Model Activity Task Class 3 part 4 bengali
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
বাংলা
১. নীচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে (✔️) চিহ্ন আর যেটা ভুল তার পাশে (×) চিহ্ন দাও :
১.১ 'সত্যি সোনা' গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ।
উত্তর :- [×]
১.২ 'আমরা চাষ করি আনন্দে' কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর :- [✔️]
১.৩ 'আমাকে ক্ষমা করবেন।' - কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তর :- [×]
১.৪ 'দেয়ালের ছবি' গল্পে বাঘকে শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল।
উত্তর :- [✔️]
১.৫ সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম 'কুসুমপুরের শালিক'।
উত্তর :- [✔️]
১.৬ ফুলপরিরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল।
উত্তর :- [×] --> (ফুলের বীজ নিয়ে এসেছিল, ফুল নয়।)
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'সেটা বলব বলেই তো ডেকেছি তোমায়।' - বক্তা কোন্ কথা বলবেন ?
উত্তর :- "লুকোনো সোনা কোথায় রাখা আছে" - এই কথাটি বক্তা বলবেন।
২.২ 'পুলক' শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো।
উত্তর :- ধানের শিষে পুলক ছোটে।
২.৩ 'নিজের হাতে নিজের কাজ' গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে ?
উত্তর :- কারমাটার রেল স্টেশনে।
২.৪ 'দুজনে রওনা দিল বনের পথে।' - কোন্ দুজনের কথা এখানে বলা হয়েছে?
উত্তর :- এখানে শিকারি ও বাঘের কথা বলা হয়েছে।
২.৫ 'সারাদিন' কবিতায় শিশুটি খাতার পাতায় কী কী আঁকে ?
উত্তর :- হাতি, ঘোড়া, গাছ ও পাখি।
২.৬ 'চলো, আমরা ফুল নিয়ে আসি।' - কারা একথা বলেছিল ?
উত্তর :- ফুলপরিরা একথা বলেছিল।
৩. নিজের ভাষায় উত্তর দাও :
৩.১ 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় প্রকৃতির রূপ কীভাবে ফুটে উঠেছে?
উত্তর :- 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম্য প্রকৃতির এক অপূর্ব চিত্র তুলেে ধরেছেন। গ্রাম্য বাংলার কৃষক ও প্রকৃতি যেন একে অপরের পরিপূরক। কৃষকেরা রোদ ও বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করেন। চষা মাটির গন্ধে ছুটে আসা বাতাস যেন বাঁশ বাগানের পাতায় গান শুনিয়েে যায়। তরুন কবির মনেও নতুন নতুন ছন্দ জেগে ওঠে। অঘ্রানের সোনার রোদ, পূর্নিমার চাঁদের আলো ও ধানের শিষেের পুলকে, যেন সারা পৃথিবী হেসে ওঠে।
৩.২ 'আমি আর কখনও নিজের কাজ নিজের হাতে করতে সঙ্কুচিত হব না।' - ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কী ?
উত্তর :- 'নিজের হাতে নিজের কাজ' গল্পে ডাক্তারবাবু কুলিকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতেে পারলেন যে, তিনি কুলি নন। তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং লজ্জিত হলেন। এইভাবে উপযুক্ত শিক্ষা পেয়ে তিনি নিজের হাতে নিজের কাজ করার প্রতিজ্ঞা করলেন।
৩.৩ 'তা এটা কী মানুষের আঁকা?' - বাঘ এমন প্রশ্ন করেছিল কেন ?
উত্তর :- দেয়ালের ছবি গল্পে বাঘ হটাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালেে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। দেখল, একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তিরধনুক আর মাটিতে শুয়ে রয়েছেে একটাা বাঘ। শিকারির ঠাকুরদা বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। এমন ছবি দেখতে পেয়ে শিকারিকে বাঘ প্রশ্ন করেছিল, এটা মানুষের আঁকা কিনা। যদি ছবিটা বাঘ আঁকত তাহলে অন্যরকম হত।
৩.৪ 'এখনো নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে।' - পৃথিবীতে নেমে এসে তারা কী করে ?
উত্তর :- পৃথিবীতে নেমে এসে তারা সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে। ভোর নাা হতে চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতেে পাওয়া যায় তাদের পায়ের চাপেে ঘাস শুয়ে পড়েছে।
৪. শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো :
৪.১ প_________ন্ত
উত্তর :- পর্যন্ত।
৪.২ ডা________র
উত্তর :- ডাক্তার।
৪.৩ প্রতি__________।
উত্তর :- প্রতিজ্ঞা।
৪.৪ _________ ঙ্গল।
উত্তর :- জঙ্গল।
৪.৫ র______ন।
উত্তর :- রঞ্জন।
৫. বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কী কী ?
উত্তর :- বাংলা ভাষায় স্বরবর্ণগুলি হল, 'অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ এবং স্বরধ্বনিগুলি হল, অ, আ, ই, উ, এ, ও, অ্যা
৬. নীচের বাক্যগুলোর শব্দ কীভাবে তৈরি লেখো :
৬.১ ছেলের চোখদুটো লোভে চকচক করে ওঠে।
উত্তর :- ছেলের চোখদুটো (উদ্দেশ্য)
লোভে চকচক করে ওঠে (বিধেয়)।
৬.২ ধানের শিষে পুলক ছোটে।
উত্তর :- পুলক (উদ্দেশ্য)
ধানের শিষে, ছোটে (বিধেয়)।
৬.৩ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।
উত্তর :- ডাক্তারবাবু (উদ্দেশ্য)
নাম শুনে, চমকে উঠলেন (বিধেয়)।
৬.৪ ছোটো দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল।
উত্তর :- তারা (উদ্দেশ্য)
ছোটো দাওয়া পেরিয়ে ঘরে ঢুকল (বিধেয়)।
******** সমাপ্ত *******