MODEL ACTIVITY TASK CLASS 7 SCIENCE PART 7 ANSWERS
Model Activity Task Part 7
সপ্তম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো - (ক) প্লাস্টিক (খ) চিনেমাটি (গ) কাঠ (ঘ) তামা ।
উত্তর :- (ঘ) তামা
১.২ সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো - (ক) R (খ) S (গ) O (ঘ) C
উত্তর :- (গ) O
১.৩ ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো - (ক) বৃতি (খ) দলমন্ডল (গ) পরাগধানী (ঘ) ডিম্বাশয় ।
উত্তর :- (ঘ) ডিম্বাশয়
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ একটি বাল্বের তাপ ও আলোকশক্তির উৎস কী ?
উত্তর :- বাল্বের ফিলামেন্ট।
২.২ উদ্ভিদের মূলত্রের কাজ কী ?
উত্তর :- (১) মুলত্র গাছের মূলকে শক্ত মাটির আঘাত থেকে রক্ষা করে। (২) মুলত্রের আগা থেকে একপ্রকার পিচ্ছিল রস বের হয় যা মূলের আগায় থাকা মাটিকে নরম করে মূলের প্রবেশে সাহায্য করে।
২.৩ মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদগমের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো।
উত্তর :- (১) মৃদভেদী অঙ্কুরোদগমে বীজপত্র বীজত্বক ভেদ করে মাটির উপরে উঠে আসে।
(১) মৃদবর্তী অঙ্কুরোদগমে বীজত্বকসহ বীজ মাটির মধ্যেই থাকে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ একটি দন্ডচুম্বকের 'উদাসীন অঞ্চল' বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উত্তর :- চুম্বকের ঠিক মাঝে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকে না, চুম্বকের এই মাঝখানের অঞ্চলটিকেই উদাসীন অঞ্চল বলে।
৩.২ অভিসারী ও অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় তা ছবি এঁকে বোঝাও।
উত্তর :- অভিসারী আলোকরশ্মিগুচ্ছ : যে আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, তাদের অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বলে।
অপসারী আলোকরশ্মিগুচ্ছ : যে আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি একটি বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাদের অপসারী আলোক রশ্মিগুচ্ছ বলে।
৩.৩ উদ্ভিদের পাতার প্রধান কাজ কী কী ?
উত্তর :- উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি হলো :
(১) উদ্ভিদের পাতার পত্রফলকে উপস্থিত ক্লোরোফিল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
(২) পাতার পত্রবৃন্ত উদ্ভিদের জল ও খাদ্য পকিবহনে সাহায্য করে।
(৩) পাতা উদ্ভিদের শ্বসনে সাহায্য করে।
(৪) পাতার পত্রমূল পত্রফলককে ধরে রাখে, গ্যাসের আদানপ্রদান ঘটায় এবং পাতাকে কান্ড বা শাখার সঙ্গে যুক্ত করে রাখে।
৩.৪ "ব্যাকটেরিয়াঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়" - ব্যাকটেরিয়াঘটিত রোগে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো।
উত্তর :- পেনিসিলিন হল প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক যা অনেক ধরনের ব্যাকটেরিয়াঘটিত রোগের সংক্রমণ রোধ করে। পেনিসিলিন ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের পেপটাইডোগ্লাইকেন ধ্বংস করে সংশ্লিষ্ট ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
অন্যদিকে, সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর সৃষ্টিতে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
এই সমস্ত কারণের জন্যই ব্যাকটেরিয়াঘটিত রোগে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ একটি বিস্তৃত আলোক উৎস ও বিস্তৃত অস্বচ্ছ বস্তু নিয়ে পরীক্ষা করলে, কীভাবে পর্দায় প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে তা ছবি এঁকে চিহ্নিত করো।
উত্তর :-
৪.২ "বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি" - উপযুক্ত কারণসহ ব্যাখ্যা করো।
উত্তর :- বন্ধ নর্দমা এবং সেপটিক ট্যাঙ্কে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস উপস্থিত থাকে যেমন : কার্বন মনোক্সাইড (CO), মিথেন (CH4), হাইড্রোজেন সালফাইড (H2S), কার্বন ডাই অক্সাইড (CO2), হাইড্রোজেন সায়ানাইড (HCN) প্রভৃতি । এই সমস্ত গ্যাসগুলি খুবই মারাত্মক এবং এই গ্যাসগুলির ফলে মানুষের প্রাণনাশও পর্যন্ত হতে পারে। এই সমস্ত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করলে দেহে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয় যার ফলে মাংসের মৃত্যু হতে পারে।
তাই বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা যেমন, মুখে মাস্ক বা অক্সিজেন মাস্ক পরে নর্দমায় নামা, উপযুক্ত গ্লাভস ও জুতো পরে নর্দমায় প্রবেশ করা প্রভৃতি নিয়ে তবেই নর্দমায় নামা উচিত।
********সমাপ্ত ********