MODEL ACTIVITY TASK CLASS 3 HEALTH AND PHYSICAL EDUCATION PART 7 ANSWERS
Model Activity Task Part 7
তৃতীয় শ্রেনি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
[ বিশ্বজয়ী কন্যাশ্রী এবং সু-অভ্যাস ]
১. নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে শূণ্যস্থানটি পূরণ করো ।
(ক) এই সমাজেতে মেয়েদেরও আছে স্থান,
কত দিন তারা সইবে গো ___________?
কত দিন তারা শুধু হবে ____________?
নিপীড়িত তারা শিক্ষায় বঞ্চিত।
উত্তর :- অপমান, লাঞ্ছিত।
(খ) ধীরে ধীরে এই সমাজ যে বদলায়,
মেয়ে আর নয় অভিশাপ, _______ দায়।
মেয়েদের নিয়ে সচেতন সব হোক,
এই নিয়ে বাড়ে সরকারি _______।
উত্তর :- নয়, উদ্যোগ।
(গ) ________ প্রতি উপেক্ষা, অবহেলা,
শহর ও গ্রামে চিরদিনই এক খেলা।
নারী ও পুরুষে গড়ে ওঠে সংসার ,
মেয়েদেরও আছে _______ অধিকার।
উত্তর :- মেয়েদের, শিক্ষার।
(ঘ) লেখায় ________ আর নয় কোনো ইতি,
সরকারে তাই কত যে আইন, নীতি।
দিকে দিকে আজ দেখি তাই বোধোদয়,
________ যে করেছে বিশ্বজয়।
উত্তর :- পড়ায়, কন্যাশ্রী।
শব্দঝুড়ি : মেয়েদের, শিক্ষার, অপমান, লাঞ্ছিত, নয়, উদ্যোগ, পড়ায়, কন্যাশ্রী ।
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) শরীরটাকে সুস্থ রাখতে তুমি প্রতিদিন কী কী সু-অভ্যাস পালন করবে ?
উত্তর :- শরীরটাকে সুস্থ রাখতে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর হাত-মুখ ধুয়ে ও দাঁত মেজে যোগাসন করব। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পড়ব, নিয়মিত স্নান করব, বিশুদ্ধ জল পান করব এবং পরিমাণ মতো খাবার, শাকসবজি, ফলমূল ইত্যাদি খাব।
(খ) কী করলে দেহ মন সতেজ থাকে ?
উত্তর :- নিয়মিত যোগাসন করলে দেহ মন সতেজ থাকে।
(গ) স্কুলের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবে ?
উত্তর :- স্কুলের শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার করতে হবে। যেখানে সেখানে থুথু বা ময়লা ফেলা যাবে না। ময়লা ফেলতে হলে ডাস্টবিনে ফেলতে হবে। এভাবেই স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
(ঘ) ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন কী করতে হবে ?
উত্তর :- ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন ঘরবাড়ি ঝাঁড় দিতে হবে। নোংরা জিনিসগুলি একটি ডাস্টবিন বানিয়ে সেখানে ফেলতে হবে।
(ঙ) কখন কখন দাঁত মাজতে হবে ?
উত্তর :- সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে অবশ্যই দাঁত মাজতে হবে।
৩. নীচের যোগাসনের ভঙ্গিগুলি চিনে ছবির নীচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো।
(ক)
(খ)
************ সমাপ্ত *********