Anwar Study Point

সফলতার সাথী

Breaking

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

পরিবেশ দূষণ (Environment) MCQ for Primary TET 2023 [Part -1]

 



পরিবেশ দূষণ (Environment) MCQ for Primary TET 2023 


হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আসন্ন Primary TET 2023 পরীক্ষার জন্য 'পরিবেষ দূষণ' সম্বন্ধে কতকগুলি MCQ তুলে ধরবো । তো দেখে নাও তাহলে .............


১. DDT প্রয়োগের ফলে দূষিত হয় - (ক) জল (খ) বায়ু (গ) বায়ু,জল ও মাটি (ঘ) বায়ু ও মাটি । 

উত্তর ঃ (গ) বায়ু, জল ও মাটি 

২. বায়ুতে CO2 -এর শতকরা পরিমাণ - (ক) ০.০৩ (খ) ৩.৬ (গ) ০.০০৩৬ (ঘ) ০.৩৬ 

উত্তর ঃ (ক) ০.০৩ 

৩. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কোন্‌ গ্যাস পরিবেশে দূষণ ঘটায় - (ক) NO3 (খ) SO2 (গ) NO2 (ঘ) N2O 

উত্তর ঃ (খ) SO2 

৪. ওজোন স্তরের ধ্বংসের কারণ -(ক) SO2 (খ) ক্লোরোফ্লরোকার্বন (গ) ধোঁয়াশা (ঘ) CO2 

উত্তর ঃ (খ) ক্লোরোফ্লরোকার্বন । 

৫. বড়ো বড়ো শহরে দূষণের প্রধান কারণ হল - (ক) অম্লবৃষ্টি (খ) জীবাশ্ম জ্বালানি (গ) তেজস্ক্রিয় পদার্থ (ঘ) কোনোটিই নয় । 

উত্তর ঃ (খ) জীবাশ্ম জ্বালানি । 

৬. Biodegradable Pollutant হল -(ক) পারদ (খ) ময়লা জল (গ) প্লাস্টিক (ঘ) অ্যাসবেসটাস । 

উত্তর ঃ (খ) ময়লা জল । 

৭. ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন, দেশ ? -(ক) রাশিয়া (খ) জাপান (গ) মার্কিন যুক্তরাষ্ট্র (ঘ) জার্মানি ।

উত্তর ঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্র । 

৮. ত্বকের ক্যানসার ও মিউটেশনের প্রধান কারণ -(ক) ওজোন স্তর ধ্বংস (খ) CO2 দূষন (গ) অম্লবৃষ্টি (ঘ) CO দূষণ । 

৯. ক্যাডমিয়াম দূষণের ফলে কোন্‌ রোগ হয় ? -(ক) ইটাই-ইটাই (খ) মিনামাটা (গ) নিউমোনিয়া (ঘ) অ্যানিমিয়া । 

উত্তর ঃ (ক) ইটাই-ইটাই 

১০. আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণ কী ? -(ক) জলদূষণ (খ) বায়ুদূষণ (গ) মৃত্তিকা দূষণ (ঘ) শব্দ দূষণ । 

উত্তর ঃ (খ) বায়ু দূষণ 

১১. কোন্‌টি সর্বাধিক আয়নিত -(ক) আলফা রশ্মি (খ) গামা রশ্মি (গ) বিটা রশ্মি (ঘ) এক্স রশ্মি ।

উত্তর ঃ (ক) আলফা রশ্মি । 

১২. DDT হল -(ক) অরগ্যানোক্লোরিন (খ) কার্বনেট (গ) ট্রায়াজিন (ঘ) অরগ্যানোফসফেট । 

উত্তর ঃ (ক) অরগ্যানোক্লরিন ।

১৩. পরিষ্কার দূষণমুক্ত পরিবেশ-এর জন্য এদের মধ্যে কোন্‌টি প্রয়োজনীয় ? -(ক) উৎপাদক (খ) দূষক পদার্থ (গ) খাদক (ঘ) বিয়োজক ।

উত্তর ঃ (খ) দূষক পদার্থ ।

১৪. মৃত্তিকার জীব অবিশ্লেষ্য দূষক পদার্থ হল -(ক) প্লাস্টিক (খ) কাঠ (গ) চামড়া (ঘ) তুলো ।

উত্তর ঃ (ক) প্লাস্টিক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন