Type Here to Get Search Results !

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5/Model Activity Task Class 5


▪️মডেল অ্যাক্টিভিটি
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 pdf
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 with Answers 
▪️Model Activity Task
▪️Model Activity Task Class 5
▪️Model Activity Task Class 5 with Answers


     মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১   
    বাংলা    

◾নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. গল্পবুড়ো কেন ছোটোদের ছুটে আসার ডাক দিয়েছেন ?
উত্তর :- গল্পবুড়োর তল্পিতে যা আছে তা দেখাবে  বলে ছোটোদের ছুটে আসার ডাক দিয়েছেন।

২. লাডাকে জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁসেরা কী করেছিল ?
উত্তর :- উত্তর থেকে  দক্ষিণে দলের সঙ্গে উড়ে যাওয়া দুটো বুনো হাঁসের  একটা প্রথমে দল ছেড়েে নীচে লাডাকের মাটিতে নেমে পড়ল। একটা ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগল। তারপর একটা বুনো হাঁসও নেমে এসে প্রথমটার চারপাশে ঘুরে বেড়াতে লাগল।

৩. এতোয়া কীভাবে সারাদিন ঘুরে বেড়ায় ?
উত্তর :- এতোয়া রোজ গোরু, ছাগল, মোষ চরায়। মোষটির পিঠে চেপে  সে গেরুয়া সমুদ্র পেরিয়েে চলে  যায়। ঠাকুরদার জন্য সে শুকনো ডাল, শুকনো পাতা, জ্বালানি ধরাবে বলে কুড়িয়ে আনেে। প্রতি সপ্তাহেে হাটের দোকানেে ঝাঁটপাট দেয়। আম বাগানে বাবুর গোরু চরাতে চরাতে টোকো আম, মেটে আলু, শুকনো কাঠ কুড়িয়েে নেয়। নিজের বাঁশে বোনাা জালটা সুবর্ণরেখাা নদীতে ফেলে মাছ ধরে।

৪. বিমলার অভিমানের কারণ কী ?
উত্তর :- বিমলার অভিমানের কারণ, সে মেয়ে বলে তার প্রতি অনাদর করা হয়। বিমলা কারও কাছ থেকে তেমন সুবিধা বা আদর পায়না। একটু বয়স হতেই তাকে বাড়ির লোকেরা সবসময় ফরমাস করে। সে বাঁচল কিংবা মরল, তার কষ্ট হল কিংবা দুঃখ পেল এসব কেউ দেখে না। বিমলার যে একটু বিশ্রাম দরকার সেটা কেউ ভাবেনা। সকলেই সুযোগ পেলেই বা প্রয়োজন হলেই বিমলাকে দিয়ে খাটিয়ে নেয়। বিমলাা যেহেতু বড় নয়, আবার ছোটও নয়, সেই কারণে সকলের ফরমাস শুনতে হয়। সেইমতো কাজ করতে হয়।

৫. 'শব্দ' এবং 'পদ' - এর মধ্যে পার্থক্য কোথায় ?
উত্তর :- শব্দ বিভক্তি যুক্ত হয়ে  পদে পরিণত হলে তবেই বাক্যে স্থান   লাভের যোগ্যতা পায়। তাই বাক্যে স্থান   লাভের যোগ্যতা পদ পেলেও শব্দ পায়না। অর্থাৎ, বলা যায় প্রতিটি নামপদই মূলত শব্দ ; কিন্তু কেবল শব্দ কখনো পদ নয়।

   মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২   

১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১.১ 'কী আছে মোর তল্পিটায়/দেখবি যদি জলদি আয়।' - গল্পবুড়োর তল্পিতে কী কী দেখতে পাওয়া যাবে ?
উত্তর :- গল্পবুড়োর তল্পিত‌ে দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ যেমন আছে তেমন ঝলমলে সোনার কাঠ, ময়নামতী নদী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ইত্যাদি নিয়ে রূপকথার গল্প গল্পবুড়োর তল্পিতে বন্দি আছে।

১.২ 'এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।' - 'বুনো হাঁস' গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও।
উত্তর :- দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতেে এসেছিল। তারা পরিযায়ীী পাখি। শীতের সময় বাা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশিি গরম সহ্য হয়না। বরফে ঢাকা নির্জন  জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এল তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকেে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল।

১.৩ 'শুনেই হাবু বেজায় কাবু...' - কোন্ কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল ?
উত্তর :- দারোগাবাবু যখন জানলা - দরজা খুলে রাখার কথা বলল, তখন হাবু নিজেই কাবু হয়ে পড়ল। হাবুর নিজের দেড়শোটি পায়রা রয়েছে। জানলা-দরজাগুলো খুলে  রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেড়িয়ে গেলেও পায়রাগুলো উড়েে যাবে। হাবুু সেই কারণে দারোগাবাবুর কথা শুনে কাবু হয়ে পড়ল।

১.৪ 'ঝড় বাদলের রাতে স-ব শোনা যায়।' - কী শোনা যায় বলে বক্তার বিশ্বাস ?
উত্তর :- ভক্তের ডাকে সাড়া দিয়ে  আদিবাসী রাজা শূরবীর জল থেকে উঠে গর্জন করে তার মনের কথা বলতে থাকে আর ঘন্টা বাজাতে থাকে।

১.৫ 'ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর' - তার পরবর্তী পরিস্থিতির কথা 'পাখির কাছে ফুলের কাছে' কবিতা অনুসরণে লেখো।
উত্তর :- বাইরে বেরিয়ে এসেে কবি মস্ত শহরটাকে যেন থরথর করে কাঁপতে দেখলেন। পাথরটা গির্জা  চাঁদের আলোয় ঢেউ তুলেছে। দরগাতলা পার হয়েে তিনি যখন মোড়ের কাছে এসেছেন তখন দূরের পাহাড় যেন তাঁকে  ডাকছে।

১.৬ 'খাব না তো আমি' - কথাটি বিমলার অভিমান' কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে ?
উত্তর :- কথাটি 'বিমলার অভিমান' কবিতায় চারবার ব্যবহৃত হয়েছে।
      কারণ, বিমলা অভিমান করেছে। তাকে তার মা সর্বদাই ফরমাশ করে। তার দাদা তার ছোট ভাই এরা থাকতে বিমলার ফুরসত নেই। ভালোমন্দ খাবার সকলে বেশি বেশি পায়, বিমলার বেলায় কম। বাগানে ছাগল ঢুকে নটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে। দাদা খেতে বসলে নুন আনতে বলে। এরকম হাজারও ফরমাশ মা সর্বদাই করে থাকে। সে কারণেই বিমলা সংগত ভাবেই অভিমান করে খেতে চাইছেনা এবং কথক কথাটি বারবার উচ্চারণ করেছে।

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ ঠিক উত্তরটি হল - উৎ+মেষ = উন্মেষ / পদ্ + ধতি = পদ্ধতি / রাজ+নী = রাজ্ঞী / ষষ্ + ঠ = ষষ্ঠ।
উত্তর :- ঠিক উত্তরটি হল - উৎ+মেষ = উন্মেষ / রাজ+নী = রাজ্ঞী ।

২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর। - নিম্নরেখাঙ্কিত পদটি হল সকর্মক ক্রিয়া / নাম বিশেষণ / বিশেষণের বিশেষণ / ক্রিয়া বিশেষণ।
উত্তর :- বিশেষণের বিশেষণ।

২.৩ সন্ধি বিচ্ছেদ করো - পরিষ্কার।
উত্তর :- পরি + কার = পরিষ্কার।


     আমাদের পরিবেশ     

◾নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. ORS তৈরিতে কী কী উপাদান প্রয়োজন ?
উত্তর :- ORS তৈরিতে এক গ্লাস ফোটানো জল, এক চামচ চিনি ও এক চিমটে লবণ প্রয়োজন।
          প্রথমে জল ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। তারপর এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি ও এক চিমটে লবণ ভালোভাবে মেশাতে হবে। এভাবেই ORS তৈরি হয়ে যাবে।

২. কী কী কারণে ভূমিক্ষয় হয় ?
উত্তর :- গাছ কাটার ফলে, ঘাসের চাপড়া নষ্ট হয়ে গেলে এবং প্লাস্টিক  বা পলিথিন বা ওষুধের মোড়ক মাটিতে জমে গেলে নীচের মাটির স‌ঙ্গেে যোগ   না থাকায় ভূমিক্ষয় হয়।

৩. মানবদেহের তিনটি বড়ো হাড়ের নাম লেখো ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখো।
উত্তর :- মানবদেহের তিনটি বড়ো হাড়ের নাম হল, আলনা ও রেডিয়াস, হিউমেরাস ও ফিমার।
(১) আলনা ও রেডিয়াস কনুই থেকে কবজি পর্যন্ত থাকে। (২) হিউমেরাস কাঁধ থেকে কনুই পর্যন্ত থাকে। (৩) ফিমার কোমড় থেকে হাঁটু পর্যন্ত থাকে।

৪. মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখো।
উত্তর :- উপকারী উপাদান : সজীব জৈব উপাদান (কেঁচো)। 
অপকারী উপাদান : অস্বাভাবিক উপাদান (প্লাস্টিক, পলিথিন)।

৫. তোমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণীর উদাহরণ দাও।
উত্তর :- আমার জানা তিনটি অমেরুদন্ডী  প্রাণী হল কেঁচো, জোঁক, প্রজাপতি।


    মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২   

◾নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত ?
উত্তর :- পুকুরের জল পরিষ্কার রাখতে পুকুরে গোরু-মোষ ইত্যাদি স্নান করানো, বাড়ির আবর্জনা, কাপড় কাচা, বাসন মাজা, মল-মূত্র পরিত্যাগ করা, পলিথিন ইত্যাদি ফেলা নিষেধাজ্ঞা জারি করা উচিত।

২. কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন ?
উত্তর :- মাটির উপর থেকে জল চুইয়ে নিচে চলে যায়, আবার পুকুরের দূষিত জলও চুইয়ে মাটির নিচের জলস্তর এর সাথে মিশে যায়। তাই কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় ।

৩. কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয় ?
উত্তর :- কারণ, অনেক উপকারী প্রাণী  যাতে হারিয়ে না যায়। ওষধি গাছের প্রজাতি যাতে বিলুপ্ত না হয়। বাস্তু তন্ত্রের ভারসাম্য যাতে রক্ষিত হয়। জীববৈচিত্র্য যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব ততো দীর্ঘস্থায়ী হবেে।

৪. "পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে।" - এর সত্যতা প্রমাণে একটি ঘটনার উল্লেখ করো।
উত্তর :- একদিন এক গাছের তলায় বসে বিশ্রাম করছিলাম। হটাৎ দেখলাম কিছু পিঁপড়ের দল সারবেঁধে যাচ্ছে। মুখে সাদা সাদা ডিম। শুনেছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা তাদের ডিম উঁচু স্থানে  সরিয়ে নিয়ে যায়। সেদিন বৃষ্টি হয়েছিল, তা নিজের চোখে দেখেছিলাম।


      Model Activity Task - 1    
   English  

Read the passage and answer the questions that follow :

Out of all the climbers on the expedition, only four would get a chance to make an attempt to reach the summit. Hunt, the team leader, selected two teams of climbers. The first team included Tom Bourdillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team.

Activity 1

◾Write 'T' for true and 'F' for false statements in the given space :
(a) Hillary was in the first team of climbers. _____ [F] ☑️
(b) Hunt was the leader of the team. ____ [T] ☑️
(c) Tenzing Norgay was in the second team. _____ [T] ☑️

Activity 2

◾Rearrange the words to make sentences :
(a) was very story intresting the. ____________. 
Ans. The story was very interesting   . 

(b) have a dog I Bagha pet named. ____________. 
Ans. I have a pet dog named Bagha  . 

(c) the race defeated tortoise the in the rabbit. ________________________. 
Ans. The tortoise defeated the rabbit in the race  . 


  Model Activity Task - 2   

Activity 1

◾Pick out the Proper Nouns from the following sentences and write in the space given below : 

(i) Everest is the highest peak in the world. 
Ans.   Everest   . 

(ii) My motherland is India. 
Ans.    India    . 

(iii) Kalimpong is a district in West Bengal. 
Ans.     Kalimpong, West Bengal   . 


Activity 2

◾Fill in the blanks with Personal Pronouns : 

(a) Rabi is fond of plants. _____ waters them everyday. 
Ans.     He     . 

(b) Lata, Asha and Mina are three sisters. ________ go to school together. 
Ans.        They     . 

(c) Darjeeling is a famous hill station. __________ is a beautiful place. 
Ans.      It      . 

(d) I live with my grandparents. I love _______ very much. 
Ans.      them     . 


   মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১   

গণিত

১. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও : 
 
৪২০ মিনিটে হয় 
(ক) ৭ ঘন্টা (খ) ৮ ঘন্টা (গ) ৬ ঘন্টা (ঘ) ৪ ঘন্টা
উত্তর :- (ক) ৭ ঘন্টা। 

২. শূন্যস্থান পূরণ করো : 
      দুটো পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু. = ______ ।
উত্তর :- সংখ্যাদুটির গুণফল। 

৩. নীচের প্রশ্নগুলি উত্তর দাও : 
(ক) উপর নীচে বসিয়ে যোগ করো : 
          ৫৬৮৫২ + ২০২০৮ + ৪০৬ + ৫০

উত্তর :-           ৫৬৮৫২
                       ২০২০৮
                 +        ৪০৬
                             ৫০
              _________________
                      ৭৭৫১৬

(খ) দুটি সংখ্যার গ.সা.গু. ৫ ও ল.সা.গু. ৬০, একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কত ?
উত্তর :- আমরা জানি, দুটি সংখ্যার ক্ষেত্রে
সংখ্যাদুটির গুণফল = সংখ্যাদুটির গ.সা.গু. × ল.সা.গু.
প্রথম সংখ্যা × ১৫ = ৫ × ৬০
প্রথম সংখ্যা =   ৫  × ৬০   ২০
                             ১৫   ৩  
                         = ২০
  .
.   . অন্য সংখ্যাটি হল ২০

৪. ৭৫ লিটার কেরোসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু-প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে ? প্রতি টিনে কত লিটার তেল ধরবে ?
উত্তর :-         
                     ৫ |৭৫, ২৫          
                          ৫ |১৫,৫           
                                 ৩, ১
   .
.     . নির্ণেয় গ.সা.গু. = ৫ × ৫ = ২৫
   .
.     . কেরোসিন তেলের জন্য টিন লাগবে ৭৫ ÷ ২৫
২৫ | ৭৫ | ৩
  ×
= ৩ টি ।
পেট্রোলের জন্য টিন লাগবে ২৫ ÷ ২৫ = ১ টি
  .
.   . কমপক্ষে (৩ + ১) = ৪ টি টিনে তা করা যাবে ।
মোট তেলের পরিমাণ ৭৫ + ২৫ = ১০০ লিটার
প্রতিটি টিনে তেল থাকবে ১০০ ÷ ৪ = ২৫ লিটার।


  মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২ 

◾নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.     ০,৮,৩,২,১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল __________।
উত্তর :-    ৮৩২১০

২.   ৩২১৪০ সংখ্যাটিতে ২ - এর স্থানীয় মান হল ____________।
উত্তর :-      ২০০০

৩. দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ এবং অপরটি _____________।
উত্তর :-     ১১

৪. দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. _____________।
উত্তর :- সংখ্যা দুটির ভাজক।

৫.     ৫২১ × ১৪৪ =
উত্তর :-        
৫২১
× ১৪৪  
২০৮৪
২০৮৪× 
 ৫২১×    
৭৫০২৪ 

৬. দেব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান । তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে, তাঁর ১ মাসের আয় কত ? 
উত্তর :- 
৭ মাসের খরচ   ১২২৭০ টাকা
                      × ৭  
                        ৮৫৮৯০ টাকা
৬ মাস‌ের আয় = ৮৫৮৯০ টাকা 
১ মাসের আয় = ৮৫৮৯০ ÷ ৬ 
৬) ৮৫৮৯০ ( ১৪৩১৫
৬                      
২৫                   
২৪                   
১৮               
১৮               
৯      
৬       
৩০  
 ৩০   
  .
.    . মাসিক আয় ১৪৩১৫ টাকা।


▪️File Name  :- মডেল অ্যাক্টিভিটি টাস্ক                                              Class 5
▪️Size  :- 103 kb
▪️Download Link  :-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ