Type Here to Get Search Results !

Class 4 Health and Physical Education Model Activity Task Part 6 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 6


 MODEL ACTIVITY TASK CLASS 4 HEALTH AND PHYSICAL EDUCATION PART 6 ANSWERS

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
 চতুর্থ শ্রেণি
 স্বাস্থ্য ও শারীরশিক্ষা


[ মূল্যবোধের শিক্ষা ও যোগাসন ]

১. নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো।

(ক) সাহসিকতা
       সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে _______ আসবেই আসবে।
উত্তর :- সাফল্য। 

(খ) ভক্তি-শ্রদ্ধা ও বিনয়-নম্রতা
      বিনয় ও নম্রতা শিশুকে ________ করে তোলে।
উত্তর :- মহান। 

(গ) উদ্যম ও পরিশ্রম
      উদ্যম ও __________ সাফল্যের জননী।
উত্তর :- পরিশ্রম। 

(ঘ) বিবেক
      __________ ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান।
উত্তর :- বিবেকমান। 

(ঙ) সৎসঙ্গ অভিলাষী
      সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে _______ হয়।
উত্তর :- সদ মনোভাবাপন্ন।

(চ) অনুসন্ধিৎসা
      অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল ______________।
উত্তর :- চাবিকাঠি। 

(ছ) সাফল্যের ত্যাগ
      ত্যাগেই ________ ত্যাগে আছে আনন্দ।
উত্তর :- মহত্ত্ব। 

(জ) শালীনতাবোধ
       চরিত্রবান হতে হলে ________ রেখে কথা বলতে হয়।
উত্তর :- ভদ্রতা। 

(ঝ) দৃঢ়তা
      যে-কোনো কাজ করার _________ নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে।
উত্তর :- দৃঢ়তা।

(ঞ) ধৈর্য
       ধৈর্যশীলরা কোথাও কোনোদিন _______ হয় না।
উত্তর :- পরাজিত।

(ট) বিচারবুদ্ধিসম্পন্ন হওয়া
     মানুষের সঙ্গে _______ করে চিন্তাশক্তি বাড়াতে শেখা।
উত্তর :- মেলামেশা। 

(ঠ) আত্মবিশ্বাস
     নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ ______ হওয়া যায়।
উত্তর :- মানুষ। 

(ড) শিষ্টাচার
     ভদ্রতা, __________ ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয়।
উত্তর :- নম্রতা।

(ঢ) শৃঙ্খলাবোধ
     চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই ________ হতে হবে।
উত্তর :- শৃঙ্খলা পরায়ণ। 

(ণ) সহযোগিতা ও সমানুভূতি
     সহযোগিতা ও সমানুভূতিসম্পন্ন _________ চরিত্রবান হবে।
উত্তর :- শিশু। 

(ত) আত্মসংযম
     ___________ মনের মধ্যে একাগ্রতা আনে।
উত্তর :- আত্মসংযম। 

২. নীচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নীচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো।

(ক)

উত্তর :- 

অর্ধ চন্দ্রাসন



(খ)

উত্তর :- 

উৎকটাসন



(গ) তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সে আসনটার নাম লেখো। 
উত্তর :- 


হলাসন




**************সমাপ্ত ************

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ