Anwar Study Point

সফলতার সাথী

Breaking

বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

WBPSC Food SI GK MCQ in Bengali

  WBPSC Food SI GK MCQ in Bengali 

ফুড SI GK MCQ in Bengali 


হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের WBPSC FOOD SI আসন্ন পরীক্ষার ৫০ টি MCQ তুলে ধরবো । যেগুলো খুবই পরীক্ষায় আসে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিন। 


১. বিশ্বে প্রথম বই ছাপায় কোন দেশ ?  উত্তরঃ চিন

২. বিশ্বে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে কোন দেশ ? উত্তরঃ চিন

৩. সিভিল সার্ভিস প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রচলন করে কোন দেশ ? উত্তরঃ চিন। 

৪. ফুটবলে প্রথম বিশ্বকাপ জয়ী কোন দেশ ? উত্তরঃ উরুগুয়ে।

৫. প্রথম সংবিধান করে কোন দেশ ? উত্তরঃ U.S.A 

৬. জলপথে প্রথম বিশ্ব ঘোরা মানুষ কে ? উত্তরঃ ম্যাগেলান। 

৭. চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছে কোন দেশ ? উত্তরঃ U.S.A 

৮. শূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কোন দেশ ? উত্তরঃ রাশিয়ে। 

. আধুনিক অলিম্পক প্রথম আয়জক দেশ কোনটি ? উত্তরঃ গ্রিস।

১০. কোন শহরে প্রথম অ্যাটম বোমা পড়েছিল ? উত্তরঃ হিরোসিমা (জাপান) । 

১১. চাঁদে পদার্পণ করা প্রথম  মানুষ কে ? উত্তরঃ নীল আর্মস্ট্রং। (পরে এডউইন ই.অল্‌ড্রিন) । 

১২. শূন্যে যাওয়া প্রথম যানের নাম কী ? উত্তরঃ কলম্বিয়া। 

১৩. মঙ্গলে পৌঁছানো প্রথম মহাকাশযানের নাম কী ? উত্তরঃ ভাইকিং-১ 

১৪. বিশ্বে প্রথম মহিলা মহাকাশচারী কে ? উত্তরঃ ভেলেন্টিনা টেরেশকোভা (রাশিয়া) । 

১৫. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী ? উত্তরঃ ডাঃ রাজেন্দ্র প্রসাদ। 

১৬. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ? উত্তরঃ পন্ডিত জওহরলাল নেহরু। 

১৭. প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন ? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

১৮. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ডব্লিউ. সি. ব্যানার্জী। 

১৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ বদরুদ্দিন তায়েবজি। 

২০. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী ? উত্তরঃ ডঃ জাকির হোসেন। 

২১. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।

২২. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ? উত্তরঃ লর্ড ক্যানিং। 

২৩. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ? উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন। 

২৪. স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ? উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারি।

২৫. ভারতে প্রথম ছাপাখানা শুরু করেছিল কে ? উত্তরঃ জেমস্‌ হিকি।

২৬. প্রথম ভারতীয় I.C.S  কে ? উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 

২৭. মহাশূন্যে প্রথম ভারতীয় কে ? উত্তরঃ রাকেশ শর্মা। 

২৮. ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ? উত্তরঃ এস. এইচ. এফ. মানেকশ। 

২৯. ভারতরত্ন উপাধি পাওয়া প্রথম ভারতীয় কে ? উত্তরঃ ডঃ রাধাকৃষ্ণণ। 

৩০. ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় কে ? উত্তরঃ মিহির সেন।

৩১. জ্ঞানপিঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় কে ? উত্তরঃ শী শঙ্কর কুরুপ। 

৩২. লোকসভার প্রথম স্পিকার কে ? উত্তরঃ গণেশ বাসুদেব মাভলঙ্কার। 

৩৩. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ? উত্তরঃ ডঃ রাধাকৃষ্ণন।

৩৪. ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কী ? উত্তরঃ আবুল কালাম আজাদ। 

৩৫. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী ? উত্তরঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল। 

৩৬. অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টের উপরে উঠেছিল কোন ভারতীয় ? উত্তরঃ শেরপা অঙ্গ দোরজি। 

৩৭. ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ? উত্তরঃ সুকুমার সেন। 

৩৮. ভারত ভ্রমণকারী প্রথম চিনা পর্যটক কে ? উত্তরঃ ফা-হিয়েন।

৩৯. ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে ? উত্তরঃ খান আব্দুল গফফর খান। 

৪০. অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক কে ? উত্তরঃ অর্মত্য সেন। 

৪১. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কী ? উত্তরঃ হিরালাল জে. কানিয়া। 

৪২. মিস ওয়ার্ল্ড হওয়া প্রথম মহিলা কে ? উত্তরঃ রীতা ফরিয়া। 

৪৩. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ? উত্তরঃ মিসেস মীরা সাহিব ফতিমা বিবি।

৪৪. প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ? উত্তরঃ মিস. সি. বি. মুথাম্মা।

৪৫. প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ? উত্তরঃ ইন্দিরা গান্ধী।

৪৬. মাউন্ট এভারেস্টে উঠা প্রথম মহিলা কে ? উত্তরঃ বাচেন্দ্রি পাল।

৪৭. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ? উত্তরঃ মিসেস অ্যানি বেসান্ত।

৪৮. হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ? উত্তরঃ মিসেস লীলা শেঠ। 

৪৯. ভারতীয় বিমানবাহিনীতে প্রথম মহিলা পাইলট কে ? উত্তরঃ হরিতা কাউর দয়াল।

৫০. রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী ? উত্তরঃ মিসেস সুচেতা কৃপালনি।  


আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ্য থাকুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন