Type Here to Get Search Results !

নেপোলিয়ানের পতনের কারণ আলোচনা কর



নেপোলিয়ানের পতনের কারণ 

ভূমিকাঃ ফরাসি বিপ্লব প্রসূত রাজনৈতিক অস্থিরতার সুযোগে নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট হন। কিন্তু মাত্র এক দশকের মধ্যেই তার পতন ঘটে উল্লেখ্য , ১৮১৫ সালের ওয়াটালুর যুদ্ধ ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের হাতে চূড়ান্ত পরাজয়ের ফলে নেপোলিয়ানের পতন সুনিশ্চিত হয়  

১। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষাঃ প্রাথমিক পর্বের সামরিক সাফল্যগুলি নেপোলিয়ানের উচ্চাকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয়। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে তিনি সাবধানতা রাজনৈতিক দুরদৃষ্টিকে হারিয়ে ফেলেন , ফলে তার পতন আসন্ন হয়ে উঠে। 

২। স্বৈরশাসন প্রবর্তনঃ নেপোলিয়ান মুখে সাম্য , মৈত্রী স্বাধীনতার কথা  ঘোষণা করলেও তার শাসন ব্যবস্থা স্বৈরতান্ত্রিকতার উপর প্রতিষ্ঠিত ছিল। এই স্বৈরাচারী শাসন তার পতনের ক্ষেত্রে প্রস্তুত করে দেয়।

৩। সেনাদলের ক্রমিক দুর্বলতাঃ নেপোলিয়ানের ইউরোপ জয়ী সেনাদলের চরিত্র-ক্রমশ দুর্বল হয়ে পড়ে । নিরন্তর যুদ্ধ বিগ্রহ চলার ফলে অসংখ্য অভিজ্ঞ ও যুদ্ধপটু সেনা মারা যান। তিনি অধীনস্ত ইতালি , জার্মানি ও বেলজিয়াম হতে সৈন্য সংগ্রহ করে সৈন্যের অভাব পূরণ করেন। ফলে সেনাদলের জাতীয় ঐক্য বিনষ্ট হয় ও নেপোলিয়ানের প্রতি আনুগত্য হ্রাস পায় ।

৪। সাম্রাজ্যের অন্তর্নিহিত স্ববিরোধ ও জাতীয়তাবাদী অভ্যুত্থানঃ নেপোলিয়ানের পতনের একটি প্রধান কারণ ছিল ইউরোপের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী অভ্যত্থান।

৫। ধর্মীয় অসন্তোষঃ কনকরাট চুক্তির (১৮০০ খ্রি.) মাধ্যমে নেপোলিয়ান ক্যাথলিক ধর্মকে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত করেন। ফলে প্রোটেস্ট্যান্টপন্থীরা তার বিরোধী হয়ে উঠে। আবার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে রাজী না হওয়া নেপোলিয়ান পোপের রাজ্যকে দখল করায় ক্যাথলিকরাও তার বিরোধী হয়ে উঠেন ।

৬। মহাদেশীয় অবরোধ ব্যবস্থাঃ নেপোলিয়ান ইংল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ধ্বংস করে ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি বিনষ্ট করার জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেন। কিন্তু এই ব্যবস্থা বুমেরাং হয়ে নেপোলিয়ানে পতনকে ত্বরান্বিত করে।

৭। স্পেনীয় নীতিঃ স্পেনীয় নীতি ছিল নেপোলিয়নের রাজনৈতিক অদূরদর্শিতার এক বিরাট নজির । উল্লেখ্য , স্পেন দখল করে তিনি ভ্রাতা জোসেফ-কে স্পেনের সিংহাসনে বসালে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে।

৮। মস্কো অভিযানঃ স্পেনের যুদ্ধকে অসমাপ্ত রেখেই নেপোলিয়ন ৬ লক্ষ সৈন্য নিয়ে মস্কো অভিযান করেন। রাশিয়ার প্রচন্ড ঠান্ডায় , চরম খাদ্যাভাবে এবং রুশ সেনাপতি কুটুজফ-এর রণপান্ডিত্যের কাছে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি প্রায় ধ্বংস হয়ে যায়। ফলে নেপোলিয়নের পতনকে অবশ্যম্ভাবী করে তোলে।

উপসংহারঃ উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে , উত্তরোত্তর ক্ষমতার পশ্চাদ্ধাবনই নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ