Case : Case হল মূলত Noun এবং Pronoun এর কিছু Grammatical কার্যাবলীর আলোচনা। Case একটি বাক্যে অন্যান্য শব্দের সাথে একটি Noun বা Pronoun এর সম্পর্কে তুলে ধরে।
প্রকারভেদ ঃ Case মূলত 4 প্রকার - (1) Subjective Case (2) Objective Case (3) Possessive Case.
1. Subjective Case : যে Noun বা Pronoun গুলি বাক্যে Subject অবস্থানে বসে, তাকে Subjective Case বলে ।
For example : Mir works in a factory. (মীর একটি কারখানায় কাজ করে।)
অজানা কথা ঃ (1) Subjective Case এর অপর নাম Nominative Case । (2) Gerund -ও Subjective case, কেননা gerund এর মধ্যে noun লুকানো থাকে। (3) Subject শব্দটির adjective রূপ Subjective (4) সাধারণ অর্থে একাধিক Pronoun "Subjective Case" হিসেবে বাক্যের শুরুতে বসলে, তারা একটি নির্দিষ্ট নিয়ম মেনে বসে। যেমন ঃ প্রথমে 2nd Person "you" তারপর 3rd Person 'he, she, any name' এবং সর্বশেষ 1st Person 'I'
2. Objective Case : যখন noun বা pronoun একটি বাক্যে transitive verb এর object হিসেবে বসে, তখন তাকে Objective Case বলে।
For example : She loves pizza . (সে পিৎজা পছন্দ করে।)
অজানা কথা ঃ (1) Objective case এর অপর নাম accusative । (2) Transitive verb, যে verb এর object বা কর্ম থাকে। (3) অনেক সময় transitive verb এর দুটি object থাকে, এ ক্ষেত্রে উভয় object কে objective case বলে। যেমন ঃ She gave me a flower . (সে আমাকে একটি ফুল দিয়েছিল)
3. Possessive Case : অধিকারের সম্পর্ককে বোঝায়, অন্য কথায় noun বা pronoun এর অধিকারে থাকা কোনো বিষয়কে বোঝায়।
For example : Mrinal's house is near the old temple. (পুরোনো মন্দিরের কাছে মৃণালের বাড়ি)
অজানা কথা ঃ (1) Possessive case এর অপর নাম Genitive case (2) Possessive case + noun = Noun Phrase হয়। যেমন ঃ Mir's house (3) যে নামগুলির সাথে আগে থেকে 'S' থাকে অথবা যে নামগুলি Plural অর্থে ব্যবহার হয়, সে গুলিকে Possessive করার ক্ষেত্রে আলাদা করে apostrophe "s" যুক্ত করতে হয় না, শুধু noun এর শেষে ', কমা' দিলেই হয়। যেমন ঃ Boys's school (incorrect) --> Boys' school (correct) .
৩ টি Case এক টেবিলে |
||
Subjective
Case |
Objective
Case |
Possessive
Case |
I – আমি |
Me – আমাকে |
My, Mine – আমার |
We – আমরা |
Us – আমাদেরকে |
Our, Ours – আমাদের |
You – তুমি |
You – তোমাকে |
Your, yours – তোমার
|
He – সে (পুং) |
Him – তাকে |
His – তার |
She – সে (স্ত্রী) |
Her – তাকে |
Her, hers – তার |
They – তারা |
Them – তাদেরকে |
Their, theirs – তাদের
|
It – ইহা |
It – এটা |
Its – এটার |
Who – কে |
Whom – কাকে |
Whose – কার |
You know me and my friend , Anwar .
--> এখানে, You = Subjective Case, Me = Objective Case, My = Possessive Case, Anwar = Vocative Case.
************************************