Type Here to Get Search Results !

Class 3 Health and Physical Education Model Activity Task Part 6 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 6


MODEL ACTIVITY TASK CLASS 3 HEALTH AND PHYSICAL EDUCATION PART 6 ANSWERS

  মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
  তৃতীয় শ্রেনি
  স্বাস্থ্য ও শারীরশিক্ষা


[ জল সংরক্ষণ ও যোগাসন ]

১. নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো :

(ক) জল সংরক্ষণ
       অন্তত একবার,
      পরীক্ষাগারে পানীয় জলের
      _________ দরকার।
উত্তর :- পরীক্ষা। 

(খ) জল সংরক্ষণ
      বৃষ্টির জল _______ করা
      যায় জানি কত ভাবে।
উত্তর :- ব্যবহার। 

(গ) জল সংরক্ষণ
       বৃষ্টির জল ধরে রেখে হবে
       জলেরই তো _________
উত্তর :- সাশ্রয়।

(ঘ) জল সংরক্ষণ
      জল ব্যবহার করবে সবাই
      তার __________ মতো,
উত্তর :- প্রয়োজন।

(ঙ) জল সংরক্ষণ
       গরমটা এলে জলের ___________
       মানুষ কাঁদে যে কত !
উত্তর :- অভাব। 

(চ) জল সংরক্ষণ
      পানীয় জলের _________ করা
       মোটেই কাম্য নয়,
উত্তর :- অপচয়। 

(ছ) জল সংরক্ষণ
       জলই জীবন - সকলের মনে
       হোক আজ_______________।
উত্তর :- বোধদয়। 


শব্দঝুড়ি  : পরীক্ষা, ব্যবহার, প্রয়োজন, সাশ্রয়, অভাব, বোধদয়, অপচয়, জীবন।

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

(ক) জল আমাদের কী কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর :- জল আমাদের নানা কাজে ব্যবহৃত হয়। যেমন - 
(১) পানীয় জল হিসেবে ও বাড়িতে রান্নার কাজে জল ব্যবহার করা হয়। 
(২) জামাকাপড় কাচা, ঘর মোছা, থালা-বাসন মাজা, হাত মুখ ধোয়া, স্নান করা প্রভৃতি কাজে জল ব্যবহৃত হয়। 
(৩) গোরু - মোষ স্নান করাতে জল লাগে। 
(৪) জমিতে জলসেচ করা ও গাছে জল দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়। 

(খ) জলে কী বেশি থাকলে ঐ জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে ?
উত্তর :- জলে আর্সেনিক বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল ব্যবহার করলে পায়ের পাতা ও হাতের তালুতে কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। 

(গ) কী কী ভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় ?
উত্তর :- বৃষ্টির জলকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। যেমন - 
(১) বৃষ্টি শুরু হওয়ার একটু পরে বালতি বা গামলা বসিয়ে জল ধরে রাখা যায়। 
(২) বাড়ির ছাদে বৃষ্টির জল জমিয়ে রেখে পাইপের সাহায্যে নীচে নামিয়ে এনে বড়ো কোনো চৌবাচ্চায় জল জমা করতে হবে। 
(৩) বৃষ্টির জল সংরক্ষণের জন্য বড়ো বড়ো জলাধার তৈরি করা যেতে পারে। 

৩. নীচের যোগাসনের ভঙ্গিগুলি চিনে ছবির নীচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো।

(ক)

উত্তর :- বৃক্ষাসন।

(খ)

উত্তর :- বজ্রাসন।

(গ) তুমি যে যোগাসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো তার নামটি লেখো।
উত্তর :- হলাসন।


********** সমাপ্ত *********

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ