Anwar Study Point

সফলতার সাথী

Breaking

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

এক নজরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী ? গুরুত্বপূর্ণ ৭০+ প্রশ্ন ও উত্তর



এক নজরে পশ্চিমবঙ্গ

১. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী ?
উত্তর :- কলকাতা।
২. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী ?
উত্তর :- বাংলা।
৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী ?
উত্তর :- মেছো বিড়াল।
৪. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী ?
উত্তর :- শ্বেত কন্ঠ মাছরাঙা।
৫. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি ?
উত্তর :- ছাতিম।
৬. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী ?
উত্তর :- শিউলি।
৭. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী ?
উত্তর :- বাংলাদেশ।
৮. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কী ?
উত্তর :- ভুটান।
৯. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত ?
উত্তর :- ৩ টি- বাংলাদেশ, নেপাল ও ভুটান।
১০. ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে ?
উত্তর :- ৫ টি - আসাম, বিহার, সিকিম, ঝাড়খন্ড এবং ওড়িশা।
১১. পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি ?
উত্তর :- কলকাতা।
১২. পশ্চিমবঙ্গের কোন্ জেলায় মহাকুমা নেই ?
উত্তর :- কলকাতায়।
১৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কী ?
উত্তর :- উত্তর চব্বিশ পরগনা। (জনসংখ্যা), দক্ষিণ চব্বিশ পরগনা (আয়তন)। *আগে বর্ধমান জেলা ছিল, ভাগ হয়ে ছোট হয়ে গেছে।
১৪. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কী ?
উত্তর :- কলকাতা। (১৮৫ বর্গকিমি)
১৫. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর :- ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
১৬. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?
উত্তর :- চক্রবর্তী রাজাগোপালাচারী।
১৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর :- সান্দাকফু (৩,৬৩৬ মিটার)।
১৮. পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কী ?
উত্তর :- গঙ্গা।
১৯. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত ?
উত্তর :- ৮৮,৭৫২ বর্গকিমি বা ৩৪,২৬৭ বর্গমাইল।
২০. আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য ?
উত্তর :- ১৩ তম রাজ্য। **কিছুদিন আগে ১৪তম ছিল। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই এক ধাপ ওপরে উঠেছে।
২১. পশ্চিমবঙ্গের প্রতিবেশী বৃহত্তম রাজ্যের নাম কী ?
উত্তর :- ওড়িশা।
২২. কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গ রাজ্যের কয়টি জেলার মধ্যে দিয়ে গেছে ?
উত্তর :- ৫ টি - পুরুলিয়া, নদীয়া (বাহাদুরপুর), বাঁকুড়া ও পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান।
২৩. পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি ?
উত্তর :- ২৩ টি। (৩০ টি এখনও হয়নি, পরে হতে পারে)
২৪. পশ্চিমবঙ্গের জেলা পরিষদ কয়টি ?
উত্তর :- ২১ টি।
২৫. পশ্চিমবঙ্গের মহাকুমা পরিষদ কয়টি ?
উত্তর :- ১ টি।
২৬. পশ্চিমবঙ্গের ডিভিশন কয়টি ?
উত্তর :- ৫ টি।
২৭. পশ্চিমবঙ্গের সাব-ডিভিশন কয়টি ?
উত্তর :- ৬৬ টি।
২৮. পশ্চিমবঙ্গের ব্লক কয়টি ?
উত্তর :- ৩৪২ টি।
২৯. পশ্চিমবঙ্গের মিউনিসিপাল কর্পোরেশন কয়টি ?
উত্তর :- ৭ টি।
৩০. পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটি কয়টি ?
উত্তর :- ১১৯ টি।
৩১. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত কয়টি ?
উত্তর :- ৩৩৫৪ টি।
৩২. পশ্চিমবঙ্গের লোকসভায় আসন কয়টি ?
উত্তর :- ৪২ টি।
৩৩. পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন কয়টি ?
উত্তর :- ২৯৪ টি।
৩৪. পশ্চিমবঙ্গের রাজ্যসভায় আসন কয়টি ?
উত্তর :- ১৬ টি।
৩৫. পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতি শাসন হয়েছে ?
উত্তর :- মোট ৪ বার।
৩৬. পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন কোনটি ?
উত্তর :- ঘুম স্টেশন। (২২৬০ মিটার)
৩৭. উত্তরবঙ্গের বৃহত্তম নদীর নাম কী ?
উত্তর :- তিস্তা।
৩৮. উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর :- মহানন্দা।
৩৯. বাংলার দুঃখ কাকে বলে ?
উত্তর :- দামোদর -কে বাংলার দুঃখ বলা হয়।
৪০. পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম কী ?
উত্তর :- আমন ধান।
৪১. পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসলের নাম কী ?
উত্তর :- চা ও পাট।
৪২. পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম কী ?
উত্তর :- বীরভূম জেলার ময়ূরেশ্বর।
৪৩. পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি ?
উত্তর :- ফোর্ট উইলিয়াম কলেজ। (১৮০০ খ্রি.)
৪৪. পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি ?
উত্তর :- ব্যাপটিস্ট মিশন স্কুল।
৪৫. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি ?
উত্তর :- বেথুন।
৪৬. পশ্চিমবঙ্গের প্রথম মেডিক্যাল কলেজ কোনটি ?
উত্তর :- কলকাতা মেডিক্যাল কলেজ। (১৮৩৫ খ্রি.)
৪৭. পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন কবে চলে ?
উত্তর :- ১৮৫৪ খ্রি.। (হাওড়া থেকে হুগলি)
৪৮. পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কী ?
উত্তর :- হিকির বেঙ্গল গেজেট। (১৭৮০ খ্রি.)
৪৯. পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী ?
উত্তর :- সমাচার দর্পণ। (১৮১৮ খ্রি.)
৫০. পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার কোনটি ?
উত্তর :- উইলিয়াম কেরি লাইব্রেরি। (১৮০০ খ্রি.)
৫১. পশ্চিমবঙ্গে প্রথম ট্রাম চলে কবে ?
উত্তর :- ১৮৮০ খ্রি. । (লর্ড রিপনের আমলে)
৫২. ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গে কটি জেলা ছিল ও কী কী ?
উত্তর :- ১৪ টি।
  • কলকাতা
  • হাওড়া 
  • হুগলি
  • বাঁকুড়া 
  • বর্ধমান
  • বীরভূম
  • মুর্শিদাবাদ
  • নদিয়া
  • মেদিনীপুর 
  • চব্বিশ পরগনা 
  • পশ্চিম দিনাজপুর
  • দার্জিলিং
  • জলপাইগুড়ি 
  • মালদহ
৫৩. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কী কী ?
উত্তর :- ৫ টি।
৫৪. ক্যালকাটা থেকে কবে কলকাতা নাম পরিবর্তন করা হয় ?
উত্তর :- ২০০১ সালের ১লা জানুয়ারি।
৫৫. কলকাতা কবে থেকে ব্রিটিশদের রাজধানী হয় ?
উত্তর :- ১৭৭২ সালে।
৫৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি ?
উত্তর :- যুবভারতী ক্রীড়াঙ্গন।
৫৭. পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি ?
উত্তর :- ফারাক্কা ব্যারেজ। (গঙ্গার ওপর নির্মিত ২,২৪৫ মিটার লম্বা।)
৫৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি ?
উত্তর :- ফারাক্কা বাঁধ।
৫৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি ?
উত্তর :- হাওড়া ব্রিজ। (দৈর্ঘ্য ৪৫৭ মিটার)
৬০. পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে ?
উত্তর :- নবদ্বীপ।
৬১. পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কী ?
উত্তর :- কলকাতা বিশ্ববিদ্যালয়।
৬২. পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কী ?
উত্তর :- শহীদ মিনার।
৬৩. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি ?
উত্তর :- রূপনারায়ণ সেতু।
৬৪. পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর :- বালিতে। (রয়েল পেপার মিল)
৬৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি ?
উত্তর :- হাজারদুয়ারি।
৬৬. পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামন্ডল কোনটি ?
উত্তর :- বিড়লা প্ল্যানেটোরিয়াম।
৬৭. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ?
উত্তর :- পদ্মজা নাইডু।
৬৮. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী ?
উত্তর :- মমতা বন্দ্যোপাধ্যায়।
৬৯. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী ?
উত্তর :- মমতা বন্দ্যোপাধ্যায়।
৭০. আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম কী ?
উত্তর :- জুলজিক্যাল গার্ডেনস্।
৭১. পশ্চিমবঙ্গের CMC কবে নাম পরিবর্তন করে KMC হয় ?
উত্তর :- ২০০১ সালের ১লা জানুয়ারি।
৭২. পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কোনটি ?
উত্তর :- দূর্গাপুর।
৭৩. পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি ?
উত্তর :- খড়্গপুর।
৭৪. পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তর :- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
৭৫. পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কয়টি ?
উত্তর :- ২৬ টি।
৭৬. পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ কয়টি ?
উত্তর :- ২৪ টি।
৭৭. পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী ?
উত্তর :- ব্রাত্য বসু।
৭৮. পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি ?
উত্তর :- ধান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন