MODEL ACTIVITY TASK CLASS 3 PORIBESH PART 6 ANSWERS
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
তৃতীয় শ্রেনি
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত -
(ক) সুতো (খ) পশম (গ) সিন্থেটিক উল (ঘ) গাছের ছাল।
উত্তর :- (ঘ) গাছের ছাল।
১.২ তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো -
(ক) পুরুলিয়া (খ) পূর্ব মেদিনীপুর (গ) কালিম্পং (ঘ) উত্তর ২৪ পরগনা।
উত্তর :- (গ) কালিম্পং
১.৩ পিনকোড হলো -
(ক) বাড়ির নম্বর (খ) রাস্তার নম্বর (গ) টেলিফোন নম্বর (ঘ) পোস্টঅফিসের নম্বর।
উত্তর :- (ঘ) পোস্ট-অফিসের নম্বর।
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে ?
উত্তর :- শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে।
২.২ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো।
উত্তর :- পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান হলো ইট।
২.৩ পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো।
উত্তর :- পারিবারিক জীবিকার একটি উদাহরণ হল কৃষিকাজ।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ পোষা গোরুদের চটের জামা কেন পরানো হয় ?
উত্তর :- শীতকালে ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য পোষা গোরুদের চটের জামা পরানো হয়।
৩.২ "ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো" - এ বিষয়ে তোমার মতামত লেখো।
উত্তর :- কাঠের বাড়ি ইট সিমেন্টের বাড়ির তুলনায় হালকা হয় তাই ভূমিকম্পে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে এই জন্য ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কীভাবে সাহায্য করো ?
উত্তর :- তোমরা এই উত্তরটি নিজেরা লেখো। নিচের মত করে। (নিজে চেষ্টা করো)
◾আমার পরিবারে মোট চারজন সদস্য। বাবা, মা, দিদি ও আমি। আমার বাবা একজন কৃষক। বিভিন্ন ঋতুতে বিভিন্ন সব্জি-ফসল উৎপন্ন করেন। আমি আমার বাবার কাজে সাহায্য করে থাকি, যেমন - ফসল দেখভাল করি, যেন গরু-ছাগলে খেয়ে না নেয়, আর সকালে ও দুপুরে বাবার জন্য খাবার নিয়ে যায় মাঠে। মায়ের কাজে তেমন কিছু সাহায্য করিনা, শুধু মা যদি কোনওসময় রান্নার জন্য জল আনতে বললে আমি জল এনে দি। দিদির কাজে আমার কোনও প্রয়োজন পড়েনা। আমি ও দিদি একসাথে রাতে পড়াশুনা করি।
******** সমাপ্ত *******