করোনাকালে দীর্ঘদিন পর স্কুল খোলার পর ছাত্রছাত্রীদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে সামনে মাধ্যমিক, কিভাবে প্রস্তুতি নেবে এত কম সময়ে ??? তাই তাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি অধ্যায় ভিত্তিক সাজেশান। নিম্নে দেওয়া সাজেশান গুলো বাড়িতে Preparation নিলে আশানুরূপ ফল পাওয়া যাবেই যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ইতিহাস বিষয়ের ১ নম্বরের সাজেশান গুলো। Madhyamik History Suggestions 2022, Madhyamik 2022 History Suggestions, wbbse Madhyamik History Suggestions 2022, মাধ্যমিক ইতিহাস সাজেশন, মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২
বিষয় : ইতিহাস
প্রতিটি প্রশ্নের মান - 1
প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা
◾অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- 'জীবনের ঝরাপাতা' কোথায় প্রথম প্রকাশিত হয় ?
- ব্রাহ্মিকা শাড়ি পড়ার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে হয় ?
- 'বেঙ্গল স্কুল অফ আর্ট' কে প্রতিষ্ঠা করেন ?
- জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
- গথিক স্থাপত্যরীতির নিদর্শন কী ?
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী ?
- 'ছেড়ে আসা গ্রাম' কোন্ ধরণের সাহিত্য ?
- 'হকির জাদুকর' কাকে বলা হয় ?
- 'বঙ্গমাতা' ছবিটি কার আঁকা ?
- 'কেশরী' ও 'মারাঠা' কার পত্রিকা ?
- 'সাহিত্য সম্রাট' কাকে বলা হয় ?
- রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী ?
- চলচ্চিত্রের প্রথম প্রকাশ কোথায় হয়েছিল ?
- 'বিজ্ঞানের ইতিহাস' গ্রন্থের লেখক কে ছিলেন ?
- সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
- ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয় ?
- CSIR - এর পুরো নাম কী ?
- 'Military History of India' গ্রন্থটি কে লিখেছিলেন ?
- 'বন্দেমাতরম' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- 'The Sea Around Us' বইটির লেখক কে ?
- আন্তর্জাতিক নারীবর্ষ কবে প্রথম পালিত হয় ?
- 'বঙ্গদর্শন' সাময়িকপত্র কে প্রবর্তন করেন ?
- 'History from Below' প্রবন্ধটি কার ?
- সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ? [MP - 2017]
দ্বিতীয় অধ্যায় :- "সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা"
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- ব্রাহ্ম সমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন ? [MP-2015]
- 'হুতোম প্যাঁচার নকশা' - এরূপ নামকরণের কারণ কী ?
- শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
- রাজা রামমোহন রায়ের সমাজসেবামূলক নানা কাজকর্ম উল্লেখ করো।
- কত খ্রিস্টাব্দে 'হুতোম প্যাঁচার নকশা' - র প্রথম ভাগ প্রকাশিত হয় ?
- 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা কোন্ বিদ্রোহকে সমর্থন করেছিল ?
- বিজয়কৃষ্ণ গোস্বামী কোন্ আন্দোলন গড়ে তোলেন ?
- 'Man Making Religion' কথাটি কে বলেছেন ?
- রামমোহন রায়ের মৃত্যুর পর কে ব্রাহ্ম সমাজের হাল ধরেন ?
- 'বেঙ্গলি' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?
- কোন্ সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয় ? [MP - 2008]
- কোন্ গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ? [MP-2013]
- স্বামী বিবেকানন্দ কোথায় ও কবে বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন ?
- নীল বিদ্রোহের কাহিনী কোন্ পত্রিকা প্রকাশ করেছিল ?
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন ?
- উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ?
- ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
- কলকাতা মেডিকেল কলেজ কোন্ বছর প্রতিষ্ঠিত হয় ? [MP-2001,05,09,14]
- আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম করো। [MP-2016]
- এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম লেখো। [MP-2013]
- 'আর্যসমাজ' কে প্রতিষ্ঠা করেন ? [MP-2009,05]
- প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখো।
- 'সত্যার্থ প্রকাশ' - এর রচয়িতা কে ছিলেন ?
- কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
- হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ?
- বাংলায় কোন্ শতককে 'নবজাগরণের শতক' বলা হয় ? [MP-2017]
- 'নীলদর্পণ' নাটক কোন্ পটভূমিকায় লেখা হয়েছিল ?
- কোন্ পত্রিকাকে 'গ্রামীণ সংবাদপত্রের জনক' বলা হয় ?
- বিদ্যোৎসাহিনী সভা কে স্থাপন করেন ?
- নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো। [MP-2015]
- হিন্দু কলেজ কোন্ বৎসর প্রতিষ্ঠিত হয়েছিল ?
- 'বিধবাবিবাহ আইন' কোন্ বৎসর পাস হয় ? [MP-2006]
তৃতীয় অধ্যায়
প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- বেগারি প্রথা কী ?
- সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। [MP-08,07,04,01]
- দ্বিতীয় পর্বের চূয়াড় বিদ্রোহ কবে শুরু হয় ?
- রানি শিরোমণি কে ছিলেন ?
- দুদু মিঞার আসল নাম কী ?
- 'দিকু' কাদের বলা হত ?
- হাজি শরিয়ৎউল্লাহ 'ফরাজি' সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে ?
- মোপলা বিদ্রোহ (১৮০২ খ্রি.) কোথায় সংঘটিত হয় ? [MP-2015]
- ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল ? [MP-2015]
- কোন্ অঞ্চলকে 'জঙ্গলমহল' বলা হয় ?
- কোম্পানির শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ?
- তিতুমিরের অনুগামীরা কী নামে পরিচিত ছিল ?
- ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কী ?
- 'পাইক' কাদের বলা হয় ?
- উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল ?
- ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয় ?
- ধরতি আবা বা 'সিং বোঙা' নামে কে পরিচিত ?
- বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন ? বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল ? [MP-2008]
- কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
- ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ? [MP-2012]
- 'উলগুলান' বলতে কী বোঝায় ? [MP-2017]
- ভাগনাডিহিতে কোন্ বিদ্রোহের সূচনা হয়েছিল ? [MP-2011]
চতুর্থ অধ্যায়
সংঘবদ্ধতার গোড়ার কথা
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- বিনায়ক দামোদর সাভারকর সিপাহি বিদ্রোহ নিয়ে কোন্ গ্রন্থ লেখেন ?
- 'আনন্দমঠ' - এর রচয়িতা কে ? [MP-09,06]
- ১৮৫৭ - এর মহাবিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো। [MP-2008]
- বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?
- মঙ্গল পান্ডের নেতৃত্বে কোথায় মহাবিদ্রোহ শুরু হয় ?
- ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে ?
- সিপাহি বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয় ?
- মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ? [MP-12,09,02]
- মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ কে ছিলেন ? [MP-2010]
- ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে কাকে 'ভারত সম্রাট' রূপে ঘোষণা করেছিল ? [MP-2013]
- কোন্ ভাইসরয় - এর সময় ইলবার্ট বিল আন্দোলন সংঘটিত হয়েছিল ? [MP-2007]
- হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?
- 'দেশীয় ভাষা সংবাদপত্র আইন' কে, কবে প্রণয়ন করেন ?
- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ?
- 'নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন' কত খ্রিস্টাব্দে জারি করা হয় ?
- উদবোধন পত্রিকা কে প্রকাশ করেন ?
- কাকে 'আধুনিক ভারতীয় চিত্রকলার জনক' বলা হয় ?
- 'জাতীয়তাবাদের গীতা' কোন্ গ্রন্থকে বলা হয় ?
- বেগম হজরত মহল ভারতের কোন্ অঞ্চলে মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রি.) নেতৃত্ব দিয়েছিলেন ? [MP-2016]
- 'Poverty and Un-British Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ? [MP-2013]
- কাকে নব্যবাঙ্গলা চিত্রকলারীতির অগ্রদূত বলা হয় ?
- 'ভারতমাতা' চিত্রটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ? [MP-2018]
- 'বন্দেমাতরম' সংগীতটি কোন্ পুস্তকের অন্তর্ভুক্ত ?
পঞ্চম অধ্যায়
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) :বৈশিষ্ট্য ও পর্যালোচনা
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- তারকনাথ পালিত কারিগরি বিদ্যাচর্চার উদ্দেশ্যে কোন্ সংস্থা প্রতিষ্ঠা করেন ?
- জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় ? [MP-14,12]
- পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ?
- রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা কার দ্বারা প্রভাবিত ?
- 'ছেলেদের রামায়ণ' কোন্ ছাপাখানা থেকে প্রকাশিত হয় ?
- বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কবে ?
- বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
- বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট (BTI) কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?
- শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি ?
- কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতীয় আনুষ্ঠানিক সূচনা ঘটে কবে ?
- 'রমন এফেক্ট' কে আবিষ্কার করেন ?
- 'শিক্ষার হেরফের' প্রবন্ধটি কার রচনা ?
- কে প্রথম 'জাতীয় শিক্ষা' কথাটি ব্যবহার করেন ?
- স্বদেশি যুগে প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠানের নাম লেখো। [MP-2015]
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম লেখো।
- ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক কে ছিলেন ?
ষষ্ঠ অধ্যায়
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- চম্পারন সত্যাগ্রহ কবে হয়েছিল ?
- কংগ্রেস লেবার পার্টি কে গঠন করেন ?
- অন্ধ্রের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ কোনটি ?
- 'ফরওয়ার্ড ব্লক' কে প্রতিষ্ঠা করেন ?
- চম্পারন কৃষি বিল কবে পাস হয় ?
- মানবেন্দ্রনাথ রায় কবে, কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন ?
- ভারতে প্রথম কে, কবে মে দিবস পালন করেন ?
- কে 'অযোধ্যা কিষাণসভা' গঠন করেন ?
- আমেরিকায় ভারতীয় হোমরুল লিগ এর প্রতিষ্ঠাতা কে ?
- ১৮৬০ খ্রিস্টাব্দে আসামে চা বাগান ধর্মঘটে কে নেতৃত্ব দেন ?
- কার নেতৃত্বে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ?
- ফরওয়ার্ড ব্লক কোন্ বছর প্রতিষ্ঠিত হয়? [MP-2018]
- কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি প্রথম কোন্ দিবস পালন করে ?
- কবে, কার নেতৃত্বে বারদৌলি কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল ?
- মোপলাদের নেতা কে ছিলেন ?
- কবে, কাদের উদ্যোগে 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি' প্রতিষ্ঠিত হয়েছিল ?
- 'মোপলা' কারা ?
- 'গান্ধী - আরউইন চুক্তি' কবে স্বাক্ষরিত হয় ?
- ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপাত্রের নাম কী ?
- কে, কী নামে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন ?
- কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয় ?
- কবে, কোন্ মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল ?
- 'জেনমি' কাদের বলা হয় ?
- কংগ্রেসের কোন্ অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে ?
- মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকরা কার নেতৃত্বে আন্দোলন করেছিল ?
- স্বদেশী যুগে বাংলার প্রথম শ্রমিক ধর্মঘট কত সালে হয়েছিল ?
- কার নেতৃত্বে রম্পা বিদ্রোহ হয় ?
- চিত্তরঞ্জন দাশ কোন্ দল প্রতিষ্ঠা করেন ?
- বখস্ত আন্দোলন কোথায় হয়েছিল ?
- একা আন্দোলন কবে, কোথায় শুরু হয়েছিল ?
- ভারতে সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয় ? [MP-2016]
- কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখো। [MP-14,10]
- খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম লেখো। [MP-12]
- কটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়? [MP-12]
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে যুক্ত যেকোনো একজন নেতার নাম লেখো।
- সর্বভারতীয় কিষাণসভা কবে গঠিত হয়েছিল ?
- AITUC - এর প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
- হালি প্রথায় কী রীতি ছিল ?
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয় ? [MP-18]
- 'সীমান্ত গান্ধি' নামে কে পরিচিত ? [MP-06,03]
- কোন্ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ? [MP-09,06]
সপ্তম অধ্যায়
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে যুক্ত যেকোনো একজন নেতার নাম লেখো।
- যুগান্তর দল কে গঠন করেন ?
- কোন্ দিনটি 'রশিদ আলি দিবস' রূপে পালিত হয়েছিল ? [MP-13]
- পুনা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
- বেঙ্গল ভলান্টিয়ার্স দল (বিভি) কে, কবে গঠন করেন ?
- বঙ্গভঙ্গ আন্দোলনকালে কে 'লক্ষ্মীর ভান্ডার' গড়ে তোলেন ?
- অ্যান্টি - সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন ? [MP-14]
- অসমের কোন্ মহিলা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন ?
- কার্লাইল সার্কুলার জারি করা হয় কবে ?
- ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কোন্ মামলার সাথে জড়িত ছিলেন ?
- লীলা নাগ (রায়) কোন্ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ?
- মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন ?
- ভগিনী নিবেদিতা বাংলার কোন্ বিপ্লবী গুপ্তসমিতির সঙ্গে যুক্ত ছিলেন ?
- ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোনটি ?
- রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়, বাদল ও দীনেশ কাকে হত্যা করেন ?
- ডন সোসাইটি কে, কেন প্রতিষ্ঠা করেন ?
- প্রীতিলতা ওয়াদ্দেদার কোন্ দলের সঙ্গে যুক্ত ছিলেন ?
- বাংলাদেশে নমঃশূদ্র আন্দোলনের জনক কে ?
- সরলাদেবী চৌধুরানি কোন্ পত্রিকার সম্পাদনা করেন ?
- রানি ঝাঁসি ব্রিগেড কে গঠন করেন ?
- নমঃশূদ্ররা পূর্বে কী নামে পরিচিত ছিল ?
- কোন্ বিপ্লবী দলের সঙ্গে বিনয় - বাদল - দীনেশ যুক্ত ছিলেন ?
- কোন্ বিপ্লবী 'বাংলার অগ্নিকন্যা' নামে পরিচিত?
- দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন্ ভারতীয় মহিলা যোগদান করেছিলেন ? [MP-14]
- পুলিনবিহারী দাস কে ছিলেন ? [MP-14]
- 'দেশবন্ধু' নামে কে পরিচিত ছিলেন.? [MP-24]
- চাপেকর ভ্রাতৃদ্বয়কে কী কারণে ফাঁসি দেওয়া হয়েছিল ? [MP-12]
- বাসুদেব বলবন্ত ফাদকে কে ছিলেন ? [MP-12]
- গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ? [MP-05,03]
- ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ছিল ?
- কে, কবে সত্যশোধক সমাজ গড়ে তোলেন ?
- কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ হয় ?
- থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। [MP-15]
- গদর দল কোন্ শহরে প্রতিষ্ঠিত হয় ? [MP-12]
- মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ? [MP-18]
- ভারতের বিপ্লববাদের জননী ' কাকে বলা হয় ? [MP-14]
- চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশগ্রহণকারী একজন নেত্রীর নাম লেখো। [MP-13]
- বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখো। [MP-12]
অষ্টম অধ্যায়
উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪ খ্রি.)
A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
- কাশ্মীরে কবে যুদ্ধবিরতি ঘটে ?
- ভি পি মেনন কে ?
- দেশীয় রাজ্য দপ্তর কবে প্রতিষ্ঠিত হয় ?
- মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে প্রকাশিত হয় ?
- ভারতীয় সংবিধানে ১৯৬৭ খ্রিস্টাব্দে পঞ্চম ভাষা হিসেবে কোন্ ভাষা স্বীকৃত হয়েছিল ?
- কোন্ সময়কাল 'পুনর্বাসনের যুগ' নামে পরিচিত ?
- পাঞ্জাবকে কত সালে দ্বিখন্ডিত করা হয় ?
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
- স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? [MP-15,12]
- দেশীয় রাজ্য বলতে কী বোঝো ?
- ভারত ও পাকিস্তানের মধ্যে পাসপোর্ট ব্যবস্থা কবে চালু হয় ?
- মধ্যপ্রদেশ থেকে কবে ছত্তিশগড় পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ?
- 'ছেড়ে আসা গ্রাম' কোন্ ধরনের সাহিত্য ?
- ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কী নামে পরিচিত ছিল ?
- সরকারি ভাষা আইন কবে পাস হয় ?
- কবে, কাদের নিয়ে জে ভি পি কমিটি তৈরি হয় ?
- শেখ আবদুল্লা কে ছিলেন ?
- পেপুস কোন্ কোন্ অঞ্চল নিয়ে গঠিত হয় ?
- 'The Margianl Men' - এর রচয়িতা কে ?
- 'প্রিভি পার্স' কী ?
- স্বাধীনোত্তর ভারতে রাজপুত রাজ্যগুলি কী নামে পরিচিত হয় ?
- কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কী ?
- কার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে ?
- কে দ্বি-ভাষা নীতি গ্রহণ করেন ?
- ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য কে অনশনে প্রাণত্যাগ করেন ?
- 'বিশ্ব মাতৃভাষা দিবস' কবে পালিত হয় ?
- কোন্ বছর থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে ? [MP-06,04,2000]
- কোন্ দিন থেকে ভারতবিভাগ কার্যকর হল ? [MP-16]
- কোন্ আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে ? [MP-15]
- বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি ? [MP-14]
- কার আন্দোলনের ফলে অন্ধ্রপ্রদেশ পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে ?
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ? [MP-09,01]
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
******সমাপ্ত ******
পরবর্তী পোষ্ট >> মাধ্যমিক ইতিহাস সাজেশান ৮ নম্বরের প্রশ্নগুলো