Type Here to Get Search Results !

জিকে প্রশ্ন ও উত্তর

 


চন্দ্রযান-৩ প্রশ্নউত্তর 

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের "চন্দ্রযান ৩" সম্বন্ধে কতকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরবো, যেগুলি আসন্ন Food Si পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। 


১. চন্দ্রযান ৩ লঞ্চ করা হয়েছে কত তারিখে ?  

উত্তর ঃ ১৪ ই জুলাই ২০২৩   । 

২. চন্দ্রযান ৩ লঞ্চ করা হয়েছে কোথা থেকে ? 

উত্তর ঃ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। 

৩. চন্দ্রযান ৩ ক'টার সময় লঞ্চ করা হয়েছিল ? 

উত্তর ঃ দুপুর ২.৩৫

৪. চন্দ্রযান ৩ মিশনটি কোন্‌ রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে ? 

উত্তর ঃ LMV3-M4 বা GSLV Mark 3 রকেট, যেটি Fat Boy নামে পরিচিত । 

৫. LMV3 -এর পুরো নাম কী ? 

উত্তর ঃ Launch Vehicle Mark -III

৬. চন্দ্রযান-৩ মিশনের রকেট ইঞ্জিনটির নাম কী ? 

উত্তর ঃ CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন।

৭. চন্দ্রযান ৩ মিশনে কয়টি মডিউল ও কী কী ? 

উত্তর ঃ ৩ টি অংশ ; যথা - ল্যান্ডার মডিউল, প্রপালসন মডিউল এবং রোভার। 

৮. ল্যান্ডারটির নাম কী ? 

উত্তর ঃ বিক্রম।

৯. বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে ? 

উত্তর ঃ বিক্রম সারাভাই -এর নামে। 

১০. বিক্রম ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে ?

উত্তর ঃ ৪ থ্রোটল।

১১. রোভারটির নাম কী ? 

উত্তর ঃ প্রজ্ঞান।

১২. রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে ? 

উত্তর ঃ ৬ টি ।

১৩. চন্দ্রযান ৩ মিশনে কোন্‌ মডিউল পাঠানো হয়নি ? 

উত্তর ঃ মুন অরবিটার ; কারণ চন্দ্রযান ২ মিশনে পাঠানো অরবিটারটি অলরেডি চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে।

১৪. চন্দ্রযান ৩ -এর মোট ওজন কত ?

উত্তর ঃ ৩৯০০ কেজি।

১৫. প্রপালসন মডিউলটির ওজন কত ?

উত্তর ঃ ২১৪৮ কেজি।

১৬. রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন কত ? 

উত্তর ঃ ১৭৫২ কেজি।

১৭. চাঁদের কোন্‌ মেরুতে ল্যান্ড করলো চন্দ্রযান ৩ ?

উত্তর ঃ দক্ষিণ মেরুতে ।

১৮. চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা কততম দেশ হলো ভারত ?

উত্তর ঃ প্রথম।

১৯. কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ ল্যান্ড করলো ? 

উত্তর ঃ ২৩ শে আগস্ট ২০২৩ তারিখে সন্ধ্যা ৬.০৪ টার সময় সফট ল্যান্ডিং -এর মাধ্যমে। 

২০. চন্দ্রযান ৩ -এর বাজেট কত ছিল ?

উত্তর ঃ ৬১৫ কোটি টাকা । 

২১. ISRO -এর বর্তমান চেয়ারম্যান কে ? 

উত্তরঃ এস. সোমনাথ। 

২২. কত সালে ISRO প্রতিষ্ঠা হয়েছিল ? 

উত্তর ঃ ১৯৬৯ সালের ১৫ই আগস্ট । 

২৩. ISRO -এর পুরো নাম কী ? 

উত্তর ঃ Indian Space Research Organisation. 

২৪. ISRO -এর হেড কোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত ? 

উত্তর ঃ বেঙ্গালুরু । 

২৫. চন্দ্রযান-২ কোন্‌ রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল ?

উত্তর ঃ GSLV Mark 3 

২৬. চন্দ্রযান-২ মিশনের সময় ISRO -এর চেয়ারম্যান কে ছিলেন ? 

উত্তর ঃ কে. সিভান।

২৭. চন্দ্রযান-২ মিশন কবে লঞ্চ করা হয়েছিল ? 

উত্তর ঃ ২০১৯ সালের ২২ শে জুলাই। 

২৮. চন্দ্রযান-১ কোন্‌ রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল ?

উত্তর ঃ PSLV XL-C11 

২৯. চন্দ্রযান-১ মিশনের সময় ISRO -এর চেয়ারম্যান কে ছিলেন ? 

উত্তর ঃ জি. মাধবন।

৩০. চন্দ্রযান-১ মিশন কবে লঞ্চ করা হয়েছিল ?

উত্তর ঃ ২০০৮ সালের ২২ শে অক্টোবর।

৩১. মিশন চন্দ্রযান-৩ লঞ্চ করলো কোন্‌ সংস্থা ?

উত্তর ঃ ISRO

৩২. ভারতের Rocket Woman নামে কে পরিচিত ?

উত্তর ঃ রিতু শ্রীবাস্তব।

৩৩. চন্দ্রযান-৩ মিশনটির নেতৃত্ব কে দিয়েছিলেন ?

উত্তর ঃ রিতু শ্রীবাস্তব।

৩৪. চন্দ্রযান-৩ মিশনের থিম কী ? 

উত্তর ঃ Science of the Moon 

৩৫. চন্দ্রযান-৩ মিশনের প্রধান উদ্দেশ্য কী ?

উত্তর ঃ চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং , রোভারটিকে স্থাপন করে সেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা, চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্য অন্বেষণ করা।

৩৬. চন্দ্রযান-৩ মিশনের জীবনসীমা কত ?

উত্তর ঃ ১৪ পৃথিবী দিবস বা ১ চন্দ্র দিবালোক সময়।


তো বন্ধুরা , আজ এই পর্যন্তই । ভালো থাকুন, সুস্থ্য থাকুন। ধন্যবাদ ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ