MODEL ACTIVITY TASK CLASS 8 GEOGRAPHY PART 7 ANSWERS
Model Activity Task Part 7
অষ্টম শ্রেণি
পরিবেশ ও ভূগোল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো -
(ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
(খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
(গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
(ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
উত্তর :- (গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু ।
১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো - (ক) সিরোকিউমুলাস (খ) অল্টোকিউমুলাস (গ) স্ট্র্যাটাস (ঘ) কিউমুলোনিম্বাস
উত্তর :- (ঘ) কিউমুলোনিম্বাস।
১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো -
(ক) মেক্সিকো - ২৩ ১° ২ উত্তর অক্ষরেখার বিস্তৃতি
(খ) গ্রান্ড ক্যানিয়ন - কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়
(গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল - শীতকালীন বৃষ্টিপাত
(ঘ) কানাডার কাষ্ঠ শিল্প - ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য
উত্তর :- (খ) গ্র্যান্ড ক্যানিয়ন - কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়।
১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো - (ক) ভেনিজুয়েলা (খ) গায়না (গ) উরুগুয়ে (ঘ) সুরিনাম
উত্তর :- (খ) গায়না।
২. স্তম্ভ মেলাও :
উত্তর :-
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।
উত্তর :- দুই মেরু অঞ্চলেই সারাবছর উষ্ণতা হিমাংকের নীচে থাকে। ফলে এখানকার বাতাস অত্যন্ত শীতল এবং ভারী হয়। এই অঞ্চলে সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ে বলে বাষ্পীভবন খুব কম হয়। ফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে। আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু কিছুটা বিক্ষিপ্ত হয়। এই সব কারণগুলির জন্য মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়েছে।
৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর :- দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য হলো :
(১) দক্ষিণ আমেরিকার নদীগুলির বেশিরভাগ সুদীর্ঘ এবং আয়তনে বিশাল হয়ে থাকে।
(২) নদীগুলি বৃষ্টির পাশাপাশি বরফগলা জলে পুষ্ট বলে চিরপ্রবাহী।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ 'প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা' - বক্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর :- কোনো নির্দিষ্ট স্থানে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে চারিদিকে উচ্চচাপের শীতল বায়ু বৃত্তাকারে নিম্নচাপ দিকে ধাবিত হয়। কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়।
হিমমন্ডল ও নাতিশীতোষ্ণ মন্ডলের কোন স্থানে প্রচন্ড ঠান্ডায় উচ্চচাপের সৃষ্টি হলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। ফলে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়, একে বলে প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ডান দিক বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিক বেঁকে প্রবাহিত হয়। সেই কারণে বলা যায় যে প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৫.১ 'হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ' - ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো।
উত্তর :- হ্রদ অঞ্চলে ভূমি সাধারণত সমতল হয়ে থাকে। হিমবাহ সৃষ্ট উর্বর মৃত্তিকা যুক্ত হওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিকঠাক হওয়া সত্ত্বেও শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হওয়ায় মাত্র ৭০-৮০ সেমি বৃষ্টিপাত হয়। কিন্তু চাহিদার কারণে হ্রদ অঞ্চলে কৃষিকাজ করা হয়। কৃষিজ ফসলের মধ্যে গম, ভুট্টা, যব, ওট, বীট, রাই ইত্যাদি বিভিন্ন ফল যেমন আঙ্গুর, আপেল, পীচ, নাশপাতি এবং আলফা প্রচুর পরিমাণে চাষ করা হয়। পেনসিলভেনিয়া শীতকালীন গম চাষের জন্য বিখ্যাত। হ্রদ অঞ্চল ভুট্টা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে।
******সমাপ্ত *******