Type Here to Get Search Results !

নব অর্থনীতি বা NEP বলতে কী বোঝ ?

নব অর্থনীতি বা NEP (New Economic Policy) বলতে কী বোঝ ?
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর



প্রশ্ন : NEP বলতে কী বোঝ ?
         অথবা  NEP কাকে বলে ?
         অথবা  নব অর্থনীতি বলতে কী বোঝ ?
উত্তর :- বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছিল। তৎকালীন সময়ে রাশিয়ার রাষ্ট্রনেতা লেনিনের পক্ষে তখন বিপ্লবকে রক্ষা করা এবং অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত করে তোলাটাই একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই সময়ের বহির্দেশীয় এবং অভ্যন্তরীণ সংকটমোচনের পর তিনি যুদ্ধকালীন সমাজতান্ত্রিক ব্যবস্থাকে নমনীয় করেছিলেন । সাম্যবাদী অর্থনৈতির সঙ্গে পুঁজিবাদী অর্থনীতি সংমিশ্রণ ঘটিয়ে রাশিয়াতে এক নতুন অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন করেছিলেন, যা রাশিয়ার ইতিহাসে নব অর্থনীতি অথবা New Economic Policy নামে পরিচিত। যাকে সংক্ষেপে NEP বলা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ