Anwar Study Point

সফলতার সাথী

Breaking

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

Present Perfect Continuous Tense কাকে বলে ? চেনার উপায় ও গঠন প্রণালী


Present Perfect Continuous Tense কাকে বলে
Present Perfect Continuous Tense চেনার উপায়
Present Perfect Continuous Tense গঠন প্রণালী
Present Perfect Continuous Tense এর ৬ূব্যবহার
Present Perfect Continuous Tense এর গঠন


  Present Perfect Continuous Tense
 পুরা ঘটমান বর্তমান কাল 

 সংজ্ঞা  : কোনো কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে বোঝালে Present Perfect Continuous Tense হয়।

 চেনার উপায়  : বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ, ছি, ছে, ছেন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।

 গঠন প্রণালী   :-
1. Affirmative Sentence  :-
Sub + has been/have been + M.V. + ing + since/for +time.

1. অভিষেক সকাল থেকে ফোন করছে।
Ans. Abhisekh has been calling since morning.
2. আমরা এক মাস ধরে কাজ করছি।
Ans. We have been working for one month.

➡️ Since / for কোথায় কোথায় বসে ?
উত্তর :- নির্দিষ্ট সময় (Last week, last night, last tuesday, 2012, 17 July, morning, midnight, 10 am.) - এর ক্ষেত্রে 'since' বসে।
          আর অনির্দিষ্ট সময় (seconds, minutes, hours, days, years, week, month) - এর ক্ষেত্রে 'for' বসে।

2. Negative Sentence  :
Sub + has not been/have not been + M.V. + ing + since /for + time.

1. অভিষেক সকাল থেকে ফোন করছেনা।
Ans. Abhisekh has not been calling since morning.
2. আমরা এক মাস ধরে কাজ করছি না।
Ans. We have not been working for one month.

3.  Interrogative Sentence  :
Has/have + Sub + been + M.V. + ing + since/for + time ?

1. অভিষেক কি সকাল থেকে ফোন করছে ?
Ans. Has Abhisekh been calling since morning ?
2. আমরা কি এক মাস ধরে কাজ করছি ?
Ans. Have we been working for one month ?

4.  Wh Word  :
Wh + has/have + Sub + been + M.V. + ing + since /for + time ?

1. অভিষেক সকাল থেকে কাকে ফোন করছে ?
Ans. Whom has Abhisekh been calling since morning ?
2. আমরা এক মাস ধরে কী কাজ করছি ?
Ans. What have we been working for one month ?


******* The End ******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন