▪️Present Indefinite Tense
▪️Present Indefinite Tense কাকে বলে ?
▪️Present Indefinite Tense চেনার উপায়
▪️Present Indefinite Tense গঠন প্রণালী
▪️Present Indefinite Tense এর Structure
▪️Present Indefinite Tense এর উদাহরণ
▪️Present Indefinite Tense এর ব্যবহার
PRESENT INDEFINITE TENSE
- সাধারণ বর্তমান কাল
◾ সংজ্ঞা :- সাধারণভাবে কোনো কাজ বর্তমানে করা বা হওয়া বোঝালে Present Indefinite Tense হয়।
◾ চেনার উপায় :- বাংলায় ক্রিয়ার শেষে "ই, অ, এ, য়, ও" ইত্যাদি চিহ্ন থাকবে।
▪️যেমন :- আমি করি। কর + ই = করি।
◾ গঠন প্রণালী :-
1. Affirmative Sentence :-
Sub + M.V. + s/es + Obj.
(i) আমি ভাত খায়।
Ans. I eat rice.
(ii) সে ভাত খায়।
Ans. He eats rice.
(iii) রাজু ভাত খায়।
Ans. Raju eats rice.
👉 s/es কোথায় বসে ?
Ans. Subject যদি 3rd Person Singular Number হয়, তবে মূল Verb - এর সাথে S বা es বসবে ।
2. Negative Sentence :-
Sub + do/does + not + M.V. + Obj.
(i) আমি ভাত খাই না।
Ans. I do not eat rice.
(ii) সে ভাত খায় না।
Ans. He does not eat rice.
(iii) রাজু ভাত খায় না।
Ans. Raju does not eat rice.
👉 Do/Does কোথায় বসে ?
Ans. Subject যদি 3rd Person Singular Number হয়, তাহলে Does বসবে এবং অন্যান্য Subject - এর ক্ষেত্রে Do বসবে।
3. Interrogative Sentence :-
Do/Does + Sub + M.V. + Obj ?
(i) আমি কি ভাত খাই ?
Ans. Do I eat rice ?
(ii) সে কি ভাত খায় ?
Ans. Does he eat rice ?
(iii) রাজু কি ভাত খায় ?
Ans. Does Raju eat rice ?
4. Wh Word :-
Wh + do/does + Sub + M.V. + Obj ?
(i) আমি কখন ভাত খাই ?
Ans. When do I eat rice ?
(ii) সে কেন ভাত খায় ?
Ans. Why does he eat rice ?
(iii) রাজু কোথায় ভাত খায় ?
Ans. Where does Raju eat rice ?
🔷 WH WORD 🔷
▪️What - কী
▪️When - কখন
▪️Where - কোথায়
▪️How - কীভাবে / কেমন করে
▪️Who - কে
▪️Why - কেন
▪️Which - কোনটি
**************************************
◾ Present Indefinite Tense - এর ব্যবহার :-
1. অনেক সময় Present Continuous Tense - এর পরিবর্তে Present Indefinite Tense ব্যবহৃত হয়। যথা :- বাতাস বইছে - Wind blows.
2. Near Future (অদূর ভবিষ্যৎ) বোঝালে, অনেক সময় Present Indefinite Tense ব্যবহৃত হয়।
যথা :- (i) তিনি আজ কাজে যোগ দিবেন।
Ans. He joins his office today.
(ii) সে আগামীকাল কলকাতা যাবে।
Ans. He goes to Kolkata tomorrow.
3. Universal truth (চিরসত্য) বোঝালে Present Indefinite Tense ব্যবহার করতে হয়।
যথা :- ▪️সূর্য পূর্ব দিকে উদিত হয়।
Ans. The sun rises in the east.
4. অনেক সময় অতীত ঘটনাকে জীবন্ত করে বর্ণনা করবার জন্য Past Tense - এর পরিবর্তে Present Indefinite Tense ব্যবহার করতে হয়। এটিকে বলা হয় Historic Present.
যথা :- ▪️আকবর গুজরাট জয় করেন।
Ans. Akbar conquers Gujrat.
5. Customs and Habit (রীতিনীতি বা অভ্যাস) বোঝাতে Present Indefinite Tense হয়।
যথা :- (i) তিনি ইংরেজীতে কথা বলেন।
Ans. He speaks in English.
(ii) সে প্রতিদিন চা খায়।
Ans. He takes tea everyday.
6. দুটি ভবিষ্যৎ ঘটনার মধ্যে একটি অপরটির পূর্বে ঘটে থাকলে যে ঘটনাটি বর্ণনা করতে before, after, as soon as, when প্রভৃতি দ্বারা শুরু করতে হয়, এর বর্ণনায় Verb - এর Present Indefinite Tense ব্যবহার করতে হয়।
যথা :- ▪️আমি যখন বাজার যাব তখন একটি বই কিনব।
Ans. I shall buy a book when I go to Market.
7. See, hear, believe, love, fear, want, resemble, live, know, understand, like, contain, consist, wish, belong, taste, smell, remember, dislike, think, hate, weigh, cost, desire প্রভৃতি Verb - এর Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয়।
যথা :- ▪️I am wanting a book. [❌]
▪️I want a book. [☑️]
পরবর্তী পোষ্ট...