মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১
বাংলা
১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'আয়রে ছুটে ছোট্টরা' - ছোটোদের কেন ছুটে আসতে হবে ?
উত্তর :- গল্পবুড়োর তল্পিতে যা আছে তা দেখাবে বলে ছোটোদের ছুটে আসতে হবে।
১.২ '... আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।' - জোয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল ?
উত্তর :- জোয়ানদের ঘাঁটিটি লাডাকে ছিল।
১.৩ 'দারোগাবাবু এবং হাবু' কবিতায় মেজদার পোষ্য কারা ?
উত্তর :- আটটা কুকুর।
১.৪ 'উলগুলান' কাদের লড়াই ?
উত্তর :- 'উলগুলান' মুন্ডাদের লড়াই।
১.৫ 'পাখির কাছে ফুলের কাছে' কবিতায় কোথায় কবিসভা বসবে ?
উত্তর :- রক্তজবার ঝোপের কাছে।
১.৬ 'তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই - ' বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে ?
উত্তর :- কারণ বিমলা মেয়ে হয়ে জন্মেছে বলে তার দাম কমে গেছে।
১.৭ 'ও যেন দিনের বেলাকার রাত্তির...' - কোন্ সময়টিকে লেখক 'দিনের বেলাকার রাত্তির' বলেছেন ?
উত্তর :- দুপুর বেলা সময়টিকে লেখক 'দিনের বেলাকার রাত্তির' বলেছেন।
২. নিজের ভাষায় উত্তর দাও :
২.১ 'গল্পবুড়ো' কবিতায় রূপকথার কোন্ কোন্ প্রসঙ্গ উল্লিখিত হয়েছে ?
উত্তর :- গল্পবুড়োর কাঁধে একটি বড়ো ঝোলা রয়েছে। সেই ঝোলায় রূপকথার দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ যেমন আছে, তেমন ঝলমলে সোনার কাঠি, ময়নামতী নদী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী সবই বন্দি আছে।
২.২ 'এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।' - জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কীভাবে 'বুনোহাঁস' গল্পে ফুটে উঠেছে ?
উত্তর :- দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতেে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বাা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এল তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকেে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল।
২.৩ 'নালিশ আমার মন দিয়ে খুব/শুনুন বড়োবাবু।' - থানায় বড়োবাবুর কাছে হাবু কী কী নালিশ জানিয়েছিল ?
উত্তর :- হাবু থানায় বড়োবাবুর কাছে প্রথম নালিশ জানিয়ে বলল, তারা চার-চারজন ভাই একটি ঘরেই বসবাস করে। বড়দা পোষেন সাতটা বিড়াল। মেজদা পোষেন আটটা কুকুর। আর সেজদা দশটা ছাগল বেঁধে রেখেছেন বলে তাকে পাগল বলে নালিশ জানাল।
২.৪ 'এতোয়াকে দেখলে মনে হয় দূরন্ত এক বাচ্চা ঘোড়া।' - উদ্ধৃতির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও।
উত্তর :- এতোয়া রোজ গোরু, ছাগল, মোষ চরায়। তার প্রিয় মোষটির পিঠে চেপে সে গেরুয়া সমু্দ্র পেরিয়ে চলে যায়। সে যেন এক দূরন্ত বাচ্চা ঘোড়া। ঠাকুরদার জন্য সে শুকনো ডাল, শুকনো পাতা, জ্বালানি ধরাবে বলে কুড়িয়ে আনেে। প্রতি সপ্তাহেে হাটের দোকানেে ঝাঁটপাট দেয়। আম বাগানে বাবুর গোরু চরাতে চরাতে টোকো আম, মেটে আলু, শুকনো কাঠ কুড়িয়েে নেয়। ঘন সবুজ ঘাসবনে গোরু মোষ ছেড়ে দিয়ে ডুলং নদীর ধারে বসে। নিজের বাঁশে বোনাা জালটা সুবর্ণরেখাা নদীতে ফেলে মাছ ধরে।
২.৫ 'ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর...।' তারপর কী কী ঘটল, তা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো।
উত্তর :- বাইরে বেরিয়ে এসেে কবি মস্ত শহরটাকে যেন থরথর করে কাঁপতে দেখলেন। পাথরটা গির্জা চাঁদের আলোয় ঢেউ তুলেছে। দরগাতলা পার হয়েে তিনি যখন মোড়ের কাছে এসেছেন তখন দূরের পাহাড় যেন তাঁকে ডাকছ।
২.৬ 'বিমলার অভিমান' কবিতা অনুসরনে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো।
উত্তর :- বিমলার অভিমান করার কারণ, সে মেয়ে বলে তার প্রতি অনাদর করা হয়। বিমলা কারও কাছ থেকে তেমন সুবিধা বা আদর পায়না। একটু বয়স হতেই তাকে বাড়ির লোকেরা সবসময় ফরমাস করে। সে বাঁচল কিংবা মরল, তার কষ্ট হল কিংবা দুঃখ পেল এসব কেউ দেখে না। বিমলার যে একটু বিশ্রাম দরকার সেটা কেউ ভাবে না। সকলেই সুযোগ পেলেই বা প্রয়োজন হলেই বিমলাকে দিয়ে খাটিয়ে নেয়। বিমলাা যেহেতু বড় নয়, আবার ছোটও নয়, সেই কারণে সকলের ফরমাস শুনতে হয়। সেইমতো কাজ করতে হয়।
২.৭ 'ছাদটা ছিল আমার কোতাবে - পড়া মরুভূমি...' - 'ছেলেবেলা' রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ করেছেন ?
উত্তর :- মরুভূমিতে যেভাবে চারিদিক ধূ ধূ করে, ধুলো উড়ে, গরম বাতাস বয়, সেভাবে বালক রবীন্দ্রনাথের ছাদটা ছিল কোতাবে-পড়া মরুভূমি। ধূ ধূ করছে চারদিক। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। আকাশের নীল রঙ হয়ে এসেছে ফিকে হয়ে। এভাবেই লেখক ছাদটিকে স্মরণ করেছেন।
৩. নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ সন্ধি করো :
৩.১.১ মিশি + কালো
উত্তর :- মিশি + কালো = মিশকালো
৩.১.২ এত + দিন
উত্তর :- এত + দিন = এদ্দিন/এতোদিন
৩.১.৩ বড়ো + ঠাকুর
উত্তর :- বড়ো + ঠাকুর = বটঠাকুর। (ট্) হবে।
৩.১.৪ সৎ + গ্রন্থ
উত্তর :- সৎ + গ্রন্থ = সদগ্রন্থ
৩.১.৫ দিক্ + নির্ণয়
উত্তর :- দিক্ + নির্ণয় = দিগনির্ণয়
৩.২ নীচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন্ কোন্ নিয়ম মেনে বদ্ধ হয়েছে, লেখো :
৩.২.১ প্রচ্ছদ
উত্তর :- প্রচ্ছদ = প্র + ছদ
----> 'অ' বা অন্য স্বরধ্বনির পরে 'ছ' থাকলে 'ছ' বদলে হয়ে যায়।
৩.২.২ প্রাগৈতিহাসিক
উত্তর :- প্রাগৈতিহাসিক = প্রাক + ঐতিহাসিক
-----> পরে স্বরধ্বনি থাকলে অঘোষ 'ক' ধ্বনি পাল্টে ঘোষ 'গ' ধ্বনি হয়।
৩.২.৩ সদিচ্ছা
উত্তর :- সদিচ্ছা = সৎ + ইচ্ছা
------> পরে স্বরধ্বনি থাকলে অঘোষ 'ক' ধ্বনি পাল্টে ঘোষ 'গ' ধ্বনি হয়।
৩.২.৪ বিদ্যুদবেগ
উত্তর :- বিদ্যুদবেগ = বিদ্যুৎ + বেগ
------> এখানে 'ৎ' - এর বদলে 'দ' অর্থাৎ ঘোষ ধ্বনি হচ্ছে।
৩.২.৫ পদ্ধতি
উত্তর :- পদ্ধতি = পদ + হতি
-----> এখানে 'দ' এবং 'হ' ধ্বনি মিলে হয়েছে। দুটো ধ্বনি পরিবর্তন হয়েছে।
Model Activity Task - 2021
English
Read the passage and answer the questions that follow :
Hunt, the team leader, selected two teams of climbers. The first team included Tom Bourdillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team.
The first team left on May 26, 1953 to reach the summit of Mt. Everest. The two men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. They were forced to turn back after they encountered bad weather.
Activity 1
Write 'T' for true 'F' for false statements in the given space :
(a) Charles Evans was in the first team of climbers.
Ans. [T]
(b) Hillary was the leader of the team.
Ans. [F]
(c) Each team had two members.
Ans. [T]
Activity 2
Answer the following questions :
(a) Who were in the second team ?
Ans. Edmund Hillary and Tenzing Norgay were in the second team.
(b) Name the members of the first team.
Ans. Tom Bourdillon and Charles Evans were the members of the first team.
(c) By what distance did the first team fall short of the summit ?
Ans. The first team fall it up to about 300 feet short of the summit.
Activity 3
Fill in the blanks with Personal Pronouns :
(a) Reena is fond of plants. ________ waters them everyday.
Ans. Reena is fond of plants. She waters them everyday.
(b) Rekha, Asha and Mina are three sisters. _______ go to school together.
Ans. Rekha, Asha and Mina are three sisters. They go to school together.
(c) Digha is a famous tourist spot. ______ is a beautiful place.
Ans. Digha is a famous tourist spot. It is a beautiful place.
Activity 4
Write four sentences on 'A Clear Night Sky'.
Ans. The clear night sky is a very beautiful scene. Beautiful stars and a huge moon between them. It looks like stars are small dots in dark blue sky and a big dot is the moon. If seen with a telescope one can see planets also in that night sky. It looks very pleasant to see night sky on higher altitudes like hills.
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১
গণিত
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(ক) ৬ - এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো (a) ৬০৩০ (b) ০৬৩০ (c) ০৩৬০ (d) ০৩০৬
উত্তর :- (b) ০৬৩০
(খ) নীচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো (a) ১৮২৩২৭ (b) ১৮৮০৮৪ (c) ১৮০৭৭৬ (d) ১৮৬০৩০
উত্তর :- (c) ১৮০৭৭৬
(গ) ১৩৮
× ২৯ =
(a) ১৩৮ × ২ + ১৩৮ × ৯ (b) ১৮৩ × ২ + ১৮৩ × ৯ (c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০ (d) ১৮৩ × ৯ + ১৮৩ × ২০
উত্তর :- (c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০
(ঘ) নীচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক ৩ সেই সংখ্যা দুটি হলো (a) ২১ ও ১০ (b) ১৭ ও ২৪ (c) ১৮ ও ১৪ (d) ১২ ও ১৫
উত্তর :- (d) ১২ ও ১৫
২. সত্য/মিথ্যা লেখো :
(ক) দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে।
উত্তর :- মিথ্যা।
(খ) দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০ ।
উত্তর :- মিথ্যা।
(গ) ২২৫ টাকা মূল্যের ২২১ টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা।
উত্তর :- মিথ্যা।
(ঘ) সবচেয়ে বড়ো সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।
উত্তর :- সত্য।
৩. স্তম্ভ মেলাও :
উত্তর :-
৪. (ক) তুমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো। বর্তমানে তোমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে ?
উত্তর :-
বর্তমানে আমার মায়ের বয়স ৩৬ বছর
আমি আমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো
.
. . বর্তমানে আমার বয়স = (৩৬ - ২৫) = ১১ বছর
দুই বছর পর,
আমার মায়ের বয়স হবে (৩৬ + ২) = ৩৮ বছর
এবং আমার বয়স হবে (১১ + ২) = ১৩ বছর
মায়ের বয়স ৩৮ বছর
আমার বয়স + ১৩ বছর
মোট = ৫১ বছর
.
. . দুই বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে ৫১ বছর।
(খ) মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু. নির্ণয় করো : ৪৫, ৭৫
উত্তর :-
৪৫, ৭৫
৫ |৪৫,৭৫
৩ | ৯, ১৫
৩, ৫
সাধারণ উৎপাদক ৫, ৩
.
. . ল.সা.গু. = ৫ × ৩ × ৩ × ৫
= ২২৫ (উত্তর)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম - (ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিমার।
উত্তর :- (গ) হিউমেরাস।
১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো - (ক) গোরু (খ) ছাগল (গ) শিয়াল (ঘ) ভেড়া।
উত্তর :- (গ) শিয়াল।
১.৩ যে প্রাণীটি অমেরুদন্ডী সেটি হলো - (ক) রুইমাছ (খ) কেঁচো (গ) কাক (ঘ) কুকুর।
উত্তর :- (খ) কেঁচো।
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ?
উত্তর :- যক্ষ্মারোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়াা হয়।
২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ?
উত্তর :- হৃদপিন্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।
২.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে ?
উত্তর :- দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর :- দুধে লেবুর রস দিলে দুধ ফেটে ছানা হয়ে যায়। ছানা আর ছানার জল আলাদা হয়ে যায়। ছানা আর দুধ হয়না। আবার, জামায় দাগ পড়লে লেবুর রস দিলেই দাগ উঠে যায়। এগুলি সবই রাসায়নিক বিক্রিয়ার ফল।
৩.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো ?
উত্তর :- বৃষ্টির জল ধরে অনেক কাজ করা যায়। পরিষ্কার একটা কাপড় বা গামছা দিয়ে বৃষ্টির জল ছেঁকে নিলে তাা গাছের গোড়ায় দেওয়া যায়। এছাড়াও, বাসন মাজা ও কাপড় কাঁচার কাজেও বৃষ্টির জল ব্যবহার করা যায়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ মাটি কিভাবে তৈরি হয় ?
উত্তর :- পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
[ প্রথম অধ্যায় : পথ নিরাপত্তার শিক্ষা ]
১. বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (✔️) চিহ্ন দাও :
(ক) রাস্তা পার হওয়ার সময় কী করতে হয় ?
(a) চারদিকটা দেখে রাস্তা পার হতে হয়
(b) ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়
(c) বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়
(d) সামনের দিকটা ফাঁকা থাকলেই রাস্তা পার হতে হয়
উত্তর :- (a) চারদিকটা দেখে রাস্তা পার হতে হয়।
(খ) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয় ?
(a) হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে
(b) জেব্রা ক্রসিং দিয়ে
(c) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে।
(d) কার্ভ এলাকা দিয়ে।
উত্তর :- (c) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে।
(গ) জেব্রা ক্রসিং - এ কী রং এর দাগ থাকে ?
(a) লাল সাদা দাগ থাকে
(b) সাদা কালো দাগ থাকে
(c) হলুদ দাগ থাকে
(d) সাদা ডটেড দাগ থাকে
উত্তর :- (d) সাদা ডটেড দাগ থাকে।
(ঘ) কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে ?
(a) লাল জ্বললে
(b) হলুদ জ্বললে
(c) সবুজ জ্বললে
(d) হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে
উত্তর :- (d) হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে।
(ঙ) যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে ?
(a) গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে হবে
(b) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে
(c) গাড়ি চালাতে শুরু করতে হবে
(d) গাড়ি থামিয়ে দিতে হবে
উত্তর :- (b) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে
(চ) যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কী করতে হবে ?
(a) সাথে সাথে গাড়ি চালাতে হবে
(b) সাথে সাথে গাড়ি থামাতে হবে
(c) গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে
(d) গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে
উত্তর :- (a) সাথে সাথে গাড়ি চালাতে হবে।
(ছ) ট্রাফিক পুলিশ কী কাজ করে ?
(a) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে।
(b) পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে
(c) ট্রাফিক পুলিশ আলোর সংকেত দেয়
(d) নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে।
উত্তর :- (a) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে।
(জ) রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিৎ ?
(a) রাস্তা দিয়ে
(b) ফুটপাথ দিয়ে
(c) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডানদিক দিয়ে
(d) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে
উত্তর :- (d) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে।
(ঝ) যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার কোনদিক দিয়ে হাঁটতে হয় ?
(a) রাস্তার মাঝখান দিয়ে
(b) রাস্তার বাম দিক দিয়ে
(c) রাস্তার ডান দিক দিয়ে
(d) বাম ও ডান উভয় দিক দিয়ে
উত্তর :- (b) রাস্তার বাম দিক দিয়ে।
(ঞ) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন ?
(a) দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ
(b) দৃষ্টিহীন ব্যক্তি নিজেই
(c) দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনো পথচারী
(d) দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহযোগী
উত্তর :- (c) দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনো পথচারী।
২. এসো ছবি দেখে রং করতে শিখি।
পাখির বাসাটা ঝড় জলে গেছে পড়ে,
খড়কুটো দিয়ে বাসাটা দিলাম গড়ে।