Type Here to Get Search Results !

নবম শ্রেণি জীবন বিজ্ঞান (প্রথম অধ্যায় - জীবন ও তার বৈচিত্র্য) প্রশ্ন ও উত্তর (Part - 1)




** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :

১. একটি এককোশী শৈবালের উদাহরণ দাও। 
উত্তর :- ক্লোরেল্লা ও ক্ল্যামাইডোমোনাস।

২. কাইটিন নির্মিত কোশপ্রাচীরযুক্ত উদ্ভিদগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- ফাংগি বা ছত্রাক।

৩. জলের সাহায্যে নিষেক ঘটে এমন উদ্ভিদগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- ব্রায়োফাইট বা মস্ জাতীয় উদ্ভিদ। 

৪. দ্বি-নিষেক ঘটে এমন উদ্ভিদগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- গুপ্তবীজী বা অ্যানজিওস্পার্ম (একবীজপত্রী ও দ্বিবীজপত্রী)।

৫. কোয়ানোসাইট কোশযুক্ত প্রাণীগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- পরিফেরা।

৬. হিমোসিলযুক্ত প্রাণীপর্বের নাম কী ?
উত্তর :- আর্থ্রোপোডা।

৭. মোলাস্কার খাদ্যগ্রহণকারী অঙ্গের নাম কী ?
উত্তর :- র‍্যাডুলা।

৮. অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে এমন প্রাণীগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- অ্যাভিস (পক্ষী) ।

৯. জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নির্দিষ্ট ছন্দে অনুষ্ঠিত হওয়াকে এককথায় কী বলা হয় ?
উত্তর :- ছন্দোবদ্ধতা।

১০. জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কী বলা হয় ?
উত্তর :- উত্তেজিতা।

১১. পরিব্যক্তি বা মিউটেশন ঘটার ক্ষমতাকে কী বলা হয় ?
উত্তর :- পরিব্যক্তিতা।

১২. মানুষের হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণকে কী বলা হয় ?
উত্তর :- সিস্টোল ও ডায়াস্টোল।

১৩. 'গরম তরল স্যুপ' কথাটির প্রবক্তা কে ?
উত্তর :- বিজ্ঞানী হ্যালডেন।

১৪. রাসায়নিক বিবর্তন ঘটাতে সাহায্যকারী শক্তি কোনগুলি ?
উত্তর :- উচ্চচাপ ও UV - রশ্মি।

১৫. প্রথম সৃষ্ট জেনেটিক বস্তু কোনটি ?
উত্তর :- RNA

১৬. প্রাণ সৃষ্টির শুরুতে বৃহদাকার অণু থেকে সৃষ্ট বড়ো বড়ো কোলয়েড বিন্দুগুলির নাম কী ?
উত্তর :- কোয়াসারভেট।

১৭. পৃথিবীতে অক্সিজেন সৃষ্টিকারী প্রথম জীব কোনটি ?
উত্তর :- সায়ানোব্যাকটেরিয়া।

১৮. কোনো স্থানের সামগ্রিক জিন, প্রজাতি ও সকল বাস্তুতন্ত্রকে একত্রে কী বলে ?
উত্তর :- জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি।

১৯. বায়োলজি শব্দটির প্রণেতার নাম কী ?
উত্তর :- জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।

২০. জীবদের নিয়ে আণবিক স্তরে পরীক্ষালব্ধ জ্ঞানের ব্যবহার, ভ্যাকসিন, হরমোন ও ইন্টারফেরন উৎপাদন প্রক্রিয়ার নাম কী ?
উত্তর :- জৈবপ্রযুক্তিবিদ্যা।

২১. পতঙ্গসম্পর্কিত বিজ্ঞানের নাম কী ?
উত্তর :- এন্টোমোলজি।

২২. প্রাণীবিদ্যার দুটি ফলিত শাখার নাম কী ?
উত্তর :- সেরিকালচার ও এপিকালচার।

২৩. উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম কী ?
উত্তর :- হর্টিকালচার, এগ্রিকালচার ও ফ্লোরিকালচার।

২৪. জীববিদ্যা ও পরিসংখ্যানবিদ্যার সহযোগে গঠিত বিজ্ঞানের শাখাটির নাম কী ?
উত্তর :- বায়োমেট্রি।

২৫. বিজ্ঞানের যে শাখায় চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির নকশা তৈরি ও উৎপাদন করা যায় তার নাম কী ?
উত্তর :- জৈব চিকিৎসাবিষয়ক যন্ত্রবিদ্যা বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং।

২৬. দ্বিপদ নামকরণে ব্যবহৃত পদ দুটি কী কী ?
উত্তর :- গণ ও প্রজাতি বা প্রজাতি পদ।

২৭. 'দ্য মেটেরিয়া মেডিকা' গ্রন্থটির লেখক কে ?
উত্তর :- ডিসকরডিস।

২৮. কৃত্রিম শ্রেণিবিন্যাস, দ্বিপদ নামকরণ ও হায়ারার্কি শ্রেণিবিন্যাসের স্রষ্টা কে ?
উত্তর :- ক্যারোলাস লিনিয়াস।

২৯. লিনিয়াস হায়ারার্কির সর্বনিম্ন ধাপটি কী ?
উত্তর :- প্রজাতি।

৩০. যে আন্তর্জাতিক সংস্থা উদ্ভিদের নামকরণের নিয়মাকানুন প্রণয়ন করে তার নাম কী ?
উত্তর :- ICBN (ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার)।

৩১. একই জাতীয় গণ মিলিত হয়ে যে ট্যাক্সোনমিক ক্যাটেগরি তৈরি করে তার নাম কী ?
উত্তর :- গোত্র।

৩২. দুটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। 
উত্তর :- নস্টক ও অ্যানাবিনা।

৩৩. হুইটেকারের শ্রেণিবিন্যাসে এককোশী, ইউক্যারিওটিক কোশযুক্ত জীবদের রাজ্য কোনটি ?
উত্তর :- প্রোটিস্টা।

৩৪. একটি এককোশী ছত্রাকের উদাহরণ দাও।
উত্তর :- ঈস্ট।

৩৫. খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরূপ ছত্রাকের উদাহরণ দাও। 
উত্তর :- অ্যাগারিকাস ক্যাম্পেসট্রিস।

৩৬. ছত্রাক জাতীয় উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু কী ?
উত্তর :- গ্লাইকোজেন নামক পলিস্যাকারাইড।

৩৭. বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে এমন জীবের উদাহরণ দাও। 
উত্তর :- ব্যাকটেরিয়া ও ছত্রাক।

৩৮. শৈবাল ও ছত্রাকের মিলিত উদ্ভিদগোষ্ঠী কোনটি ?
উত্তর :- লাইকেন।

৩৯. উদ্ভিদ জগতের উভচর কাকে বলে ?
উত্তর :- মস বা ব্রায়োফাইটা।

৪০. নগ্নবীজযুক্ত উদ্ভিদগোষ্ঠী কোনটি ?
উত্তর :- জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী।

৪১. ক্যাপসিউলের মধ্যে রেণু উৎপন্ন হয় এমন উদ্ভিদগোষ্ঠী কোনটি ?
উত্তর :- মস বা ব্রায়োফাইটা।

৪২. জলের সাহায্যে নিষেক সম্পন্নকারী স্থলবাসী উদ্ভিদগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- মস বা ব্রায়োফাইটা।

৪৩. মস ও ফার্নের যৌন জনন পদ্ধতির নাম কী ?
উত্তর :- উগ্যামি।

৪৪. মস ও ফার্নের পুংগ্যামেটের নাম কী ?
উত্তর :- অ্যানথেরোজয়েড।

৪৫. স্পঞ্জের দেহের উপরিভাগে অবস্থিত কোন্ ছিদ্রের মাধ্যমে রেচন পদার্থযুক্ত জল বেরিয়ে যায় ?
উত্তর :- অসকিউলাম।

৪৬. বহুকোশী খাদকদের রাজ্য কাকে বলে ?
উত্তর :- অ্যানিম্যালিয়া।

৪৭. 'প্রোটিস্টা' শব্দটির প্রণেতা কে ?
উত্তর :- আর্নেস্ট হেকেল।

৪৮. একটি স্বাদুজলের স্পঞ্জ -এর উদাহরণ দাও।
উত্তর :- স্পঞ্জিলা।

৪৯. গমনে অক্ষম প্রাণীগোষ্ঠী কোনটি ?
উত্তর :- পরিফেরা।

৫০. কোন্ প্রাণীগোষ্ঠীতে কোশগুলি কলা সৃষ্টি করে না ?
উত্তর :- পরিফেরা।

৫১. হাইড্রার দেহের এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে অবস্থিত জেলির মতো স্তরটির নাম কী ?
উত্তর :- মেসোগ্লিয়া।

৫২. দ্বিঅরীয়ভাবে প্রতিসম প্রাণীগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- টিনোফোরা পর্বের প্রাণী। যেমন- বেরো।

৫৩. চ্যাপটাকৃমির রেচন অঙ্গের নাম কী ?
উত্তর :- ফ্লেমকোশ।

৫৪. একটি স্বাধীনজীবী চ্যাপটাকৃমির উদাহরণ দাও। 
উত্তর :- প্ল্যানেরিয়া।

৫৫. কোম্বপ্লেটযুক্ত প্রাণীগোষ্ঠীর উদাহরণ দাও।
উত্তর :- টিনোফোরা।

৫৬. সিলোমবিহীন প্রাণীগোষ্ঠীর উদাহরণ দাও।
উত্তর :- আসিলোমেট।

৫৭. যে দেহগহ্বর সবদিকে মেসোডার্ম দ্বারা আবৃত থাকে তাকে কী বলে ?
উত্তর :- সিলোম।

৫৮. আরশোলার দেহের কোন্ গহ্বরে রক্ত সাময়িকভাবে মুক্ত হয় ?
উত্তর :- হিমোসিল।

৫৯. বহিস্ত্বক কন্টকাবৃত এমন প্রাণীপর্বের উদাহরণ দাও। 
উত্তর :- একাইনোডার্মাটা।

৬০. একটি বদ্ধসংবহনতন্ত্রযুক্ত অমেরুদন্ডী প্রাণীর নাম লেখো। 
উত্তর :- কেঁচো। (অ্যানিলিডা)

৬১. রক্তরসে হিমোগ্লোবিন থাকে এমন প্রাণীর উদাহরণ দাও। 
উত্তর :- কেঁচো। (অ্যানিলিডা)

৬২. কোন্ রাসায়নিক পদার্থ দ্বারা আরশোলার বহিঃকঙ্কাল গঠিত ?
উত্তর :- কাইটিন।

৬৩. মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের আন্তরযন্ত্রগুলি যে পাতলা পেশিময় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কী বলে ?
উত্তর :- ম্যান্টল বা প্যালিয়াম।

৬৪. একাইনোডার্মাটা প্রাণীদের নালিকাপদ বা টিউবফিট - এর কাজ কী ?
উত্তর :- গমন, খাদ্যগ্রহণ ও শ্বসন।

৬৫. কুমিরের হৃৎপিন্ডের প্রকোষ্ঠ ক'টি ?
উত্তর :- কুমিরের হৃৎপিন্ড সম্পূর্ণভাবে বিভক্ত চারটি প্রকোষ্ঠ থাকে। (দুটি অলিন্দ, দুটি নিলয়)

৬৬. হাঙরের লেজের প্রকৃতি কী ধরনের ?
উত্তর :- হেটারোসারকাল।

৬৭. যে আণুবীক্ষণিক আঁশ হাঙরের দেহের ত্বকে বর্তমান থাকে তার নাম কী ?
উত্তর :- প্লাকয়েড আঁশ।

৬৮. হাঙরের ফুলকাছিদ্রের সংখ্যা ক'টি ?
উত্তর :- ৫-৭ জোড়া।

৬৯. কানকোবিহীন মাছ-এর উদাহরণ দাও।
উত্তর :- হাঙর (কনড্রিকথিস)।

৭০. স্টোমোকর্ড - এর উপস্থিতি আছে এমন প্রাণী কারা ?
উত্তর :- হেমিকর্ডাটা পর্বযুক্ত প্রাণী।

৭১. কাদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয় ?
উত্তর :- ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা।

৭২. চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কী ?
উত্তর :- অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা উপপর্বভুক্ত প্রাণী ল্যামপ্রে ও হ্যাগ-ফিস

৭৩. কোন্ প্রাণীগোষ্ঠীর সারাজীবন নোটোকর্ড উপস্থিত থাকে ?
উত্তর :- সেফালোকর্ডাটার অন্তর্গত Branchiostoma sp.

৭৪. সবচেয়ে ছোট পাখির নাম কী ?
উত্তর :- হামিং বার্ড।

৭৫. সবচেয়ে বড় পাখির নাম কী ?
উত্তর :- উটপাখি বা অস্ট্রিচ।

৭৬. শীতল রক্তবিশিষ্ট দুটি প্রাণীগোষ্ঠীর নাম লেখো। 
উত্তর :- অ্যাম্ফিবিয়া ও রেপ্টিলিয়া।

৭৭. উষ্ণ রক্তবিশিষ্ট দুটি প্রাণীগোষ্ঠীর নাম লেখো। 
উত্তর :- অ্যাভিস (পক্ষী) ও ম্যামেলিয়া (স্তন্যপায়ী) ।

৭৮. দেহতাপমাত্রা নির্দিষ্ট রাখতে পারে এমন প্রাণীগোষ্ঠীর নাম কী ?
উত্তর :- উষ্ণ শোণিতবিশিষ্ট প্রাণী বা হোমিওথার্ম।

৭৯. পরিবেশের তাপমাত্রার প্রভাবে দেহতাপমাত্রা পরিবর্তিত হয় এমন প্রাণীগোষ্ঠীকে কী বলা হয় ?
উত্তর :- শীতল শোণিতবিশিষ্ট প্রাণী বা পয়কিলোথার্ম।

৮০. সবথেকে বড়ো স্তন্যপায়ীটির নাম কী ?
উত্তর :- নীল তিমি।

৮১. একটি বিষধর সাপের নাম লেখো। 
উত্তর :- কেউটে বা কোবরা।

৮২. একটি বিষহীন সাপের নাম লেখো। 
উত্তর :- পাইথন।

৮৩. একটি খোলকহীন মোলাস্কাপর্বের প্রাণীর উদাহরণ দাও। 
উত্তর :- অক্টোপাস।

৮৪. আঁশ, পালক বা রোমবিহীন ত্বকযুক্ত মেরুদন্ডী প্রাণীগোষ্ঠী কোনটি ?
উত্তর :- উভচর বা অ্যাম্ফিবিয়া।

৮৫. জীববিদ্যার প্রধান শাখা দুটি কী কী ?
উত্তর :- উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা।

৮৬. উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম করো। 
উত্তর :- এগ্রিকালচার ও হর্টিকালচার।

৮৭. প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয়, তাকে কী বলে ?
উত্তর :- ইথোলজি।

৮৮. ধানের দুটি উন্নত জাতের নাম উল্লেখ করো। 
উত্তর :- IR-8, জয়া, পদ্মা।

৮৯. গোল্ডেন রাইস কী ?
উত্তর :- জৈব প্রযুক্তির সাহায্যে সৃষ্টি করা ভিটামিন A সমৃদ্ধ ধানের জাতি।

৯০. দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম করো। 
উত্তর :- রোসি নামক গোরু ও ট্রান্সজেনিক বিড়াল।

৯১. লিনিয়ান হায়ারার্কিতে কয়টি স্তর আছে ?
উত্তর :- ৭ টি স্তর।

৯২. পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের কোন্ রাজ্যটির অন্তর্গত সকল জীবরা এককোশী ইউক্যারিওটস ?
উত্তর :- প্রোটিস্টা।

৯৩. কোন্ রাজ্যের অন্তর্গত জীবের দেহে অণুসূত্র দেখা যায় ?
উত্তর :- ফাংগি।

৯৪. ব্যালানোগ্লসারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 
উত্তর :- নোটোকর্ডের উপস্থিতি।

৯৫. কর্ডাটা পর্বের কোন্ শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দিয়ে গঠিত ?
উত্তর :- কনড্রিকথিস।

৯৬. ক্যানসার রোগ সংক্রান্ত বিদ্যাকে কী বলে ?
উত্তর :- অঙ্কোলজি।

৯৭. কোন্ বিজ্ঞানী একটি ক্লোনিং ভেড়ার সৃষ্টি করেন ও তার নাম দেন ডলি ?
উত্তর :- ইয়ান উইলমুট।

৯৮. উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে ?
উত্তর :- থিওফ্রাস্টাস।

৯৯. ICBN - এর পুরো নাম কী ?
উত্তর :- International Code of Botanical Nomenclature (ইন্টারন্যাশনাল কোড্ অফ বোটানিক্যাল নোমেনক্লেচার)।

১০০. কোন্ পর্বের নোটোকর্ড ও নার্ভকর্ড থাকে ?
উত্তর :- কর্ডাটা।

👉 Part - 2 Coming Soon ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ