হয় (যখন কোন তুলন হয়না), তাকে Positive Degree বলে।
🔹যেমন - Sayed is a good  boy.

2. Comparative Degree  :- সাধারণত দু'টি Noun বা Pronoun - এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে Adjective - এর যে রূপ ব্যবহার হয় (যখন এক ব্যক্তি বা বস্তুর সহিত অন্য এক ব্যক্তি  বা বস্তুর দোষ, গুণের তুলনা করা হয়), তাকে Comparative Degree বলে।
🔹যেমন - Sayed is better  than Nahid.

3. Superlative Degree  :- সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে Adjective - এর যে রূপ ব্যবহার হয় (অর্থাৎ, একই জাতীয় দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বা স্থানের মধ্যে তুলনা বোঝায়), তাকে Superlative Degree বলে।
🔹যেমন - Sayed is the best  of all the boys in the class.

👉 DEGREE CHANGE - এর নিয়মাবলী  👈

1. এক Syllable বিশিষ্ট সকল Adjective ও দুই Syllable বিশিষ্ট কোন কোন Adjective - এর শেষে "er" বা "r" যোগ করে Comparative এবং "est" বা "st" যোগ করে Superlative Degree গঠন করা হয়।
🔹যেমন -

POSITIVE

COMPARATIVE

SUPERLATIVE

Quick

Quicker

Quickest

Thick

Thicker

Thickest

Short

Shorter

Shortest

Deep

Deeper

Deepest

Brave

Braver

Bravest

Wet

Wetter

Wettest

True

Truer

Truest

High

Higher

Highest

Great

Greater

Greatest

Old

Older

Oldest

Remote

Remoter

Remotest

……….. ইত্যাদি। 


2. কোন Adjective - এর শেষে Consonant থাকলে ও Consonant এর আগে Vowel থাকলে Consonant টি Double (দ্বিত্ব) হবে এবং শেষে "er" যোগ করে Comparative ও "est" যোগ করে Superlative Degree হবে।
🔹যেমন -

POSITIVE

COMPARATIVE

SUPERLATIVE

Big

Bigger

Biggest

Thin

Thinner

Thinnest

Sad

Sadder

Saddest

Hot

Hotter

Hottest

Red

Redder

Reddest

Fat

Fatter

Fattest

……….. ইত্যাদি। 


3. Adjective - এর শেষে  "y" থাকলে এবং "y" - এর আগে Consonant থাকলে "y" - কে "i" করতে হবে এবং শেষে "er" যোগ করে Comparative ও "est" যোগ করে Superlative Degree গঠন করতে হয়।
🔹যেমন -

POSITIVE

COMPARATIVE

SUPERLATIVE

Dry

Drier

Driest

Easy

Easier

Easiest

……….. ইত্যাদি। 


👉 ব্যাতিক্রম   :- কিন্তু "y" - এর আগে Vowel থাকলে "i" ব্যবহার হবেনা।
🔹যেমন -

POSITIVE

COMPARATIVE

SUPERLATIVE

Gay

Gayer

Gayest

……….. ইত্যাদি। 


4. দুই বা ততোধিক Syllable বিশিষ্ট Adjective হলে ওর আগে "More" বসিয়ে Comparative এবং "Most" বসিয়ে Superlative Degree গঠন করতে হয়।
🔹যেমন -

POSITIVE

COMPARATIVE

SUPERLATIVE

Active

More active

Most active

Beautiful 

More beautiful 

Most beautiful 

……….. ইত্যাদি। 


5. কিন্তু নিম্নলিখিত Adjective গুলির Comparison - এর নির্দিষ্ট নিয়ম নেই।
🔹যেমন -

POSITIVE

COMPARATIVE

SUPERLATIVE

Good

Better

Best

Bad, evil, ill

Worse

Worst

Much, many

More

Most

Old

Older, elder

Oldest, eldest

Nigh

Nigher

Nighest

Fore

Former

Foremost, first

Near

Nearer

Nearest, next

……….. ইত্যাদি। 


👉 DEGREE OF ADVERBS  👈

🔴 নিম্নলিখিত Word গুলি Comparison of Adjective নয়, যেমন -

POSITIVE

COMPARATIVE

SUPERLATIVE

Slow

Slower

Slowest

Fast

Faster

Fastest

Quickly

More quickly

Most quickly

Soon

Sooner

Soonest

In

Inner

Inmost, innermost

Long

Longer

Longest

Loud

Louder

Loudest

Late

Later

Latterest

Near

Nearer

Nearest, next

Well

Better

Best

ill, badly

Worse

Worst

Little

Less, Lesser

Least

Forth

Further

Furthest

Far

Farthest

Farthest

Wisely

More wisely

Most wisely

Early

Earlier

Earliest

Pretty

Prettier

Prettiest

Sweet

Sweeter

Sweetest

……….. ইত্যাদি। 



👉 ব্যবহার  👈

(i) Comparative Degree - এর পর সাধারণত than বসে।
🔹যেমন - He is better than  I.

(ii) Latin Comparative যেমন - Senior, Junior, Inferior, Superior, Interior, Posterior, Prior প্রভৃতি Adjective - এর পরে than না বসিয়ে to বসে।
🔹যেমন - He is junior than  me. (×)
                 He is junior to  me. (✔️)

(iii) নীচের Adjective গুলি Positive Adjective রূপে ব্যবহৃত হয়।
🔹Major, Minor, Interior, Exterior.

(iv) Suoerlative Degree - এর পূর্বে the এবং পরে of বসে।
🔹যেমন - He is the  best of  all the boys.


N.B  :- Double Comparative বা Double Superlative ব্যবহার করা যায়না। যথা - More nobler, Most noblest লেখা ভুল। 


✏️ Superlative Degree থেকে Comparative Degree করার নিয়মাবলী :-

1. (a) Superlative Degree থেকে Comparative Degree করার সময় Superlative Degree - এর Subject থেকে শুরু করতে হয়। কারণ, Superlative ও Comparative Degree - এর Subject একই থাকে।

(b) Subject - এর পরে Verb বসে এবং Superlative Degree - এর Article "The" Comparative Degree করার সময় উঠিয়ে দিতে হয়। এরপর Superlative Adjective পরিবর্তন করে Comparative (biggest থাকলে bigger) করতে হয়। এরপর "than any other" বসিয়ে বাক্যের বাকি অংশ লিখতে হয়।

🔹উদাহরণ :- 
>> Chittagong is the biggest seaport in Bangladesh. (comparative)

Ans. Chittagong is bigger than any other seaport in Bangladesh. 

2. "than any other" - এর পরে সবসময় Noun - এর Singular Number ব্যবহৃত হয়।

🔹উদাহরণ :-
>> He is the oldest man in the village. (comparative)

Ans. He is older than any other man in the village. 

👉 "than any other" -এর পর কখনও Plural হয়না। সুতরাং Plural থাকলে তা Singular হবে। কিন্তু "than any other" - এর পরিবর্তে যদি "than all other" ব্যবহার করা হয়, তবে Plural - ই হবে।

🔹উদাহরণ :-
>> He is the wisest man in the village. (comparative)

Ans. He is wiser than any other man in the village.

3. Superlative Degree - এর Sentence - এ "one of the" থাকলে Comparative Degree করার সময় "most other" হয়।

🔹উদাহরণ :-
>> Akbar was one of the greatest kings of India. (comparative)

Ans. Akbar was greater than most other kings of India. 

✏️ Superlative Degree থেকে Positive Degree করার নিয়মাবলী :-

1. Superlative Degree কে Positive Degree করার সময় সর্বপ্রথম No other কিংবা কোন কোন  ক্ষেত্রে Very few দিয়ে শুরু করতে হয়। এরপর Superlative Degree - এর শেষের অংশ  অর্থাৎ Object এর পরের অংশ বসে। Verb এর পর as/so বসে এবং এরপর Adjective এর Positive form হয়। সবশেষে আবার as এবং তারপর Superlative Degree এর Subject বসে।

🔹উদাহরণ :-
>> Kolkata is the greatest city in West Bengal. (positive)

Ans. No other city in West Bengal is as great as Kolkata. 

✏️ Comparative Degree থেকে Positive Degree করার নিয়মাবলী :-

1. (a) Comparative Degree কে Positive করার সময় Comparative Degree এর Subject কে যার সহিত তুলনা করা হয়, সেই ব্যক্তি, বস্তু বা স্থান সর্বপ্রথমে Subject হিসাবে বসে।

(b) Subject এর পর Verb কে Negative করে বসাতে হয়। এরপর as/so এবং তারপর Adjective এর Positive form হয়। সবশেষে আবার as এবং এরপর Comparative Degree এর Subject বসে।

🔹উদাহরণ :-
>> An ass is not duller than he. (positive)

Ans. He is as dull as an ass. 

👉 Note :- Comparative Degree এর Sentence টি Negative হলে Positive Degree করার সময় Affirmative করতে হয়।

🔹উদাহরণ :-
>> The aeroplane flies faster than birds. (positive)

Ans. Birds do not fly as fast as the aeroplane. 

✏️ Positive Degree থেকে Comparative Degree করার নিয়মাবলী :-

1. (a) Positive Degree কে Comparative করার সময় Positive Degree এর Subject কে যার সহিত তুলনা করা হয়, সেই ব্যক্তি, বস্তু বা প্রাণী সর্বপ্রথম Subject হিসাবে বসে। এরপর Verb বসে এবং Verb এর পরে Adjective এর Comparative Degree করতে হয়।

(b) প্রদত্ত বাক্যের অর্থের যাতে কোনো তারতম্য না ঘটে, সেই দিকে দৃষ্টি রেখে উত্তর বাক্যে প্রয়োজন বোধে "not" ব্যবহার করতে হবে।

🔹উদাহরণ :-
>> Sanaul is not so dull as he. (comparative)

Ans. He is duller then Sanaul. 


************** সমাপ্ত *************

1 টি মন্তব্য: