Type Here to Get Search Results !

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 part 4 new all subjects





     মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১  
    বাংলা   

১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'সন্দেহ নাই মাত্র।' - কোন্ বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই ?
উত্তর :- শিখার বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই।

১.২ 'গর্তের ভিতর কে ও ?' - বক্তা কে ?
উত্তর :- বক্তা হল শিয়াল।

১.৩ তোত্তো-চান স্কুলে গিয়ে ইয়াসুয়াকি-চানকে কোন্ অবস্থায় দেখতে পেল ?
উত্তর :- তোত্তো-চান  স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি-চান ফুলগাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে।

১.৪ "... সবাই বল্লে - 'বেজায় মিঠে'!" - তাদের কাছে কোন্ কোন্ খাবার 'বেজায় মিঠে' লেগেছিল ?
উত্তর :- ধুলো-বালির কোর্মা-পোলাও, আর কাদার পিঠে তাদের কাছে বেজায় মিঠে লেগেছিল।

১.৫ 'বক সে চালাক অতি চিকিৎসক-চুঞ্চু।' - 'চুঞ্চু' শব্দের অর্থ কী ?
উত্তর :- 'চুঞ্চু' শব্দের অর্থ হল ওস্তাদ, এক্সপার্ট।

১.৬ 'মালগাড়ি' কবিতায় কথক কার কাছে 'মালগাড়ি' হওয়ার বর চাইবে ?
উত্তর :- পরির কাছে কথক মালগাড়ি হওয়ার বর চাইবে।

১.৭ 'সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি! ' - কোন্ জঙ্গলের কথা বলা হয়েছে ?
উত্তর :- লুশাই পাহাড়ের জঙ্গলের কথা বলা হয়েছে।

১.৮ 'ইচ্ছা করে সেলেট ফেলে দিয়ে/অমনি করে বেড়াই নিয়ে ফেরি।' - কথকের কী কী ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে ?
উত্তর :- চুড়ি ও চিনের পুতুল  ঝুড়িতে নিয়ে কথকের ফেরি নিয়ে বেড়াতে  ইচ্ছে করে।

২. নিজের ভাষায় উত্তর দাও :
২.১ 'নানান ভাবের নতুন জিনিস/শিখছি দিবারাত্র।' - 'সবার আমি ছাত্র' কবিতায় কবি কীভাবে প্রকৃতি থেকে দিনরাত নানান ভাবের নতুন জিনিস শেখেন ?
উত্তর :- 'সবার আমি ছাত্র'  কবিতায় আকাশ কবিকে উদার হতে শিক্ষা দিল, বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র পেল, পাহাড় শিখাল তার সমান হতে ও মৌন মহান হতে, খোলা মাঠের কাছে দিলখোলার উপদেশ পেল, আপন তেজে জ্বলার  জন্য সূর্য মন্ত্রণা দিল, চাঁদের কাছে শিখল  হাসতে ও মধুর কথা বলতে, আপন বেগে চলার জন্য নদীর কাছ থেকে শিক্ষা পেলেন, মাটির কাছে সহিষ্ণুতার শিক্ষাা পেলেন, পাষাণ তাকে দীক্ষা দিল আপন কাজে কঠোর হতে, শ্যামবনানী সরসতার  ভিক্ষা দিল। এভাবেই কবি  প্রকৃতি থেকে দিনরাত নানান ভাবের নতুন জিনিস শেখেন।

২.২ 'গাছে ওঠা ব্যাপারটা তাহলে এইরকম!' - বক্তার অভিজ্ঞতার নিরিখে গাছে ওঠা ব্যাপারটা কীরকম ?
উত্তর :- 'তোত্তো-চানের  অ্যাডভেঞ্চাচার' গল্পে ভাগ হওয়া ডালে তোত্তো-চান  দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোওয়া ইয়াসুয়াকি-চানকে প্রাণপণ  টেনে চলেছে। ইয়াসুয়াকি-চান সমস্ত আস্থা রেখেছিল তোত্তো-চানের উপর। আর তার জন্য তোত্তো-চান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুয়াকি-চানের হাত, সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছেে। অবশেষেে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল। ইয়াসুয়াকি চান  তো কখনও এমন দৃশ্য দেখেনি এর আগে। তাই হেসে বলল, 'গাছে ওঠা ব্যাপারটা তাহলে এইরকম!'

২.৩ 'আম-বাগিচার তলায় যেন তারা হেসেছে।' - একথা বলা হয়েছে কেন ?
উত্তর :- 'বনভোজন' কবিতায় নুরু,  পুষি, আয়ষা, শফি-দের বৈশাখ মাসের দুপুরেে কারো ঘুম না থাকায় এবং তাদের বাবা-মা ঘুমিয়ে আছেে, এই সুযোগে আম-বাগিচার তলায় তারা মিছিমিছি বনভোজনে মেতেছে।

২.৪ টীকা লেখো : পটগুলটিশ, রাগ-বানানো, কবিতায় গল্প বলা।
উত্তর :-
▪️পটগুলটিশ : পুণ্যলতা চক্রবর্তীর 'ছেলেবেলার দিনগুলি' গ্রন্থে উল্লেখিত, ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে গোলা- গুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটিশ ওয়ার।
▪️রাগ-বানানো : পুণ্যলতা  চক্রবর্তীর 'ছেলেবেলার দিনগুলি' গ্রন্থে উল্লেখিত একটি মজার খেলা ছিল, যার নাম 'রাগ-বানানো'। হয়তো কারো উপর রাগ হয়েছেে অথচ তার শোধ দিতে না পারায় সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভূত গল্প বানিয়ে বলতে আরম্ভ করত। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র ভাব কিছু থাকত না, সে ব্যক্তির কোন অনিষ্ট চিন্তা থাকত না,  শুধু মজার মজার কথা।
▪️কবিতায় গল্প বলা : পুণ্যলতা চক্রবর্তীর 'ছেলেবেলার দিনগুলি' গ্রন্থে উল্লেখিত আরও একটি মজার খেলা ছিল, কবিতায় গল্প বলা। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বানিয়ে বলবে, আরেকজন তার সঙ্গে মিল দিয়ে দ্বিতীয় লাইন বলবে, তার পরের জন তৃতীয় লাইন, এমনি করে গল্পটাা শেষ করতে হবে।   যদি কেউ না পারেে সে হেরে গেল, তার পরের জন বলবে।

২.৫ 'মালগাড়ি কবিতায় কথকের 'মালগাড়ি' হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করো।
উত্তর :- প্রেমেন্দ্র  মিত্র রচিত 'মালগাড়ি' কবিতায় কথকের মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ হল, (১) প্যাসেঞ্জার মেল ট্রেন তুফানের গতিতে ছোটে, কিন্তু মালগাড়ি ঘটর ঘটর নদীর ভাটার মত চলে। (২) প্যাসেঞ্জার মেল ট্রেন শুধুু কাজের  ধান্দা নিয়ে থাকে, স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, কিন্তু মালগাড়ির কোনো টাইমটেবিল দেখার দায় নেই। (৩) প্যাসেঞ্জার ট্রেনগুলো  এক লাইনেই ছোটে, কিন্তুু মালগাড়ির জন্য সব রাস্তাই খোলা।

২.৬ 'বিচিত্র সাধ' কবিতায় শিশুটির মনে কীভাবে বিচিত্র সাধ জেগে ওঠে ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বিচিত্র সাধ' কবিতায় শিশুটি যখন পাঠশালা যায়, তখন তাদের বাড়ির গলি দিয়ে প্রতিদিন দশটার সময় ফেরিওয়ালা ফেরি নিয়ে যায়। যখন খুশি সে বাড়ি গিয়ে খায়। তখন শিশুটির ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে ফেরি নিয়ে বেড়িয়ে যায়। শিশুটি যখন সাড়ে চারটের সময় হাতে কালি মেখে ঘরে ফেরে, তখন  সে দেখতে পায় বাবুদের ফুল বাগানের মাঝে কোদাল  নিয়ে মালি মাটি কোপাচ্ছে। কেউ তাকে নিষেধ করেনা, গায়ে মাথায় কত ধুলো লাগছে। পরিস্কার জামা পরায় নাা তার মা, ধুলোবালি ধুয়ে দিতে চায়নাা। এগুলো দেখে শিশুটির ইচ্ছে করে বাবুদের ওই ফুল বাগানের মালি হতে। রাতে জানলা দিয়ে শিশুটি  দেখতে পায়, পাগড়ি পড়ে   পাহারওয়ালা   আঁধারে লন্ঠনটি হাতে ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। রাত দশটা এগারোটা হলেও কেউ তাকে কিছুই বলেনা। এগুলো দেখে শিশুটির ইচ্ছে করে পাহারওয়ালা হতে।

৩. নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ নীচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো :

৩.১.১ সমুদ্রের একটি নাম রত্নাকর।
উত্তর :- রত্নাকর = রত্ন + আকর।

৩.১.২ আমাদের বিদ্যালয় আমাদের গর্ব।
উত্তর :- বিদ্যালয় = বিদ্যা + আলয়।

৩.১.৩ তোমার দায়িত্ব সকলকে স্বাগত জানানো।
উত্তর :- স্বাগত = সু + আগত।

৩.১.৪ 'রমেশ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত চরিত্র।
উত্তর :- রমেশ = রমা + ঈশ।

৩.১.৫ সকলের মতৈক্য হওয়া সম্ভব নয়।
উত্তর :- মতৈক্য = মত + ঐক্য।

৩.২ সন্ধি করো :

৩.২.১ সুধী + ইন্দ্র = সুধীন্দ্র।
৩.২.২ দাম + উদর = দামউদোর/দামোদর।
৩.২.৩ পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু।
৩.২.৪ দিবস + অন্ত = দিবসন্ত।
৩.২.৫ বন + ওষধি = বনৌষধি।

৩.৩ টীকা লেখো :

৩.৩.১ স্বরধ্বনি
উত্তর :- স্বরধ্বনি : যেসব ধ্বনি উচ্চারনের সময় ফুসফুসতাড়িত বাতাস বাগযন্ত্রের কোথাও বাধাপ্রাাপ্ত হয়না, তাদের স্বরধ্বনি বলে।
▪️বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা ১১ টি।
যথা :- অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ
▪️স্বরধ্বনিকে দুইভাগে ভাগ করা যায়, যথা - (১)হ্রস্বস্বর (২)দীর্ঘস্বর।

৩.৩.২ ব্যঞ্জনধ্বনি
উত্তর :- ব্যঞ্জনধ্বনি : যেসব ধ্বনি উচ্চারনের সময় ফুসফুসতাড়িত বাতাস বাগযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষণ লাগে, তাদের ব্যঞ্জনধ্বনি বলে।
▪️বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা ৩৯ টি, যথা :- ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং ঃ, ঁ


    Model Activity Task - 2021 
   English  

Activity 1

Who am I ?

a) I have a huge body. I have a trunk. My cry is called trumpet. __________________.
Ans.   I am elephant   .

b) I can fly. I hoot. I come out in the night. ____________________.
Ans.    I am owl  .

c) I eat grass. I bleat. I give milk. ________________.
Ans.      I am sheep   .

  Activity 2

Make sentences with the following words :

a) happiness : _________________________.
Ans. The Sky and the children laughed together in happiness.

b) clean : ____________________________.
Ans. The old woman wanted to keep her hut clean.

c) avoid : ____________________________.
Ans. The Sky tried to avoid the dust.

  Activity 3

Read the following words and fill in the table :

girl, bottle, mud, player, police, brick

Common Gender

Neuter Gender








Ans.

Common Gender

Neuter Gender

girl (Feminine) bottle
playermud
policebrick

👉 আমাদের ইউটিউব চ্যানেলটি Subscribe করুন

   মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১ 
  গণিত 

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :

(ক) চার অঙ্কের সংখ্যাটি হলো (a) ০৩০০ (b) ০৩০ (c) ০০৩০ (d) ৩০০০
উত্তর :- (d) ৩০০০

(খ) ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান (a) ৬ (b) ৬০ (c) ৬০০ (d) ৬০০০
উত্তর :- (c) ৬০০

(গ)পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলো (a) ৫৪০৫ (b) ৫৪৫০ (c) ৫৫০৪ (d) ৫০৪৫
উত্তর :- (d) ৫০৪৫

(ঘ) ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়ো চার অঙ্কের সংখ্যাটি হলো (a) ৭৪৫৩ (b) ৩৪৫৭ (c) ৭৫৩৪ (d) ৭৫৪৩
উত্তর :- (d) ৭৫৪৩

২. সত্য/মিথ্যা লেখো (T/F) :

(ক) ৭৬
    × ৫০ 
 _______ পাশের গুণটিতে গুণফলে দশকের ঘরের অঙ্কটি হলো শূন্য।
উত্তর :- সত্য।

(খ) ৯ × ১১ গুণফলটি ৭ × ১১ গুণফল থেকে ২২ বেশি।
উত্তর :- সত্য।

(গ) ২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান ১০।
উত্তর :- মিথ্যা।

(ঘ) ৯৯৯ - এর পরের সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা।
উত্তর :- মিথ্যা।

৩. স্তম্ভ মেলাও :
উত্তর :- 
৪. (ক) ফাঁকা ঘর পূরণ করো : 
উত্তর :- 
(খ) আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে ৬৭০ টাকার বিস্কুট ও ৭৭৫ টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে ১০০০ টাকা আছে। আর কত টাকা লাগবে ? 
উত্তর :- 
 বিস্কুট কিনবেন ৬৭০ টাকার
লজেন্স কিনবেন + ৭৭৫ টাকার     
         মোট = ১৪৪৫ টাকা

   . 
.    . দিদির কাছে আছে ১০০০ টাকা
অতএব,      ১৪৪৫ টাকা
                 - ১০০০ টাকা 
                 = ৪৪৫ টাকা
   . 
.    . আর ৪৪৫ টাকা লাগবে। 



    মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১  
   আমাদের পরিবেশ  

১. ঠিক উত্তর নির্বাচন করো : 

১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো - (ক) বট (খ) পলাশ (গ) ফণীমনসা (ঘ) আম।
উত্তর :- (গ) ফণীমনসা।

১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো - (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) নিষ্ক্রিয় গ্যাস (ঘ) কার্বন ডাই অক্সাইড। 
উত্তর :- (খ) অক্সিজেন। 

১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো - (ক) গন্ডার (খ) ডোডো (গ) কুমির (ঘ) হরিণ। 
উত্তর :- (খ) ডোডো।

২. শূন্যস্থান পূরণ করো : 

২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ___________।
উত্তর :- জোড়া থাকে। 

২.২ বাটখারা দিয়ে কোনো জিনিসের ______ মাপা হয়। 
উত্তর :- ভর। 

২.৩ ______ থেকে বেরোয় লালারস। 
উত্তর :- লালাগ্রন্থি। 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 

৩.১ কী করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে ? 
উত্তর :- চাল থেকে ধানের খোসাকে আলাদা করতে কুলাতে করেে ঝাড়াই-মাড়াই  করতে হবে। 

৩.২ ফুসফুস ভালো রাখার উপায় কী কী ? 
উত্তর :- ফুসফুস ভালো রাখতে নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যেকোন ধরনের ধোঁয়া- ধুলো থেকে দূরে থাকা দরকার। 

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : 

৪.১ "বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন" - কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয় ? 
উত্তর :- কারণ, চারিদিকে শহর বাড়ছে, জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, চোরাকারবারীরা জঙ্গলের সব গাছ কেটে ফেলছে। তাই বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন বলে আমার মনে হচ্ছে। 


   মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১  
   স্বাস্থ্য ও শারীরশিক্ষা  

১. শূন্যস্থান পূরণ করো :

(ক) আমাদের স্কুল :
আমাদের স্কুল পাঁচিলেতে ঘেরা, 
দিনভর ছোটাছুটি করে ________।
বালিকারা একসাথে আসে স্কুলে, 
মৌমাছি উড়ে যায় ফুল থেকে ফুলে। 
উত্তর :-      বালকেরা   । 

(খ) আমাদের স্কুল :
ছেলেদের মেয়েদের আছে বাথরুম, 
স্কুলে পড়া হয় - নেই চোখে ঘুম। 
স্কুল পরিসরে আছে চালু নলকূপ, 
স্কুল যেই শুরু হয়, সকলেই ________ ।
উত্তর :-     চুপ   । 

(গ) আমাদের স্কুল :
বর্জ্য ফেলার আছে ছোটো ডাস্টবিন, 
হাত ধুতে চাও বুঝি? রয়েছে _______।
স্কুল জুড়ে আছে সবুজ বাগান, পাখি কত সুরে গায়, শোনো পেতে কান। 
উত্তর :-     বেসিন    । 

(ঘ) আমাদের স্কুল :
মিড - ডে মিলের আছে ব্যবস্থা নানা, 
ভালো করে ধুয়ে নিই থালাবাটি ______।
আমরাই গড়েছি যে শিশু সংসদ, 
পড়ুয়ার অধিকার আছে নিরাপদ। 
উত্তর :-     খানা   । 

(ঙ) চোখের রোগ প্রতিরোধ :
চোখেরই রোগ প্রতিরোধে বলি যে বার বার, 
জল দিয়ে রোজ করতে হবে চোখের পরিষ্কার। 
রাতে পড়ার সময় আলো থাকবে ______ থেকে, 
পড়াশোনা করতে হবে দূরত্বে বই রেখে। 
উত্তর :-    পিছন   । 

(চ) দাঁতের রোগ :
সকালে ঘুম থেকে উঠে, শোয়ার আগে______, 
প্রতিদিনই মাজন বা পেস্ট দিয়ে ঘষব দাঁতে। 
উত্তর :-     রাতে     । 

(ছ) ত্বকের রোগ প্রতিরোধ : 
_________ জলে নিয়মিত করতে হবে স্নান, 
পরিচ্ছন্ন রাখতে দেহে লাগাবে সাবান। 
দাদ, চুলকানি, একজিমা, ব্রণ করতে হবে দূর, 
সুস্থ হয়ে তবেই তুমি বাঁচবে যে ________ ।
উত্তর :-       উষ্ণ       ,         ভরপুর      । 

(জ) অপুষ্টি আর নয় : 
শিক্ষার্থীদের বলতে পারি অপুষ্টি আর নয়, 
অপুষ্টিটা হলে পরে নানা যে রোগ হয়। 
বড়ো হয়ে উঠতে সঠিক পুষ্টি প্রয়োজন, 
দেহের ______ বৃদ্ধিতে তাই সবাই দিও মন। 
উত্তর :-     সঠিক     । 

(ঝ) মেদাধিক্য :
অতি পুষ্টি খাবার খেয়েই মেদাধিক্য হয়, 
অতিরিক্ত চর্বি জমে হবে তা নিশ্চয়। 
উচ্চ প্রোটিনযুক্ত খাবার মেদ বৃদ্ধি করে, 
বংশগত কারণও তো রয়েছে_________।
উত্তর :-     তারপরে    । 

(ঞ) একখানা গাছ :
একখানা গাছ তার আছে ফল ফুল, 
ভোরবেলা পাখিদের বসে ইসকুল। 
একখানা গাছ তার পাতার বাহার, 
পাতারা বানায় রোজ গাছের________।
উত্তর :-       আহার    । 

(ট) কানের রোগ প্রতিরোধ :
কানে ময়লা জমতে পারে অধিক পরিমাণে, 
শ্রবণশক্তি কমতে পারে, ব্যথাও হয় ______।
জল ঢুকতেই পারে কিংবা পুঁজ জমতে পারে, 
কানের পর্দা ফেটে গিয়ে বিপদ শুধু বাড়ে। 
উত্তর :-     কানে.   । 

(ঠ) প্রাথমিক চিকিৎসা :
সাময়িক এই নিরামায়ে
শুশ্রূষা তার চাই, 
প্রাথমিক এই চিকিৎসারই
জুড়ি যে আর ________।
উত্তর :-       নাই      । 

২. বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (✔️) চিহ্ন দাও :

(ক) চোখের রোগ প্রতিরোধে কী করতে হবে ?
(a) জল দিয়ে রোজ চোখ পরিষ্কার করতে হবে।
(b) জল দিয়ে রোজ চোখ পরিষ্কার করতে হবে এবং দুবেলাতেই শাকসবজি খেতে হবে।
(c) আঞ্জনি হলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।
(d) ঘি, দুধ, মাছ, মাংস, ডিম, শাকসবজি খেতে হবে এবং জল দিয়ে চোখ পরিষ্কার করে ও সবুজ গাছপালা অথবা স্নিগ্ধনীল আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে।

উত্তর :- (d)

(খ) মানুষের ত্বক সূর্যালোক থেকে কোন ভিটামিন সংগ্রহ করতে পারে ?
(a) ভিটামিন A
(b) ভিটামিন B
(c) ভিটামিন C
(d) ভিটামিন D

উত্তর :- (d)

(গ) অন্ধত্ব প্রতিরোধে কী কী খাওয়া উচিত ?
(a) দুধ/মাছ/মাংস/ডিম
(b) লাল নটেশাক, টম্যাটো, গাজর, সরষেশাক, আম, পাকা পেঁপে
(c) ভিটামিন এ 'A'
(d) সব কয়টিই

উত্তর :- (d)

(ঘ) চোখের বিভিন্ন রোগগুলি হলো -
(a) আঞ্জনি, চক্ষুপ্রদাহ, ছানি, পাইওরিয়া
(b) পাইওরিয়া, ছুলি, কৃমি,
(c) আঞ্জনি, চক্ষুপ্রদাহ, ছানি, রাতকানা
(d) দৃষ্টিশক্তিজনিত ত্রুটি, চক্ষুপ্রদাহ, ছুলি, রাতকানা।

উত্তর :- (c)

(ঙ) দাঁতের বিভিন্ন রোগগুলি হলো -
(a) দন্তক্ষয়, পাইওরিয়া, নিশ্বাসে দুর্গন্ধ
(b) দন্তমল, মাড়িফুলে যাওয়া, চক্ষুপ্রদাহ
(c) দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হওয়া ও ছানি পরা
(d) ব্যাকটেরিয়া দাঁতের গঠন, মাড়ি ও আস্থ গহ্বর নষ্ট হয়ে যাওয়া

উত্তর :- (a)

(চ) দাঁত কখন কখন মাজবে ও পরিষ্কার করবে ?
(a) সকালে ঘুম থেকে উঠে
(b) রাতে শোয়ার আগে
(c) খাবার খাওয়ার আগে
(d) সকাল‌ে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন দিয়ে অবশ্যই দাঁত মাজতে হবে এবং খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধুতে হবে।

উত্তর :- (d)

(ছ) অসুখ বড়ো বিচ্ছিরি ভাই তাই কী করতে হয় ?
(a) অসুখকে এড়াতে হয়
(b) অসুখকে সহ্য করতে হয়
(c) অসুখকে ভয় পেতে হয়
(d) অসুখকে নিত্য সঙ্গি করে বাঁচতে হয়।

উত্তর :- (a)

(জ) শিশুদের কোন সময় সাবধানে থাকতে হয় ?
(a) শীতকালে
(b) বর্ষাকালে
(c) গ্রীষ্মকালে
(d) ঋতু বদলের সময়

উত্তর :- (d)

(ঝ) ঔষধ কার পরামর্শে খেতে হয় ?
(a) মা - বাবার পরামর্শে
(b) ডাক্তারের পরামর্শে
(c) ঔষুধের দোকানের কর্মচারীর পরামর্শে
(d) শিক্ষকের পরামর্শে

উত্তর :- (b)

(‌ঞ) ঘুমোনোর সময় অবশ্যই কী করতে হবে
(a) মশারী টাঙিয়ে ঘুমোতে হবে
(b) জল খেতে ঘুমোতে হবে
(c) বালিশে মাথা দিয়ে ঘুমোতে হবে
(d) মাথার পাশে মর্টিন জ্বালিয়ে ঘুমোতে হবে

উত্তর :- (a)

(ট) কৃত্রিম রং দেওয়া খাবার খেলে কী হয়?
(a) রোগ হয়
(b) শরীর সুস্থ হয়
(c) খাবারের স্বাদ ভালো হয়
(d) ভিটামিন থাকে

উত্তর :- (a)

(ঠ) হাঁচি-কাশির সময় কী করতে হয় ?
(a) রুমাল দিয়ে মুখটা ঢেকে হাঁচি-কাশি দিতে হয়
(b) দুহাত দিয়ে মুখ ঢেকে হাঁচি - কাশি দিতে হবে
(c) হাঁচি-কাশির পরে রুমাল দিয়ে মুখ মুছতে হবে
(d) হাঁচি-কাশির পরে জল দিয়ে মুখ পরিষ্কার করতে হয়

উত্তর :- (a)

****** সমাপ্ত ******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ