MODEL ACTIVITY TASK CLASS 7 GEOGRAPHY PART 7 ANSWERS
Model Activity Task Part 7
সপ্তম শ্রেণি
পরিবেশ ও ভূগোল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ভূআলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ ওপরে উঠে যে ভূমিরুপ সৃষ্টি করে তা হলো - (ক) মহাদেশীয় মালভূমি (খ) স্তূপ পর্বত (গ) আগ্নেয় পর্বত (ঘ) লাভা মালভূমি
উত্তর :- (খ) স্তূপ পর্বত
১.২ দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো - (ক) নদী অববাহিকা (খ) দোয়াব (গ) মোহনা (ঘ) ধারণ অববাহিকা
উত্তর :- (খ) দোয়াব
১.৩ একটি পাললিক শিলার উদাহরণ হলো - (ক) গ্রানাইট (খ) ব্যাসল্ট (গ) মার্বেল (ঘ) চুনাপাথর
উত্তর :- (ঘ) চুনাপাথর
১.৪ ঠিক জোড়াটি নির্বাচন করো -
(ক) দক্ষিণ আফ্রিকা - উষ্ণ জলবায়ু
(খ) চিনদেশীয় জলবায়ু - খেজুর গাছ
(গ) জাম্বেজি নদী - ভিক্টোরিয়া জলপ্রপাত
(ঘ) আফ্রিকার পূর্ব দিক - ভূমধ্যসাগর
উত্তর :- (গ) জাম্বেজি নদী - ভিক্টোরিয়া জলপ্রপাত
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.১ ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো।
উত্তর :- সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমির উদাহরণ।
২.২ নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায় ?
উত্তর :- নদীর উচ্চপ্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়।
২.৩ কোন শ্রেণির মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে ?
উত্তর :- দোঁয়াশ মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে।
২.৪ দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কী নামে পরিচিত ?
উত্তর :- দক্ষিণ আফ্রিকায় তৃণভূমি সাভানা নামে পরিচিত।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো।
উত্তর :- নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি, বালি, কাঁকর জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দু-দিক দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে প্রায় ত্রিভূজের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো ব-দ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ : গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত ব-দ্বীপ সমভূমি।
৩.২ 'জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক' - বক্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর :- জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরী হয়। আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরী হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। এই কারণে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক বলা হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ সাহারার জলবায়ু কীভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে ?
উত্তর :- সাহারা মরুভূমিতে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। মরূদ্যানের ধারে যারা চাষবাস করে আর, মরুভূমিতে পশুর দোল, বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদের যাযাবর বলে। অতিরিক্ত তাপমাত্রার জন্য তারা ঢাকা পোশাক পরে। মরূদ্যানের সামান্য জলের জোগানে ভুট্টা, জোয়ার, বাজরার চাষ হয়।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৫.১ ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর :- উৎপত্তি অনুযায়ী পর্বত মূলত তিন ধরণের হয়। যথা : (১) ভঙ্গিল পর্বত (২) আগ্নেয় পর্বত (৩) স্তূপ পর্বত ।
▪️ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করা হলো -
(১) ভঙ্গিল পর্বত : পরস্পর বিপরীতমুখী পাত দুটো ভূ-আলোড়ণের ফলে প্রবল চাপে মাঝখানের ভূ-ভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। এশিয়া মহাদেশের হিমালয় ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা এগুলো সবই ভঙ্গিল পর্বত।
(২) আগ্নেয় পর্বত : অগ্ন্যুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোটো ছোটো পহঁতব বেরিয়ে এসে জল হয়ে শঙ্কুর মতো একরকমের পর্বতের সৃষ্টি হয় জেক বলে আগ্নেয় পর্বত। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়াম, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত।
**********সমাপ্ত ********