Type Here to Get Search Results !

Class 3 Bengali 2nd Series Model Activity Task Part 5 Answers



  
 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series /Part 5 
   তৃতীয় শ্রেনি 
   বাংলা  

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. 'তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন' - একথা কে বলেছিল ?
উত্তর :- গৌরী ধর্মপালের 'সোনা' গল্পে চাষী একথা বলেছিল। 

২. 'সে থেকে সেই গাঁয়ের নাম হলো সোনারগাঁ।' - গাঁয়ের নাম 'সোনারগাঁ' হলো কেন ?
উত্তর :- সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হল 'সোনারগাঁ' ।

৩. 'তোমরা কী ? মানুষ না পিশাচ ?' - সোনার একথা বলার কারণ কী ?
উত্তর :- কারণ যে নদী মানুষকে বিভিন্নভাবে উপকার করে সেই নদীকেই মানুষ বিভিন্নভাবে কলুষিত করছে, তাই সোনা একথা বলেছে। 

৪. 'সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। ' - কেন কবি 'নদী' র সঙ্গে 'জীবনভর' যেতে পারেন না ?
উত্তর :- নদী সোজা পথে না গিয়ে এঁকে বেঁকে যায়। কিন্তু কবি চান সোজা পথে চলতে। তাছাড়া দশজনার নিষেধের কারণেও কবি নদীর সাথে এঁকে বেঁকে যেতে পারে না। 

৫. 'এ প্রশ্নের উত্তর একটাই' - 'নদীর তীরে একা' রচনা অনুসরণে 'প্রশ্ন' আর তার 'উত্তর' টি লেখো।
উত্তর :- জীবন সর্দারের লেখা 'নদীর তীরে একা' রচনাংশে প্রশ্নটি হল, অনেক নদীর তীরে কবি কেন একা একাই গিয়েছেন ? এবং এর উত্তরটি হলো কবি অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন প্রকৃতি পড়ুয়া হবেন বলে। 

৬. 'আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু।' - এবারে কী দেখা যাবে বলে লেখক আশা করেছেন ?
উত্তর :- এবারে নদীর তীরের গাছপালা, মাটির রং, বছর বছর ধরে জমে থাকা পলির স্তর, নদীর তীরে আটকে থাকা শামুক-পেঁড়ি-গুগলির খোলস, পাখি ও প্রজাপতির চলাচল দেখা যাবে বলে লেখক আশা করেছেন। 

৭. 'আমরা শুধু যাব মা', তিনজনে' - 'তিনজন' কে কে ? তারা কোথায় যেতে চায় ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৌকোযাত্রা' কবিতায় 'তিনজন' বলতে কবি, আশু এবং শ্যামকে বোঝানো হয়েছে। কবি আশু ও শ্যাম কে সঙ্গে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চায়। 

৮. 'অংরের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে।' - লেখকের একথা বলার কারণটি বুঝিয়ে দাও।
উত্তর :- পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়ের 'ঢেউয়ের তালে তালে' রচনায় অংরের চারধারে কচ্ছপ এবং নানা রঙের মাছের ভিড় দেখে লেখক একথা বলেছেন। 

৯. '... দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।' - ডিউক এভাবে হেসে উঠেছে কেন ?
উত্তর :- লেখক ও ডিউক টিনে ভরা রসগোল্লা খাওয়ার পর টিনটি নদীর জলে ফেলার সময় দু এক ফোটা রস লেখক এর গায়ে পড়েছিল। পিঁপড়ে আসবে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। এটা দেখে ডিউক হেসে উঠেছিল। কারণ এই মাঝ সমুদ্রে পিঁপড়েকে আসতে হলে প্রায় ২০০ মাইল পথ সাঁতরে আসতে হবে যেটা সম্ভব নয়। 

১০. 'হঠাৎ কোথায় চললি রে ?' - 'পর্যটন' কবিতায় এই প্রশ্নের উত্তরে কী বলা হয়েছে ?
উত্তর :- নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 'পর্যটন' কবিতায় 'হটাৎ কোথায় চললি রে?' এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে 'সান্টা ফে, সান্টা ফে' ।

***** সমাপ্ত *****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ