Anwar Study Point

সফলতার সাথী

Breaking

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

অনুচ্ছেদ রচনা - একটি গাছ একটি প্রাণ

একটি গাছ একটি প্রাণ

গাছ হল মানুষের পরম বন্ধু। গাছপালা কথা বলতে পারে না ঠিকই কিন্তু তাদেরও প্রাণ আছে। তারা আঘাতে সাড়া দেয়, বেদনা অনুভব করে এবং বিষ প্রয়োগে মারা যায়। এই গাছ নানাভাবে মানুষ ও অন্যান্য জীব জন্তুর প্রাণ রক্ষা করে। শ্বাস প্রশ্বাসের জন্য মানুষের বা প্রাণীজগতের প্রয়োজন বিশুদ্ধ অক্সিজেন। এই অক্সিজেন জোগান দেয় এবং দূষিত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে গাছপালা। বৃষ্টির পরিমাণ বাড়াতে, বাতাসে দূষণ প্রতিরোধ করতে, মৃত্তিকার ক্ষয় রোধ করতে গাছপালার কোনো বিকল্প নেই। গাছপালা না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হয়ে যাবে। প্রকৃতির এই ভয়াবহ পরিণামের কথা ভেবে আজ তাই প্রতিটি মানুষের গাছ লাগানো উচিত। গাছ আমাদের পরম আত্মীয়। মানুষ ও অন্যান্য জীবজন্তুর জীবনধারনের জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য হিসাবে ধান, গম, শাক সবজি, ফল ইত্যাদি সবই গাছ জোগায়। গাছ না থাকলে আবহাওয়া শুকনো হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে খরা দেখা দেয়। আধুনিক নগর সভ্যতা যত বাড়ছে মানুষ নিষ্ঠুরভাবে গাছপালা কেটে বাড়ি ঘর তৈরি করছে। গাছ কেটে জ্বালানি ও নানারকম আসবাবপত্র তৈরি করছে। প্রকৃতি হারিয়ে ফেলছে তার ভারসাম্য। গাছপালাকে রক্ষা না করলে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। এ কথা ভেবে আজ প্রতিটি মানুষের মনে রাখতে হবে, 'একটি গাছ একটি প্রাণ', 'গাছ লাগাও প্রাণ বাঁচাও'। একটি গাছ অমূল্য রত্ন। সুতরাং প্রাণ বাঁচানোর জন্য আরও গাছ লাগানো উচিত।

************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন