Type Here to Get Search Results !

Class 4 Health and Physical Education 2nd Series Model Activity Task Part 5 Answers


   মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series /Part 5 
  চতুর্থ শ্রেণি 
   স্বাস্থ্য ও শারীরশিক্ষা  

[ বজ্রপাত ও ভূমিকম্প ]

১. বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো  :

(ক) মেঘে _______ ঘর্ষণে যে শক্তি তৈরি হয়, বজ্র তাকেই বলে থাকি, জেনো তা নিশ্চয়।
(a) মেঘে (b) পাহাড়ে
উত্তর :- (a) মেঘে।

(খ) সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, ______ যে তাকেই বলি, এতো সবাই জানে।
(a) বজ্রপাত (b) বজ্রাঘাত
উত্তর :- (a) বজ্রপাত। 

(গ) বজ্রগর্ভ মেঘ দেখে তাই ______ থেকো, বজ্রপাত যে বিপজ্জনক-এটুকু মনে রেখো।
(a) বিপদে (b) নিরাপদে
উত্তর :- (b) নিরাপদে। 

(ঘ) বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, ______ আশ্রয়েতে বিপদ থাকে কম।
(a) আপদশূণ্য (b) গাছের তলায়
উত্তর :- (b) গাছের তলায়। 

(ঙ) সুইচবোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা-জানলা _______ রাখো, থামুক বজ্রপাত।
(a) খোলা (b) বন্ধ
উত্তর :- (b) বন্ধ। 

(চ) ভূমিকম্প মাটির নীচের কম্পনকেই বলে, ভূত্বক হটাৎ কেঁপে ওঠে_________ ফলে।
(a) ভূমিকম্পের (b) ভূমিধসের
উত্তর :- (a) ভূমিকম্পের ।

(ছ) ভূমিকম্প হলে পরে ভেঙে যায়_______ ধুলোয় লুটায় দরজা-জানলা, দেয়াল ও আলমারি।
(a) জলবায়ু (b) ঘরবাড়ি
উত্তর :- (b) ঘরবাড়ি। 

(জ) ভূমিকম্প হওয়া মানেই অনেক বড়ো ক্ষতি, মানুষ মরে, পশু মরে, কত যে ________!
(a) দূর্গতি (b) বিপর্যয়
উত্তর :- (a) দূর্গতি।

২. নীচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো :

(১) আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
উত্তর :- সত্য।

(২) বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ।
উত্তর :- মিথ্যা। 

(৩) বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে।
উত্তর :- সত্য।

(৪) বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে।
উত্তর :- সত্য।

(৫) বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ।
উত্তর :- মিথ্যা। 

(৬) বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে, প্লাগ খুলে রাখতে হবে।
উত্তর :- সত্য।

(৭) বজ্রপাত শুরু হলে ঘরের জানালা-দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে।
উত্তর :- সত্য।

(৮) স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর (Earthing) ব্যবস্থা করতে হবে।
উত্তর :- সত্য।

(৯) ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে।
উত্তর :- সত্য।

(১০) ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নীচে আশ্রয় নিতে হবে।
উত্তর :- সত্য।

(১১) ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।
উত্তর :- সত্য।

(১২) ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে।
উত্তর :- সত্য।

(১৩) ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ, কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে।
উত্তর :- মিথ্যা।

(১৪) ভূমিকম্পের সময় বাড়ির দেয়াল, বইয়ের তাক, কাচের দরজা-জানালা, চলন্ত গাড়ি, আলমাড়ি থেকে দূরে থাকতে হবে।
উত্তর :- সত্য।

৩. (ক) কাকে বজ্রপাত বলে ?
উত্তর :- মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বজ্র তৈরি হয় তা ভূপৃষ্ঠের দিকে এলে তাকে আমরা বজ্রপাত বলি। 

(খ) বজ্রপাত হলে কী করতে হবে তা বর্ণনা করো।
উত্তর :- বজ্রপাত হলে আমাদের যা যা করা দরকার তা হলো - 
১. সবার প্রথমে আমাদের বাড়িতে ঢুকে পড়তে হবে। 
২. বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রী যেমন টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি সুইচ বোর্ড থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। 
৩. কোন কারণে রাস্তায় আটকে পড়লে একটি আস্তানার নিচে আশ্রয় নিতে হবে। 

(গ) বজ্রপাতের সময় কী করা যাবে না তা লেখো।
উত্তর :- বজ্রপাতের সময় যা যা কাজ করা যাবে না তা হলো - 
১. সুইচ বোর্ডে হাত দেওয়া যাবেনা। 
২. মোবাইলে হাত দেওয়া যাবেনা। 
৩. বাজ পড়ার সময় মাঠে থাকা যাবেনা। 
৪. বজ্রপাতের সময় গাছের তলায় আশ্রয় নেওয়া যাবেনা। 

৪. (ক) ভূমিকম্প কেন হয় ?
উত্তর :- মাটির নিচে অবস্থিত বিভিন্ন প্লেটগুলির কম্পনের ফলে ভূমিকম্প হয়। 

(খ) ভূমিকম্প হলে কী করতে হবে ?
উত্তর :- ভূমিকম্প হলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের সময় যদি আমরা ঘরের মধ্যে আটকে পড়ে যায় তবে একটি টেবিলের নিচে নিজের মাথা ঢেকে আশ্রয় নিতে হবে। 

(গ) ভূমিকম্পের সময় কী করা যাবে না, তা লেখো।
উত্তর :- ভূমিকম্পের সময় যা যা করা যাবে না তা হল - 
১. ভূমিকম্পের সময় ঘরের ভেতর থাকা যাবে না। 
২. ভূমিকম্পের সময় কোন ভঙ্গুর বাড়ির নিচে থাকা যাবে না। 
৩. ভূমিকম্পের সময় কোন কাঁচের জানালা নিচে থাকা যাবে না। 

******* সমাপ্ত *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ