WBPSC Food SI GK MCQ in Bengali
ফুড SI GK MCQ in Bengali
হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের WBPSC FOOD SI আসন্ন পরীক্ষার ৫০ টি MCQ তুলে ধরবো । যেগুলো খুবই পরীক্ষায় আসে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিন।
১. বিশ্বে প্রথম বই ছাপায় কোন দেশ ? উত্তরঃ চিন
২. বিশ্বে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে কোন দেশ ? উত্তরঃ চিন
৩. সিভিল সার্ভিস প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রচলন করে কোন দেশ ? উত্তরঃ চিন।
৪. ফুটবলে প্রথম বিশ্বকাপ জয়ী কোন দেশ ? উত্তরঃ উরুগুয়ে।
৫. প্রথম সংবিধান করে কোন দেশ ? উত্তরঃ U.S.A
৬. জলপথে প্রথম বিশ্ব ঘোরা মানুষ কে ? উত্তরঃ ম্যাগেলান।
৭. চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছে কোন দেশ ? উত্তরঃ U.S.A
৮. শূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কোন দেশ ? উত্তরঃ রাশিয়ে।
৯. আধুনিক অলিম্পক প্রথম আয়জক দেশ কোনটি ? উত্তরঃ গ্রিস।
১০. কোন শহরে প্রথম অ্যাটম বোমা পড়েছিল ? উত্তরঃ হিরোসিমা (জাপান) ।
১১. চাঁদে পদার্পণ করা প্রথম মানুষ কে ? উত্তরঃ নীল আর্মস্ট্রং। (পরে এডউইন ই.অল্ড্রিন) ।
১২. শূন্যে যাওয়া প্রথম যানের নাম কী ? উত্তরঃ কলম্বিয়া।
১৩. মঙ্গলে পৌঁছানো প্রথম মহাকাশযানের নাম কী ? উত্তরঃ ভাইকিং-১
১৪. বিশ্বে প্রথম মহিলা মহাকাশচারী কে ? উত্তরঃ ভেলেন্টিনা টেরেশকোভা (রাশিয়া) ।
১৫. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী ? উত্তরঃ ডাঃ রাজেন্দ্র প্রসাদ।
১৬. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ? উত্তরঃ পন্ডিত জওহরলাল নেহরু।
১৭. প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন ? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৮. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ডব্লিউ. সি. ব্যানার্জী।
১৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ বদরুদ্দিন তায়েবজি।
২০. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী ? উত্তরঃ ডঃ জাকির হোসেন।
২১. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
২২. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ? উত্তরঃ লর্ড ক্যানিং।
২৩. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ? উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
২৪. স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ? উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারি।
২৫. ভারতে প্রথম ছাপাখানা শুরু করেছিল কে ? উত্তরঃ জেমস্ হিকি।
২৬. প্রথম ভারতীয় I.C.S কে ? উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর।
২৭. মহাশূন্যে প্রথম ভারতীয় কে ? উত্তরঃ রাকেশ শর্মা।
২৮. ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ? উত্তরঃ এস. এইচ. এফ. মানেকশ।
২৯. ভারতরত্ন উপাধি পাওয়া প্রথম ভারতীয় কে ? উত্তরঃ ডঃ রাধাকৃষ্ণণ।
৩০. ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় কে ? উত্তরঃ মিহির সেন।
৩১. জ্ঞানপিঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় কে ? উত্তরঃ শী শঙ্কর কুরুপ।
৩২. লোকসভার প্রথম স্পিকার কে ? উত্তরঃ গণেশ বাসুদেব মাভলঙ্কার।
৩৩. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ? উত্তরঃ ডঃ রাধাকৃষ্ণন।
৩৪. ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কী ? উত্তরঃ আবুল কালাম আজাদ।
৩৫. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী ? উত্তরঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল।
৩৬. অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টের উপরে উঠেছিল কোন ভারতীয় ? উত্তরঃ শেরপা অঙ্গ দোরজি।
৩৭. ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ? উত্তরঃ সুকুমার সেন।
৩৮. ভারত ভ্রমণকারী প্রথম চিনা পর্যটক কে ? উত্তরঃ ফা-হিয়েন।
৩৯. ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে ? উত্তরঃ খান আব্দুল গফফর খান।
৪০. অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক কে ? উত্তরঃ অর্মত্য সেন।
৪১. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কী ? উত্তরঃ হিরালাল জে. কানিয়া।
৪২. মিস ওয়ার্ল্ড হওয়া প্রথম মহিলা কে ? উত্তরঃ রীতা ফরিয়া।
৪৩. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ? উত্তরঃ মিসেস মীরা সাহিব ফতিমা বিবি।
৪৪. প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ? উত্তরঃ মিস. সি. বি. মুথাম্মা।
৪৫. প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ? উত্তরঃ ইন্দিরা গান্ধী।
৪৬. মাউন্ট এভারেস্টে উঠা প্রথম মহিলা কে ? উত্তরঃ বাচেন্দ্রি পাল।
৪৭. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ? উত্তরঃ মিসেস অ্যানি বেসান্ত।
৪৮. হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ? উত্তরঃ মিসেস লীলা শেঠ।
৪৯. ভারতীয় বিমানবাহিনীতে প্রথম মহিলা পাইলট কে ? উত্তরঃ হরিতা কাউর দয়াল।
৫০. রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী ? উত্তরঃ মিসেস সুচেতা কৃপালনি।
আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।