Type Here to Get Search Results !

Class 5 Health and Physical Education Model Activity Task Part 6 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 6


MODEL ACTIVITY TASK CLASS 5 HEALTH AND PHYSICAL EDUCATION PART 6 ANSWERS

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6
 পঞ্চম শ্রেণি
 স্বাস্থ্য ও শারীরশিক্ষা


[ স্বাস্থ্যবিধান - ডায়ারিয়া ও মাম্পস ]

১. বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো :

(ক)  ডায়ারিয়া
শরীরেতে যদি জলাভাব হয়,
চোখ বসে যায় তার,
পেটটা খারাপ, সাথে পায়খানা
যদি হয় ____________
(১) একবার          (২) বারবার
উত্তর :- (২) বারবার। 

(খ) ডায়ারিয়া
বুঝতেই হবে ডায়ারিয়া রোগ
এবার ধরেছে তাকে,
দেহকোশে ___________ কমে গেছে তাই
ক্লান্ত যে হয়ে থাকে।
(১) মল              (২) জল
উত্তর :- (২) জল।

(গ) ডায়ারিয়া
________ অভাব পূরণ করাই
এ রোগের মূল কথা,
তাই বলে জল উলটোপালটা
খাবে না তো যথাতথা।
(১) জলের                (২) ভিটামিনের
উত্তর :- (১) জলের ।

(ঘ) ডায়ারিয়া
ORS গুলে বিশুদ্ধ জল
করবেই ব্যবহার,
পিপাসা পেলেই এক ________ করে
জল খাওয়া দরকার।
(১) গ্লাস         (২) বোতল
উত্তর :- (১) গ্লাস। 

(ঙ) ডায়ারিয়া
খাবার তৈরি যিনি করবেন
যেন _________ নেন হাত,
পরিচ্ছন্নতা বড়োই জরুরি
কিবা দিন কিবা রাত।
(১) মুছে           (২) ধুয়ে
উত্তর :- (২) ধুয়ে। 

(চ) ডায়ারিয়া
_________ খেয়ে উপশম হলে
নেই কোনো চিন্তার,
নয়তো স্বাস্থ্য কেন্দ্রে তাকে
নিয়ে যাওয়া দরকার।
(১) OSR            (২) ORS
উত্তর :- (২) ORS 

(ছ) মাম্পস
________ এটি এক রোগ
শিশুদের হয়ে থাকে,
বড়োদেরও ওই রোগ হতে পারে
হটাৎ যে কোনো ফাঁকে !
(১) সংক্রামক          (২) অসংক্রামক
উত্তর :- (১) সংক্রামক। 

(জ) মাম্পস
শরীর গরম, কান মাথা ব্যথা
বমি বমি ভাব হয়,
________ দিকটা ফুলে ফেঁপে ওঠে
মাম্পস তা নিশ্চয়।
(১) মুখের            (২) কাঁধের
উত্তর :- (১) মুখের। 

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

(ক) মাম্পস রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখো।
উত্তর :- 
মাম্পস রোগের উপসর্গ : মাম্পস রোগের উপসর্গগুলি হল - 
(১) মাম্পস রোগ হলে জ্বর দেখা যায়। 
(২) গলা ব্যাথায় খাওয়া দাওয়া করা দুর্বিসহ হয়ে যায়। 
(৩) শরীর ক্লান্ত হয়ে যায় ও মাথা ধরে থাকে। 

(খ) টীকা লেখো : প্রতিষেধক টিকা
উত্তর :- আমাদের শরীর যখন কোনো ভয়ানক ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন টিকা প্রদান দ্বারা সেই নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডির জোগান দেওয়া হয়। এর ফলে সেই ভাইরাস তার কার্যক্ষমতা হারায়। টিকা প্রদান দ্বারা ভাইরাস আক্রান্ত মানুষের প্রাণ বাঁচে ও মহামারী রুখে দেয়া যায়। উদাহরন : সাম্প্রতিক করোনা মহামারী রুখতে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড টিকা ব্যবহার করা হচ্ছে।


******* সমাপ্ত ******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ