MODEL ACTIVITY TASK CLASS 7 HEALTH AND PHYSICAL EDUCATION PART 6 ANSWERS
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
সপ্তম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
[ স্বাস্থ্যশিক্ষা ও যোগাসন ]
১. সঠিক উত্তরটিকে বেছে নিয়ে (✔️) চিহ্ন দাও :
(ক) মেদাধিক্যের কারণ কী ?
(১) শরীরচর্চার অনভ্যাস (২) হরমোনের সমস্যা (৩) ফাস্টফুড খাওয়া (৪) সব কয়টি
উত্তর :- (৪) সব কয়টি ।
(খ) সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে ?
(১) ১০ % (২) ১৫ % (৩) ২ % (৪) ২৫ %
উত্তর :- (২) ১৫%
(গ) মেদবৃদ্ধি রুখতে কী করতে হবে ?
(১) শরীরচর্চা (২) পরিমিত খাওয়া (৩) সঠিক জীবনশৈলী (৪) সব কয়টি
উত্তর :- (৪) সব কয়টি ।
(ঘ) খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে ?
(১) হৃৎপিন্ডের কার্যক্ষমতা বাড়ায় (২) মেদাধিক্য ঘটায় (৩) স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে (৪) হাড়ের গঠন সুদৃঢ় করে
উত্তর :- (২) মেদাধিক্য ঘটায়।
২. সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো।
(ক) বিদ্যালয়ের মিড-ডে মিলের আহার একটি পুষ্টিবর্ধক কর্মসূচি।
উত্তর :- সত্য।
(খ) মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে।
উত্তর :- সত্য।
(গ) ব্যায়াম করলে হৃদপিন্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়।
উত্তর :- সত্য।
(ঘ) প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
উত্তর :- সত্য।
(ঙ) খেলাধুলো করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
উত্তর :- সত্য।
৩. নীচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির পাশের ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো।
(ক)
(খ)
৪. পূর্ণধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে শ্বাসক্রিয়া, প্রারম্ভিক অবস্থান, দেহভঙ্গি, উপকারিতা ও সতর্কতা প্রভৃতি বিষয়ে মৌলিক পার্থক্যগুলি লেখো।
উত্তর :-
******** সমাপ্ত ********