▪️Tense of Verb
▪️Tense কাকে বলে ?
▪️Tense কাকে বলে ? কত প্রকার ও কি ?
▪️Tense - এর প্রকারভেদ
▪️Tense of Verb - ক্রিয়ার কাল
◾ Tense :- Verb ঘটনা বা অবস্থার সময় প্রকাশ করে। এই সময় প্রকাশ করাকে ইংরেজীতে Tense বলে।
◾ প্রকারভেদ :- Tense তিন প্রকার, যথা : -
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল).
3. Future Tense (ভবিষ্যৎ কাল).
1. Present Tense :- যেসকল Verb দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে বা হয়েছে বোঝায়, তখন Verb - এর Present Tense হয়।
▪️যেমন :-
1. আমি লিখি - I write.
2. সে খেলছে - He is playing.
3. আমি কাজটি করেছি - I have done the work.
4. সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে - It has been raining for seven days.
2. Past Tense :- যেসকল Verb দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল ইত্যাদি বোঝায়, তখন Verb - এর Past Tense হয়।
▪️যেমন :-
1. আমি একটি পাখি দেখেছিলাম - I saw a bird.
2. আমি খেলছিলাম - I was playing.
3. তুমি আসার আগে আমি মালদা গিয়েছিলাম - I had gone to Malda before you came.
4. তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম - I had been eating rice before you came.
3. Future Tense :- যেসকল Verb দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হবে বা হতে থাকবে বা হয়ে আসতে থাকবে ইত্যাদি বোঝায়, তখন Verb - এর Future Tense হয়।
▪️যেমন :-
1. আমি যাব - I shall go.
2. আমি যেতে থাকব - I shall be going.
3. তুমি আসার আগে আমি যেতে থাকব - I shall have been going before you come.
🔷 প্রতিটি Tense - কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যথা :-
Present Tense
1. Present Indefinite Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense
4. Present Perfect Continuous Tense
Past Tense
1. Past Indefinite Tense
2. Past Continuous Tense
3. Past Perfect Tense
4. Past Perfect Continuous Tense
Future Tense
1. Future Indefinite Tense
2. Future Continuous Tense
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense
পরবর্তী পোষ্ট >>