Anwar Study Point

সফলতার সাথী

Breaking

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

Past Indefinite Tense কাকে বলে ? চেনার উপায় ও গঠন প্রণালী




Past Indefinite Tense  : - সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা (করেছিল) বা হওয়া (হয়েছিল) বা ঘটা (ঘটেছিল) বোঝালে Past Indefinite Tense হয়।

চেনার উপায় :- বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, -তাম, তে, তেন ইত্যাদি চিহ্ন থাকবে।

 যেমন:- করেছিল, করেছিলাম, করেছিলে, করেছিলেন, -"পড়িল', পড়লাম, পড়লেন, পড়িত, পড়িতেন । 

গঠন প্রণালী :

1. Affirmative Sentence : Sub + M.V2 +obj. 

1. তুমি বাজারে গিয়েছিলে। → You went to Market. 
2. আমি ভাত খেয়েছিলাম। → I ate rice..

2. Negative Sentence :Sub+ did+not+M.V.+obj.

1. তুমি বাজারে যাওনি। --> You did not go to market. 
2. আমি ভাত খায়নি। --> I did not eat rice. 

3. Interrogative Sentence : Did + Sub + M.V.+ Obj ? 

1. তুমি কি বাজারে গিয়েছিলে ? --> Did you go to Market? 

2. আমি কি ভাত খেয়েছিলাম ? → Did I eat rice ?

4. Wh Word :
wh+ did+Sub + M.v.+obj ? 

1. তুমি কোথায় গিয়েছিলে ? → where did you go ? 
2. আমি কী খেয়েছিলাম ? → What did I eat ?

ব্যবহার  :-

1. অতীতকালে কোনো কাজের অভ্যাস বোঝালে অথবা ক্রিয়ার শেষে ইত, ইতেম, ইতান ইত্যাদি চিহ্ন থাকলে  Subject-এর পরে মূল Verb-এর পূর্বে  'used to ' অথবা ' Would' দিয়ে অনুবাদ করতে হয়। অথবা Past Indefinite Tense -এর নিয়মেও অনুবাদ করা যায়।

(i) মধ্যে মধ্যে কাজ করা বোঝালে 'would' এবং (ii) প্রত্যহ কাজ করা বোঝালে 'used to ' ব্যবহার করা হয় ।

যথাঃ

1. তিনি  আমাকে ইংরেজী পড়াতেন । --> He used to teach me English.

Or
He taught me English. 

2. আমি প্রায়ই চা খেতাম । --> I would take tea very often. 

2. See, Feel, Know প্রভৃতি verb-এর Past Continuous Tense না হয়ে  Past Indefinite Tense হয়। 

যেমন :–I was knowing he would go. ❌
--> I knew he would go. ☑️

3. বাংলায় ক্রিয়ার শেষে ‘ইতে লাগল, 'ইতে লাগলে', ইতে লাগলেন 'ইত্যাদি চিহ্ন থাকলে Subject -এর পরে' began to' দিয়ে অনুবাদ করতে হয় 

যথাঃ- সে দৌড়াতে লাগল।
⇒ He began to run. 

4. 'Since' এবং 'Ago' এই দুটি Adverb-এর পূর্ববর্তী verb-এর Past Indefinite Tense হয়।  

যথা:- He has seen him long since. ❌
 →He saw him long since. ☑️

5. Since যখন Conjunction রূপে ব্যবহৃত হয়, তখন পূর্ববর্তী Clause -এর Verb-এর Present Indefinite বা Present Perfect Tense হয় এবং পরবর্তী Clause-এর Verb -এর সর্বদা Past Indefinite Tense হয়। 

যথাঃ

◾ Ten years passed since his brother has died. ❌
→ Ten years have passed since his brother died. ☑️

*Note : বাক্যের মধ্যে একটি অসমাপিকা ক্রিয়া কিংবা দুটি অসমাপিকা ক্রিয়া থাকলে মূল verb-এর সহিত "ing" যোগ করে এই Tense-এর নিয়মে  অনুবাদ করতে হয় । 

যথা:- (i) ভাত খেয়ে সে বাড়ি গেল। 
 → Eating rice, he went home. 
Or, He ate rice and went home. 

 (ii) সে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। ⇒ He went home weeping.

***** The End *****

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন