Type Here to Get Search Results !

স্পেনের গৃহযুদ্ধ সম্বন্ধে লেখো

স্পেনের গৃহযুদ্ধ সম্বন্ধে একটি টীকা লেখো
স্পেনের গৃহযুদ্ধ সম্বন্ধে যা জানো লেখো
স্পেনের গৃহযুদ্ধ সংক্ষেপে আলোচনা করো 



প্রশ্ন : স্পেনের গৃহযুদ্ধ সম্বন্ধে টীকা লেখো ।
উত্তর :- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্পেন রাষ্ট্র একনায়ক শাসনতন্ত্রের শিকার হয়। উনিশ শতকের গোড়ার দিকে স্পেন ছিল একটি রাজতান্ত্রিক দুর্বল রাষ্ট্র। রাষ্ট্রের রাজনীতি মূলত চালিত হত জমিদার এবং সামন্তপ্রভুদের দ্বারা।
           যুদ্ধের পর রাজনৈতিক এবং ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির চাপে স্পেনে অচলাবস্থা তৈরি হয়। মাত্র পাঁচ বছরের মধ্যে পাঁচ বার দেশের মন্ত্রীসভা পরিবর্তিত হয়। এই অচলাবস্থার মাঝে ১৯২৩ খ্রিস্টাব্দে সামরিক প্রশাসক প্রাইমো-ডি-রিভেরা স্পেনের শাসনভার দখল করেন। তিনি পার্লামেন্ট দখল করে নিজেকে একনায়ক হিসাবে প্রতিষ্ঠা করেন। কিন্তু ১৯৩০ খ্রিস্টাব্দে প্রবল জনরোষের সামনে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ১৯৩১ খ্রিস্টাব্দে স্পেনে প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়। সাধারণ মানুষ তাদের নীতিতে খুশি হলেও, স্পেনের অভিজাত শ্রেনি এবং দক্ষিণপন্থীরা অখুশি ছিলেন। তাদের ক্রমাগত বিরোধীতার ফলে দেশে আবার অচলাবস্থা ফিরে আসে। এর পাশাপাশি বিশ্ব মহামন্দার প্রভাবেও স্পেনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
            ১৯৩৩ খ্রিস্টাব্দে স্পেনে আবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে দক্ষিণপন্থীরা নির্বাচিত হন। কিন্তু তাদের নীতি এবং কার্যকলাপের ফলে দেশে বিক্ষোভ, ধর্মঘটের সৃষ্টি হলে ১৯৩৬ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জামোরা পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের ডাক দেন।
             ১৯৩৬ এর নির্বাচনে প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী এবং কমিউনিস্টরা জোট গঠন করেন। এই জোটের নামকরণ হয় "পপুলার ফ্রন্ট"। বিরোধীপক্ষ অর্থাৎ দক্ষিণপন্থী দলগুলি প্রথম থেকে এই পপুলার ফ্রন্টের বিরোধীতা করেন এবং দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সংঘটিত হয়। এইপ্রকার নানাবিধ কারণে স্পেনের সামরিক বিভাগে বিক্ষোভ শুরু হয়। ১৯৩৬ খ্রিস্টাব্দের জুলাই মাসে মরোক্কোয় অবস্থিত সেনাদল প্রথম বিদ্রোহ ঘোষণা করে।

স্পেনের গৃহযুদ্ধ : সমগ্র দেশ দুটি দলে ভাগ হয়ে যায়। প্রথম দল প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী এবং কমিউনিস্ট জোট অর্থাৎ প্রজাতন্ত্রী সরকারকে সমর্থন করে। অপরদল অর্থাৎ বিভিন্ন দক্ষিণপন্থী দল, যাজক সম্প্রদায়, শিল্পপতি ও ভূস্বামীরা জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। দুটি দলের মধ্যে যুদ্ধ বাঁধে। তিন বছর যুদ্ধ চলার পর জেনারেল ফ্রাঙ্কোর দলের যুদ্ধে বিজয়ী হয়।
        স্পেনের গৃহযুদ্ধে প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণহানী হয়। তবে স্পেনের গৃহযুদ্ধের আঁচ কিন্তু কেবলমাত্র স্পেনেই সীমাবদ্ধ ছিলনা, এর আঁচে আন্তর্জাতিক রাজনীতিও উত্তপ্ত হয়েছিল।

ঐতিহাসিক ল্যাংসাম, স্পেনের এই গৃহযুদ্ধকে "ক্ষুদে বিশ্বযুদ্ধ" হিসাবে চিহ্নিত করেছেন।

কারণ : (ক) হিটলার শাসিত জার্মানি এবং মুসোলিনি শাসিত ইতালি ফ্রাঙ্কোকে সমর্থন করেন। (খ) রাশিয়ার বলশেভিক সরকার প্রজাতন্ত্রী জোটকে সাহায্য করার জন্য অস্ত্র, সামরিক পরামর্শদাতা দিয়ে সাহায্য করে। (গ) বিশ্বের বহু দেশ ইতালি এবং জার্মানির আগ্রাসন রোধ করার জন্য জোটবদ্ধ হয়।

         এইভাবে স্পেনের গৃহযুদ্ধ একনায়কতন্ত্র বনাম গণতন্ত্রে পরিণত হয়েছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ