Type Here to Get Search Results !

Class 4 Poribesh Model Activity Task Part 6 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ পার্ট 6


MODEL ACTIVITY TASK CLASS 4 PORIBESH PART 6 ANSWERS

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
 চতুর্থ শ্রেণি
  আমাদের পরিবেশ

১. শূন্যস্থান পূরণ করো :

১.১ পৃথিবীর ___________ হলো চাঁদ।
উত্তর :- উপগ্রহ। 

১.২ তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো ____________।
উত্তর :- পেট্রোল। 

১.৩ ভারতের __________ গুহাচিত্র দেখতে পাওয়া যায়।
উত্তর :- অজন্তা।

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.১ মৃৎশিল্প

(ক) পুরুলিয়া

২.২ ছৌ নাচ

(খ) দার্জিলিং 

২.৩ সিল্কের শাড়ি

(গ) কৃষ্ণনগর


(ঘ) বিষ্ণুপুর


উত্তর :-

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.১ মৃৎশিল্প

(গ) কৃষ্ণনগর

২.২ ছৌ নাচ

(ক) পুরুলিয়া

২.৩ সিল্কের শাড়ি

(ঘ) বিষ্ণুপুর


(খ) দার্জিলিং


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন ?
উত্তর :- মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে সারা বছর ধরে মাংস, দুধ, চামড়া প্রভৃতি পাওয়া যাবে। এর সঙ্গে আত্মরক্ষা, যাতায়াত প্রভৃতি কাজে পশুদের ব্যবহার করা যাবে। তাতে সুবিধা অনেক বেশি। তাই মানুষ পশুকে পোষ মানিয়েছিল।

৩.২ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন ?
উত্তর :- অমাবস্যার দিনে চাঁদের সেই দিকটা আমাদের সামনে থাকে, যেদিকে সূর্যের আলো পড়ে না। তাই অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না। 

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৪.১ "বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর :- বাসস্থানের কাছাকাছি জল থাকলে অনেক সুবিধা হয়, যেমন -

(ক) পানীয় জল ও প্রতিদিনের নানা রকম কাজে ব্যবহার করার জন্য জল সহজেই পাওয়া যায়।

(খ) চাষের কাজে জল দিতে সুবিধা হয়। 

(গ) এছাড়াও জলপথ ব্যবহার করে যাতায়াত করা যায়। জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ফলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়। 


*******সমাপ্ত *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ