Type Here to Get Search Results !

জেনারেল স্টাডিজ গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর


*📃 জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 👇*

1 ) রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা  কত ?
উত্তর : 250 জন।

2) রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তর : 6 বছর।

3) কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন  ? 
উত্তর : রাস্ট্রপতি।

4) কোন বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত নেন কে ?
উত্তর :  লোকসভার স্পিকার।

5) কোন বিলটি সংসদে পেশের আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয়?
উত্তর :  অর্থবিল।

6) লোকসভার প্রথম স্পিকার কে?
উত্তর :  জি ভি মাভালাক্কার।

9) কে রাজ্যের কার্য নির্বাহক প্রধান ?
উত্তর : রাজ্যপাল।

7) কে লোকসভা পরিচালনা করেন ?
উত্তর : লোকসভার স্পিকার।

8) সুপ্রীমকোর্টের বিচারপতিগন কত বছর বয়স প্রযন্ত পদে বহাল থাকেন ?
উত্তর : 65 বছর।

10) রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন?
উত্তর : রাষ্ট্রপতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ