Type Here to Get Search Results !

Madhyamik History Suggestion 2022 / মাধ্যমিক ২০২২ ইতিহাস সাজেশান ৮ নম্বরের প্রশ্ন



করোনাকালে দীর্ঘদিন পর স্কুল খোলার পর ছাত্রছাত্রীদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে সামনে মাধ্যমিক, কিভাবে প্রস্তুতি নেবে এত কম সময়ে ??? তাই তাদের কথা মাথায় রেখে  আমরা নিয়ে এসেছি অধ্যায় ভিত্তিক সাজেশান। নিম্নে দেওয়া সাজেশান গুলো বাড়িতে Preparation নিলে আশানুরূপ ফল পাওয়া যাবেই যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ইতিহাস বিষয়ের ৮ নম্বরের সাজেশান গুলো। Madhyamik History Suggestions 2022, Madhyamik 2022 History Suggestions, wbbse Madhyamik History Suggestions 2022, মাধ্যমিক ইতিহাস সাজেশন, মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২


  প্রতিটি প্রশ্নের মান - ৮  

👉 প্রথম অধ্যায় থেকে ৮ নম্বরের কোনো সাজেশন দেওয়া হলনা। প্রথম অধ্যায় থেকে ৮ নম্বরের প্রশ্নের কোনো প্রয়োজন নেই।

 দ্বিতীয় অধ্যায় 
সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

◾রচনাধর্মী প্রশ্ন : (বারো - পনেরোটি বাক্যে)

  1. বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অথবা, উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 
  2. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান পর্যালোচনা করো। 
  3. সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। 
  4. বামাবোধিনী পত্রিকায় সমকালীন বাংলার সামাজিক জীবন কীভাবে ফুটে উঠেছে ?
  5. ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন, বিভাজন ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো।
  6. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা করো। 
  7. 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা ও 'নীলদর্পণ' নাটকে কীভাবে উনিশ শতকের বাংলার কৃষক আন্দোলনকে তুলে ধরা হয়েছে ?
  8. টীকা লেখো : ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় সমাজসংস্কার আন্দোলন।
  9. স্যার সৈয়দ আহমদ ও আলিগড়। [MP-06,04,02]
  10. টীকা লেখো : আধুনিক বাঙালির জীবনে রাজা রামমোহন রায়ের অবদান। [MP-05,2000]
  11. সমাজসংস্কার ও শিক্ষাপ্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। [MP-13,11,08,03]
  12. উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল ? [MP-18]
  13. শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5+3 [MP-17]
  14. উনিশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের প্রভাব কী ছিল ? [MP-08]


  তৃতীয় অধ্যায়
প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

◾ রচনাধর্মী প্রশ্ন : (বারো-পনেরোটি বাক্যে)

  1. সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। [MP-08]
  2. মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো।
  3. নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। [MP-01] অথবা, নীল বিদ্রোহ ঘটেছিল কেন ? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
  4. বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের অবদান আলোচনা করো। অথবা, তিতুমিরের আন্দোলনের চরিত্র আলোচনা করো। 
  5. ঔপনিবেশিক শাসনে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ বিস্তারিতভাবে আলোচনা করো। 


চতুর্থ অধ্যায় 
সংঘবদ্ধতার গোড়ার কথা 


◾রচনাধর্মী প্রশ্ন : (বারো-পনেরোটি বাক্যে)

  1. মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী ছিল ? [MP-16,13,10,08]
  2. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে 'স্বাধীনতার প্রথম যুদ্ধ' বলা যায় কি ? [MP-14]
  3. 'বর্তমান ভারত' - এ স্বদেশপ্রেমের আকুতি ও জাতীয়তাবাদের স্ফুরণ কীভাবে ব্যক্ত হয়েছে ?
  4. লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। অথবা, ভারতের জাতীয়তাবোধের বিকাশে সাহিত্যিক ও শিল্পীর অবদান লেখো।
  5. উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো। [MP-07,03]
  6. সিপাহি বিদ্রোহের পর ভারতে ব্রিটিশ শাসনব্যবস্থায় কী কী পরিবর্তন করা হয়েছিল ? [MP-05,01]
  7. দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কী ছিল ? [MP-06]
  8. সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো। [MP-17,04,02]
  9. ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল ? [MP-16,14,11]


পঞ্চম অধ্যায়
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা



◾রচনাধর্মী প্রশ্ন : (বারো-পনেরোটি বাক্যে)

  1. 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স' - এর অবদান আলোচনা করো।
  2. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটি কী ছিল ? তার সমালোচনা কীভাবে করা হয়?
  3. বিজ্ঞানচর্চায় 'বসু বিজ্ঞান মন্দির' ও 'কলকাতা বিজ্ঞান কলেজ' - এর অবদান উল্লেখ করো।
  4. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। [MP-18]


ষষ্ঠ অধ্যায়
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা


◾রচনাধর্মী প্রশ্ন : (বারো - পনেরোটি বাক্যে)

  1. অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনকালে শ্রমিক আন্দোলনের বিস্তার ও বৈশিষ্ট্য আলোচনা করো। 
  2. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
  3. অহিংস-অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।
  4. ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও ।
  5. আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 
  6. প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতিবৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। 
  7. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর কী ভূমিকা ছিল ?
  8. ১৯১৮-১৯৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। [MP-06,04,02]
  9. বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। [MP-18]


সপ্তম অধ্যায় 
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ


◾রচনাধর্মী প্রশ্ন : (বারো - পনেরোটি বাক্যে)

  1. নারী বিপ্লববাদে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের ভূমিকা কী ছিল ?
  2. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখো। 
  3. বাংলায় নমঃশূদ্র আন্দোলন সম্পর্কে কী জানো ?
  4. অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের তুলনামূলক আলোচনা করো। 
  5. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। 
  6. বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা লেখো।
  7. ভারতে দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকার মূল্যায়ন করো। 
  8. বিদেশে ভারতীয়দের বৈপ্লবিক কর্মধারার (১৯১১-১৯১৮) একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। [MP-04,01]
  9. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। [MP-17]
  10. বিশ শতকে ভারতের দলিত রাজনীতি ও আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা দাও।

********সমাপ্ত *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ