জিকে ভারতীয় ভূগোল প্রশ্ন ও উত্তর
নভেম্বর ২৪, ২০২৩
0
☑️☑️ ভারতীয় ভূগোল প্রশ্ন ও উত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 👇*
প্র: ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোথায়?
উত্তর - জাদুগুদা
প্র. দামোদর উপত্যকা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তর - ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ
প্র: আরব সাগরের রাজধানী বলা হয় কোনটিকে?
উত্তর - কোচি বন্দর
প্র: পশ্চিমবঙ্গের কোচবিহার কেন বিখ্যাত?
উত্তর - রেশম শিল্প
প্র: ভারত ও বাংলাদেশের সীমান্তে ফারাক্কা বাঁধ প্রকল্পটি কোন নদীর উপর?
উত্তর - গঙ্গা
প্র: এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোন রাজ্যে অবস্থিত?
উত্তর - জম্মু ও কাশ্মীর
প্র: স্বাধীনতার পর প্রথমবারের মতো 2011 সালে কোন রাজ্য থেকে সামাজিক, অর্থনৈতিক ও বর্ণ শুমারি শুরু হয়েছিল?
উত্তর - ত্রিপুরা
প্র. ভারতের অধিকাংশ খনিজ খনি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর - মধ্যপ্রদেশ
প্র. "জাতীয় বীজ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র" কোন স্থানে অবস্থিত?
উত্তর - বারাণসী
প্র: চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর - রাজস্থান
প্র. "জাতীয় বীজ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র" কোন স্থানে অবস্থিত?
উত্তর - বারাণসী
প্র: চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর - রাজস্থান
প্র. ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাটকল অবস্থিত?
উত্তর - পশ্চিমবঙ্গ
প্র: ভারতে সর্বাধিক বৃষ্টিপাতের কারণ কী?
উত্তর - উত্তর-পূর্ব বর্ষা
প্র: পেনগঙ্গা কোন নদীর উপনদী?
উত্তর - গোদাবরী
প্র: নিচের কোন স্থানটিকে "তৃতীয় মেরু" বলা হয়?
উত্তর - সিয়াচেন হিমবাহ
প্র: ONGC-এর পল্টনা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তর - ত্রিপুরা
প্র. ভারতের বেশিরভাগ রাজ্যে বর্ষায় ভারী বৃষ্টিপাত হয়, নিচের কোনটি ব্যতিক্রম?
উত্তর - তামিলনাড়ু....
Tags