মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক / দশম শ্রেণি
ইতিহাস
দ্বিতীয় অধ্যায় :- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
প্রতিটি প্রশ্নের মান : ১
১. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি?
উত্তর:- বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা সমাচার দর্পণ।
২. 'বাঙ্গাল গেজেট' কী জন্য বিখ্যাত?
উত্তর:- গঙ্গাকিশাের ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র।
৩. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন।
৪. সমাচার চন্দ্রিকা কাদের মুখপত্র ছিল?
উত্তর:- 'সমাচার চন্দ্রিকা’ রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল।
৫. ‘বামাবােধিনী পত্রিকা’ কবে প্রকাশিত হয়?
উত্তর:- বামাবােধিনী পত্রিকা প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে।
৬. 'বামাবােধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর:- বামাবােধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত।
৭. বামাবােধিনী সভা কে গঠন করেছিলেন ?
উত্তর:- উমেশচন্দ্র দত্ত (১৮৬৩ খ্রি.) বামাবােধিনী সভা গঠন করেন।
৮. উনিশ শতকে নারীজাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখাে।
উত্তর:- উনিশ শতকে বামাবােধিনী পত্রিকায় নারীজাতির বন্দনা করা হয়েছিল।
৯. 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার একজন উল্লেখযােগ্য সম্পাদকের নাম লেখাে।
উত্তর:- হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখােপাধ্যায়।
১০. 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর:- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘােষ।
১১. হরিশচন্দ্র মুখােপাধ্যায় কে ছিলেন?
উত্তর:- হরিশচন্দ্র মুখােপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক।
১২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি ‘হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৩. ‘ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- ভারতের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটিবিচ্যুতিগুলি জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধান উদ্দেশ্য।
১৪. 'হুতােম প্যাচার নকশা' কে রচনা করেছিলেন ?
উত্তর:- হুতােম প্যাচার নশা’র রচয়িতা কালীপ্রসন্ন সিংহ।
১৫. হুতােম পাচার নকশা থেকে আমরা কলকাতার কোন্ নব্য সম্প্রদায়কে দেখতে পাই?
উত্তর:- 'হুতােম প্যাচার নকশা’ থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে দেখতে পাই।
১৬. নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে?
উত্তর:- নীলদর্পণ' নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।
১৭. দীনবন্ধু মিত্র কে ছিলেন?
উত্তর:- দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তাঁর রচিত একটি বিখ্যাত নাটক হল নীলদর্পণ'।
১৮. নীলদর্পণ' নাটকটি কোন্ প্রেক্ষাপটে রচিত?
উত্তর:- ১৮৫৯-৬০-এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচিত।
১৯. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ? কে এটি প্রকাশ করেন ?
উত্তর:- নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটি প্রকাশ করেন পাদরি লং সাহেব।
২০. নীলদর্পণ' নাটকটি কবে প্রকাশিত হয়?
উত্তর:- ১৮৬০ খ্রিস্টাব্দে ‘নীলদর্পণ' নাটকটি প্রকাশিত হয়।
২১. গ্রামবার্তা- প্রকাশিকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উত্তর:- গ্রামবার্তা-প্রকাশিকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।
২২. কোন্ পত্রিকাকে 'গ্রামীণ সংবাদপত্রের জনক' বলা হয়?
উত্তর:- গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়।
২৩. ১৮৮৪ খ্রিস্টাব্দে ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায় কেন?
উত্তর:- গ্রামাবার্তার সম্পাদক হরিনাথের প্রবল আর্থিক ঋণ ও তার বার্ধক্যের কারণে ১৮৮৪ খ্রিস্টাব্দে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ বন্ধ হয়ে যায়।
২৪. কোন্ চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশের শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়?
উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশের শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ হয়।
২৫. লর্ড মেকলে কে ছিলেন ?
উত্তর:- লর্ড মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্কের আইন পরিষদের সদস্য।
২৬. কলকাতায় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮২৪ খ্রিস্টাব্দে।
২৭. ভারতে কবে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয় ?
উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দের ৭ মার্চ ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়।
২৮. চার্লস উড কে ছিলেন?
উত্তর:- চার্লস উড ছিলেন বাের্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং উডের ডেসপ্যাচ-এর প্রণেতা।
২৯. উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?
উত্তর:- উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় ১৮৫৪ খ্রিস্টাব্দে।
৩০. চার্লস উডের সুপারিশ মেনে কবে সরকারি শিক্ষা দফতর খােলা হয় ?
উত্তর:- উডের সুপারিশ অনুযায়ী সরকারি শিক্ষা দফতর খােলা হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।
৩১. হান্টার কমিশন কবে নিযুক্ত হয় ?
উত্তর:- হান্টার কমিশন নিযুক্ত হয় ১৮৮২ খ্রিস্টাব্দে।
৩২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত পণ্ডিত এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ।
৩৩. বর্ণপরিচয়' গ্রন্থটি কার লেখা?
উত্তর:- বর্ণপরিচয়' গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
৩৪. 'কথামালা' গ্রন্থটি কার লেখা?
উত্তর:- 'কথামালা’ গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
৩৫. মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় (১৮৯০ খ্রি.) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৬. কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার কবে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন ১৮৭২ খ্রিস্টাব্দে।
৩৭. কবে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সােসাইটি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ক্যালকাটা ফিমেল জুভেনাইল সােসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮১৯ খ্রিস্টাব্দে।
৩৮. উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিষয়ে অগ্রণী দু'জন ব্যক্তির নাম লেখাে।
উত্তর:- উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়ে অগ্রণী দুজন হলেন রাধাকান্ত দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৯. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৭ খ্রিস্টাব্দে।
৪০. হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযােগ্য ব্যক্তিত্ব কে ?
উত্তর:- হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযােগ্য ছিলেন স্যার হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখােপাধ্যায়, রাধাকান্ত দেব প্রমুখ।
৪১. হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয়?
উত্তর:- হিন্দু কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়।
৪২. হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
উত্তর:- হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
৪৩. ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে পরিচিত?
উত্তর :- ভারতের প্রথম আধুনিক মানুষ নামে পরিচিত রাজা রামমােহন রায়।
৪৪. রাধাকান্ত দেব কে?
উত্তর:- উনিশ শতকের কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা ছিলেন রাধাকান্ত দেব।
৪৫. 'শব্দকল্পদ্রুম’ বইটির লেখক কে?
উত্তর:-' শব্দকল্পদ্রুম’ বইটির লেখক রাধাকান্ত দেব।
৪৬. ডেভিড হেয়ার কে ছিলেন?
উত্তর:- উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন ডেভিড হেয়ার।
৪৭. ক্যালকাটা স্কুল বুক সােসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ক্যালকাটা স্কুল বুক সােসাইটি’-এর প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার।
৪৮. 'ক্যালকাটা স্কুল বুক সােসাইটি' কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ক্যালকাটা স্কুল বুক সােসাইটি' ১৮১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
৪৯. হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয়।
৫০. একজন প্রাচ্যবাদীর নাম লেখাে।
উত্তর:- একজন প্রাচ্যবাদী হলেন এইচ টি প্রিন্সেপ।
৫১. একজন পাশ্চাত্যবাদীর নাম লেখাে।
উত্তর:- একজন পাশ্চাত্যবাদী হলেন আলেকজান্ডার ডাফ।
৫২. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
৫৩. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি।
৫৪. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ।
৫৫. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ?
উত্তর:- শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়।
৫৬. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কী ?
উত্তর:- জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।
৫৭. শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ?
উত্তর :- শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড।
৫৮. শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- শ্রীরামপুর কলেজ ১৮১৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
৫৯. টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে কে ছিলেন ?
উত্তর :- বেন্টিঙ্কের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি।
৬০. কে, কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন?
উত্তর:- ১৮৩৭ খ্রিস্টাব্দে, লর্ড হার্ডিঞ্জ ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন।
৬১. কীভাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান ঘটে ?
উত্তর:- মেকলে মিনিটের (১৮৩৫ খ্রি.) দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান ঘটে।
৬২. উডের প্রতিবেদন কী নামে পরিচিত?
উত্তর:- উডের প্রতিবেদন 'ম্যাগনা কার্টা' নামে পরিচিত।
৬৩. উডের প্রতিবেদনে কোথায় কোথায় তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- উডের প্রতিবেদনে কলকাতা, বােম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
৬৪. ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তর :- ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়।
৬৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং।
৬৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল।
৬৭. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
৬৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা?
উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বােস।
৬৯. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ?
উত্তর:- বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি।
৭০. প্রথম শিক্ষা কমিশনের নাম কী ?
উত্তর:- প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন।
৭১. র্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখাে।
উত্তর:- র্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হােসেন বিলগ্রামী।
৭২. কলকাতা মাদ্রাসা কে, কত খ্রিস্টাব্দে গড়ে তােলেন?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তােলেন।
৭৩. কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
৭৪. কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন?
উত্তর:- কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন ডাক্তার এম. জে. ব্রামলে।
৭৫. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৩৫ খ্রিস্টাব্দে।
৭৬. কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কে জমি দান করেন?
উত্তর:- মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।
৭৭. মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?
উত্তর:- মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একজন ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক।
৭৮. মধুসূদন গুপ্ত কবে শব ব্যবচ্ছেদ করেন ?
উত্তর:- মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেন ১০ জানুয়ারি, ১৮৩৬ খ্রিস্টাব্দে।
৭৯. কে, হিন্দু কুসংস্কার উপেক্ষা করে প্রথম শব ব্যবচ্ছেদ করেন?
উত্তর:- ডা. মধুসূদন গুপ্ত হিন্দু কুসংস্কার উপেক্ষা করে প্রথম শব ব্যবচ্ছেদ করেন।
৮০. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
উত্তর:- ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
৮১. 'ক্যালকাটা ফিমেল স্কুল’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:-' ক্যালকাটা ফিমেল স্কুল’-এর প্রতিষ্ঠাতা জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন।
৮২. ফিমেল জুভেনাইল সােসাইটির সঙ্গে কারা যুক্ত ছিলেন ?
উত্তর:- ফিমেল জুভেনাইল সােসাইটির সঙ্গে সম্পর্ক যুক্ত ছিলেন রাজা রামমােহন রায়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, বিদ্যাসাগর প্রমুখ।
৮৩. হিন্দু মহিলা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- হিন্দু মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অ্যানেট আক্রোইদ।
৮৪. বিদ্যাসাগর নারীশিক্ষার উন্নতিকল্পে ক-টি বালিকা বিদ্যালয় তৈরি করেন ?
উত্তর:- বিদ্যাসাগর নারীশিক্ষার উন্নতিকল্পে ৩৫টি বালিকা বিদ্যালয় তৈরি করেন।
৮৫. কলকাতায় মেট্রোপলিটন ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় মেট্রোপলিটন ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন (বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ)।
৮৬. কে, কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন।
৮৭. সৌদামিনি দেবী কে ছিলেন?
উত্তর:- সৌদামিনি দেবী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা।
৮৮. ভগবতী বিদ্যালয় কে, কার স্মৃতি রক্ষার্থে তৈরি করেন ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাতা ভগবতী দেবীর স্মৃতি রক্ষার্থে তৈরি করেন।
৮৯. নারীশিক্ষা ভাণ্ডার’ নামক তহবিল কে গঠন করেন?
উত্তর:- নারীশিক্ষা ভাণ্ডার’ তহবিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গঠন করেন।
৯০. কে রামমােহন রায়কে ‘রাজা' উপাধি দেন?
উত্তর:- মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমােহন রায়কে রাজা উপাধি দেন।
৯১. আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় ১৮১৫ খ্রিস্টাব্দে।
৯২. ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন ?
উওর:- ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমােহন রায়।
৯৩. ব্রাহ্মসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ব্রাম্মসমাজ প্রতিষ্ঠিত হয় ১৮২৮ খ্রিস্টাব্দে।
৯৪. তত্ত্ববােধিনী সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- তত্ত্ববােধিনী সভার প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৯৫. তত্ত্ববােধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- তত্ত্ববােধিনী সভা প্রতিষ্ঠিত হয় ১৮৩৮ খ্রিস্টাব্দে।
৯৬. তিন আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তর:- ‘ তিন আইন প্রবর্তিত হয় ১৮৭২ খ্রিস্টাব্দে।
৯৭. সতীদাহপ্রথা বিরােধী আন্দোলনে কে সাফল্য আনেন ?
উত্তর. সতীদাহপ্রথা বিরােধী আন্দোলনে সাফল্য আনেন রাজা রামমােহন রায়।
৯৮. সতীদাহপ্রথার বিরুদ্ধে রামমােহন রায় কোন্ পত্রিকায় লিখতেন?
উত্তর:- সতীদাহপ্রথার বিরুদ্ধে রামমােহন রায় সম্বাদ কৌমুদী’ পত্রিকায় লিখতেন।
৯৯. সতীদাহপ্রথা কবে রদ করা হয় ?
উত্তর:- সতীদাহপ্রথা রদ করা হয় ১৮২৯ খ্রিস্টাব্দে।
১০০. কোন্ বড়ােলাটের আমলে সতীদাহপ্রথা রদ করা হয় ?
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলে সতীদাহপ্রথা রদ করা হয়।
১০১. ডিরােজিও কে ছিলেন ?
উত্তর:- ডিরােজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ইয়ংবেঙ্গলের প্রাণপুরুষ।
১০২. ডিরােজিওর অনুগামীরা কী নামে পরিচিত?
উত্তর:- ডিরােজিওর অনুগামীরা ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায় নামে পরিচিত।
১০৩. ডিরােজিয়ান কাদের বলা হয় ?
উত্তর:- ডিরােজিওর অনুগামীদের বলা হয় ডিরােজিয়ান (প্যারীচাদ মিত্র, রাধানাথ শিকদার, লালবিহারী দে, দক্ষিণারঞ্জন। মুখােপাধ্যায় প্রমুখ)।
১০৪. অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশন (১৮২৮ খ্রি.) কে প্রতিষ্ঠা। করেন ?
উত্তর:- অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশন প্রতিষ্ঠা করেন লুই ভিভিয়ান ডিরােজিও।
১০৫. ইয়ং ক্যালকাটা’ নামে কারা পরিচিত ?
উত্তর:- ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায় ইয়ং ক্যালকাটা’ নামে পরিচিত।
১০৬. সতীদাহপ্রথা অবসানে আপত্তি তুলেছিলেন এমন একজন ব্যক্তির নাম লেখাে।
উত্তর:- সতীদাহপ্রথা অবসানে আপত্তি তুলেছিলেন এমন একজন ব্যক্তি হলেন রাধাকান্ত দেব।
১০৭. হাজি মহম্মদ মহসিন কে ছিলেন?
উত্তর:- হাজি মহম্মদ মহসিন ছিলেন হুগলির একজন মানবতাবাদী ও দানশীল ব্যক্তি।
১০৮. হাজি মহম্মদ মহসিন ফান্ডের প্রতিষ্ঠা কে করেন?
উত্তর:- হাজি মহম্মদ মহসিন ফান্ডের প্রতিষ্ঠা করেন হাজি মহম্মদ মহসিন।
১০৯. কোন্ সমাজসংস্কারকের আন্দোলনের ফলে বিধবাবিবাহ প্রবর্তিত হয় ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবাবিবাহ প্রবর্তিত হয়।
১১০. বিধবাবিবাহ আইন কবে পাস হয়?
উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবাবিবাহ আইন পাস হয়।
১১১. লালন ফকির কে ছিলেন?
উত্তর:- লালন ফকির একজন মানবতাবাদী ও অসংখ্য বাউল গানের রচয়িতা ছিলেন।
১১২. লালন ফকির কোথায় বাউল সংঘ প্রতিষ্ঠা করেন?
উত্তর:- মুরশিদাবাদের চেউরিয়াতে লালন ফকির বাউল সংঘ প্রতিষ্ঠা করেন।
১১৩. তত্ত্ববােধিনী পত্রিকা’ কবে প্রকাশিত হয়?
উত্তর:- তত্ত্ববােধিনী পত্রিকা প্রকাশিত হয় ১৮৪৩ খ্রিস্টাব্দে।
১১৪. ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি’ নামক বইটি কে রচনা করেন?
উত্তর:- 'ব্রাত্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি’ বইটির রচয়িতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
১১৫. কে কেশবচন্দ্র সেনকে ‘ব্ৰত্মানন্দ’ উপাধিতে ভূষিত করেন?
উত্তর:- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
১১৬. ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ভারতীয় ব্রাত্মসমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন।
১১৭. বিজয়কৃষ্ণ গােস্বামী কে ছিলেন?
উত্তর:- বিজয়কৃষ্ণ গােস্বামী ছিলেন একজন বিখ্যাত ব্রাত্মধর্ম প্রচারক।
১১৮. সাধারণ ব্রাহ্মসমাজ কারা প্রতিষ্ঠা করেন?
উত্তর:- সাধারণ ব্রাত্যসমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমােহন বসু প্রমুখ।
১১৯. ব্রাহ্মসমাজ আন্দোলনে নববিধান’ কবে প্রবর্তিত হয় ?
উত্তর:- নববিধান’ প্রবর্তিত হয় ১৮৮০ খ্রিস্টাব্দে।
১২০. নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- নববিধান ব্রাত্যসমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন।
১২১. কে মনে করতেন পাশ্চাত্য শিক্ষার ওপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে ?
উত্তর:- রাজা রামমােহন রায় মনে করতেন পাশ্চাত্য শিক্ষার ওপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে।
১২২. কে নিজের খরচে কলকাতায় ইন্ডিয়ান অ্যাকাডেমি গড়ে তােলেন?
উত্তর:- রাজা রামমােহন রায় নিজের খরচে কলকাতায় ইন্ডিয়ান অ্যাকাডেমি গড়ে তােলেন।
১২৩. ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
উত্তর:- রাজা রামমােহন রায়কে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়।
১২৪. রাজা রামমােহন রায়ের কোথায় মৃত্যু হয়?
উত্তর:- লন্ডনের ব্রিস্টল শহরে (১৮৩৬ খ্রি.) রাজা রামমােহন রায়ের মৃত্যু হয়।
১২৫. বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করে?
উত্তর:- রাজা রামমােহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন।
১২৬. 'যত মত তত পথ’ বাণীটি কার ?
উত্তর:- 'যত মত তত পথ’ বাণীটি শ্রীরামকৃষ্ণদেবের।
১২৭. কে উনিশ শতকের বাংলায় সর্বধর্মসমন্বয়বাদী মতাদর্শের উদ্ভব ঘটান?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেব উনিশ শতকের বাংলায় সর্বধর্মসমন্বয়বাদী মতাদর্শের উদ্ভব ঘটান।
১২৮. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ১৮৯৭ খ্রিস্টাব্দে।
১২৯. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
১৩০. রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর :- রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্র মুরশিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত মহুলায় অবস্থিত।
১৩১. কোন্ স্থান রামকৃষ্ণ মিশনের ‘সেবাতীর্থ’ নামে পরিচিত?
উত্তর:- মুর্শিদাবাদ জেলার মহুলা-সারগাছি অঞল রামকৃষ্ণ মিশনের ‘সেবাতীর্থ’ নামে পরিচিত।
১৩২. 'Man Making Religion' কথাটি কে বলেছিলেন ?
উত্তর:- 'Man Making Religion' কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ।
১৩৩. স্বামী বিবেকানন্দ রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখাে।
উত্তর:- স্বামী বিবেকানন্দ রচিত উল্লেখযােগ্য গ্রন্থগুলি হল 'বর্তমান ভারত’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘পরিব্রাজক প্রভৃতি।
১৩৪. শিকাগাে বিশ্বধর্ম সম্মেলনে শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন?
উত্তর:- শিকাগাে বিশ্বধর্ম সম্মেলনে শ্রেষ্ঠ বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ।
১৩৫. কবে স্বামী বিবেকানন্দ শিকাগােয় বক্তৃতা দেন?
উত্তর:- ১৮৯৩ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগােয় বক্তৃতা দেন।
১৩৬. কে বলেছিলেন ভারতমাতাই আমাদের আরাধ্য দেবতা?
উত্তর:- স্বামী বিবেকানন্দ এই অভিমত প্রকাশ করেন।
১৩৭. কলকাতায় বেঙ্গল এশিয়াটিক সােসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- কলকাতায় বেঙ্গল এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠিত হয় ১৭৮৪ খ্রিস্টাব্দে।
১৩৮. এশিয়াটিক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স।
১৩৯. বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল?
উত্তর:- বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা।
১৪০. বাংলায় নবজাগরণের ফলে কোন্ ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটে?
উত্তর:- নবজাগরণের ফলে বাংলায় সংস্কৃত ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটে।
১৪১. বাংলার নবজাগরণকে ‘অতিকথা’ বলে কে অভিহিত করেছেন?
উত্তর:- বাংলার নবজাগরণকে ‘অতিকথা বলেছেন গবেষক বিনয় ঘােষ।
১৪২. বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?
উত্তর:- উনিশ শতককে নবজাগরণের শতক বলা হয়।
**************** সমাপ্ত ***************