Present Perfect Tense কাকে বলে ?
Present Perfect Tense চেনার উপায়
Present Perfect Tense গঠন প্রণালী
Present Perfect Tense ব্যবহার
Present Perfect Tense Examples
Present Perfect Tense
পুরাঘটিত বর্তমান কাল
◾ সংজ্ঞা : এইমাত্র একটি কাজ শেষ হয়েছে অথবা যে কাজ আগেই শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এরুপ বোঝালে Present Perfect Tense হয়।
◾ চেনার উপায় : বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে।
এছাড়াও করিনি, খাইনি বোঝালে Present Perfect Tense হয়।
যথা :- আমি ভাত খেয়েছি। --> খে + য়েছি।
◾ গঠন প্রণালী :
1. Affirmative Sentence :
Sub + has/have + M.V.3 + Obj.
1. সুজয়ের খেলা হয়ে গিয়েছে।
Ans. Sujay has played.
2. আমার লেখা হয়ে গেছে।
Ans. I have Written.
2. Negative Sentence :
Sub + has/have + not + M.V.3 + Obj.
1. সুজয়ের খেলা হয়নি।
Ans. Sujay has not played.
2. আমার লেখা হয়নি।
Ans. I have not written.
3. Interrogative Sentence :
Has/have + Sub + M.V.3 + Obj +?
1. সুজয়ের কি খেলা হয়ে গিয়েছে ?
Ans. Has Sujay played ?
2. আমার কি লেখা হয়ে গিয়েছে ?
Ans. Have I written ?
4. Wh Word :
Wh + has/have + Sub + M.V.3 + Obj + ?
1. সুজয় কখন খেলেছে ?
Ans. When has Sujay played ?
2. আমার কী লেখা হয়ে গিয়েছে ?
Ans. What have I written ?
◾ ব্যবহার :
1. ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছে ইত্যাদি চিহ্ন থাকা সত্ত্বেও অতীতকাল স্পষ্ট উল্লেখ থাকলে Present Perfect Tense হয়না।
যথা :-
1. গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি।
Ans. I dreamt a dream last night.
2. গতকাল তোমার চিঠি পেয়েছি।
Ans. I received your letter yesterday.
➡️ He has bought a book yesterday. ❌
He bought a book yesterday. ☑️
2. যে সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়েছে, অথচ এখনও তা অতীত হয়নি, এরূপ বোঝালে Present Perfect Tense হয়।
যথা :-
▪️He has absent for seven days.
Ans. He has been absent for seven days.
3. দেখিনি, ভাবিনি ইত্যাদি Negative form ক্রিয়াপদের ইংরেজি অনুসারে Present Perfect Tense ব্যবহৃত হয়।
যথা :-
▪️আমি কখনও চিড়িয়াখানা দেখিনি।
Ans. I have never visited the zoo.
4. ব্যাপক সময় (Period of time) - এর পূর্বে 'For' এবং নির্দিষ্ট সময় (Point of time) - এর পূর্বে 'since' বসে এবং এদের পরবর্তী Verb Petfect Tense হয়।
যথা :-
(i) He has been ill for seven days.
(ii) He has been absent since January.
*******The End *******