MODEL ACTIVITY TASK CLASS 3 BENGALI PART 7 ANSWERS
Model Activity Task Part 7
তৃতীয় শ্রেনি
বাংলা
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ 'বাঘিনির মতো ছুটে আসে।'
- এখানে কার কথা বলা হয়েছে ? সে এভাবে ছুটে আসে কেন ?
উত্তর :- গৌরী ধর্মপালের লেখা 'সোনা' গল্পে সোনা নামের মেয়েটির কথা এখানে বলা হয়েছে।
সোনা নদীকে খুব ভালোবাসে। নদীকে কেউ নোংরা করলে সোনা যেখানেই থাকুক ঠিক টের পায় এবং বাঘিনীর মত ছুটে এসে তাকে শাস্তি দেয়।
১.২ 'আমার উত্তর সোজা।'
- বক্তা সহজ ভাষায় কোন প্রশ্নের কী উত্তর দিয়েছেন ?
উত্তর :- নদীর তীরে একা' গল্পে মহিষরেখা ঘাটের এক ডিঙির মাঝি লেখক জীবন সর্দারকে প্রশ্ন করেছিল 'এবার কি মনে করে ? চৈত্র মাসেই তো এসেছিলেন। এই প্রশ্নের সোজা উত্তর দিয়ে লেখক বলেছিলেন যে তখন ছিল শুকনো কাল। দামোদরের তখন অন্য রূপ। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। আর এখন তিনি এসেছেন জল ভরা নদী দেখতে।
১.৩ 'তাড়াতাড়ি আংরেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো।'
- 'আংরে'র পরিচয় দাও। তাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন ?
উত্তর :- ১৯৬৯ সালের ১ লা ফেব্রুয়ারি লেখক পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায় ও অ্যালবাট জর্জ ডিউক যে ডিঙি নৌকা করে কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তার নাম ছিল আংরে বা কৌনজি আংরে।
আংরের পাশে বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াই চলছে দেখে আংরেকে তাড়াতাড়ি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হল।
১.৪ 'গল্প বলব তোমার কোলে এসে।'
- কথক কাকে, কোন গল্প শোনাতে আগ্রহী ?
উত্তর :- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা' কবিতায় কথক সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে চায়। কথক তাঁর বন্ধু আশু আর শ্যামকে নিয়ে ভোরবেলা নৌকা ছেড়ে ভাসতে ভাসতে দুপুরবেলা নতুন রাজার দেশে পৌঁছে যাবে। এরপর তিনপুরনির ঘাট, তেপান্তরের মাঠ তারা পেরিয়ে যাবে। সন্ধ্যাবেলা ফিরে এসে কথক তার মাকে সেই ঘুরে বেড়ানো গল্প শোনাতে চায়।
১.৫ 'ব্যাপার দেখে হচ্ছে শখ।'
- কোন ব্যাপারটি কথকের নজর কেড়েছে ? তা দেখে তার মনে কোন শখের উদয় হয়েছে ?
উত্তর :- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'পর্যটন' কবিতায় কথক দেখেছেন যে কেষ্ট, বিষ্টু, মহেশ্বর সবাই ঘর ছেড়ে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। এই ব্যাপারটি কথকের নজর কেড়েছে। তা দেখে কথকের মনেও পর্যটক হওয়ার শখের উদয় হয়েছে।
২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :
নীচের শব্দগুলো কী কী বর্ণ দিয়ে তৈরি ?
২.১ সকাল
উত্তর :- সকাল = স্ + অ + ক্ + আ + ল্
২.২ ব্যঞ্জনধ্বনি
উত্তর :- ব্যঞ্জনধ্বনি = ব্ + য্ + অ + ঞ + জ্ + অ + ন্ + ধ্ + ব্ + ন্ + ই
২.৩ স্বরচিহ্ন
উত্তর :- স্বরচিহ্ন = স্ + ব্ + অ + র্ + অ + চ্ + ই + হ্ + ন্ + অ
২.৪ ব্ল্যাকবোর্ড
উত্তর :- ব্ল্যাকবোর্ড = ব্ + ল্ + য্ + আ + ক্ + ব্ + ও + র্ + ড্
২.৫ অনর্গল
উত্তর :- অনর্গল = অ + ন্ + অ + র্ + গ্ + অ + ল্
************ সমাপ্ত *************