মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series /Part 5
তৃতীয় শ্রেনি
আমাদের পরিবেশ
১. শূন্যস্থান পূরণ করো :
১.১ শোধন করা _______ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়।
উত্তর :- খনিজ।
১.২ বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো _________।
উত্তর :- তেল বালি।
১.৩ তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার _______ হন।
উত্তর :- জেঠিমা।
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন ?
উত্তর :- সিন্থেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাচার পরে কোঁচকায় না। এই সুবিধার জন্য মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পড়েন।
৩.২ কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে ?
উত্তর :- নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন - (১) বন্যার কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। (২) জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে। (৩) চাকরি সূত্রে মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়। (৪) ব্যবসা-বাণিজ্যের কারণেও মানুষ বাসস্থান পরিবর্তন করে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে ?
উত্তর :- বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে গাড়ি চলাচলের ফলে বাড়ি ধুলোবালিতে ভর্তি হয়ে যাবে। গাড়ির প্রচন্ড শব্দ এবং হর্নের আওয়াজ মানুষকে অতিষ্ঠ করে তুলবে। তাছাড়া বড়ো গাড়ি, যেমন লরি ও অন্যান্য যানবাহন চলাচলের ফলে বাড়ি কাঁপতে থাকবে।
****** সমাপ্ত ******
আমার আরো প্রশ্ন উত্তর লাগবে এক্ষুনি
উত্তরমুছুনআছে দেখো
মুছুন