▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি প্রশ্নোত্তর
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 with Answers
▪️Model Activity Task
▪️Model Activity Task Class 3 with Answers
MODEL ACTIVITY TASKS
CLASS 3
ENGLISH
▪️Read the passage and answer the questions that follow :
Animals live all around us. Some animals live in forests. They are called wild animals. Some animals live with us. We call them domestic animals. Some animals live in our houses. We call them pets. They help us in many ways.
Dogs guard our houses. Cats catch mice. Cows give us milk. Hens and ducks give us eggs. Sheep give us wool. Bullocks pull carts and plough the field. Camels and donkeys carry heavy burden.
Activity 1
◾Tick the correct answers :
(a) Domestic animals live - (i) in the jungle (ii) with us (iii) with wild animals (iv) in the sea.
Ans. (ii) with us.
(b) Bullocks pull - (i) chains (ii) cars (iii) cranes (iv) carts.
Ans. (iv) carts.
(c) A cat catches a - (i) dog (ii) cow (iii) mouse (iii) camel.
Ans. (iii) mouse.
Activity 2
◾Rewrite the sentences using words ending with -ed. One is done for you :
(a) The little girl looks at the stars.
Ans. The little girl looked at the stars.
(b) Raju plays football.
Ans. Raju played football.
(c) My brother lives in Chennai.
Ans. My brother lived in Chennai.
(d) Ranu helps her sister with her homework.
Ans. Ranu helped her sister with her homework.
Activity 3
◾Write four sentences on the animal you like. Use the following points :
Name of the animal - how it looks - what it eats - why you like it
Ans. The animal is a cow. It has four legs and a long tail. It eats grass and homemade food. I like the cow because it give us milk.
বাংলা
◾নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. খুব ভালো বৃষ্টি হওয়ায় 'সত্যি সোনা' গল্পে কী ঘটল ?
উত্তর :- খুব ভালো বৃষ্টি হওয়ায় অল্পদিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হল সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে।
২. 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় 'সকল ধরা' কীভাবে হেসে ওঠে ?
উত্তর :- 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় 'সকল ধরা' পূর্ণিমার চন্দ্রে অঘ্রানের সোনার রোদে হেসে ওঠে।
৩. 'নিজের হাতে নিজের কাজ' গল্পে ডাক্তারবাবু কীভাবে 'উচিত শিক্ষা' পেলেন ?
উত্তর :- 'নিজের হাতে নিজের কাজ' গল্পে ডাক্তারবাবুর ব্যাগটি কুলি মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। এর বিনিময়ে ডাক্তারবাবু কুলিকে পারিশ্রমিক দিতে গেলে কুলি বলল, 'আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা।' ঈশ্বরচন্দ্র নাম শুনে ডাক্তারবাবু লজ্জিত হলেন ও উচিত শিক্ষা পেলেন।
৪. 'দেয়ালের ছবি' গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিল ?
উত্তর :- 'দেয়ালের ছবি' গল্পে বাঘ শিকারীকে সবশেষে বলেছিল, 'ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হত।'
৫. 'সারাদিন' কবিতায় শিশুটির দিন কীভাবে কাটে ?
উত্তর :- 'সারাদিন' কবিতায় শিশুটা নানান ছবি এঁকে দিন কাটায়। খাতার পাতায় মন রেখে হাতি, ঘোড়া, গাছ, পাখি আঁকে।
গণিত
◾নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.
৭ ৪
(+) ২ ৩
🔲 ৭
উত্তর :-
৭ ৪
(+) ২ ৩
৯ ৭
২.
৭ + ৭ + ৭ = 🔲 × ৭
উত্তর :-
৭ + ৭ + ৭ = [৩] × ৭
৩. ২৪৭ -এর আগের এবং পরের সংখ্যা দুটি লিখে > বা < চিহ্ন দাও।
উত্তর :- ২৪৬ < ২৪৭ < ২৪৮
৪. মিহির ক্ষেত থেকে ৩৮৭ টি বেগুন তুলেছে। এই বেগুনগুলির মধ্যে ১০৫ টি বেগুন খারাপ। ভালো বেগুনের সংখ্যা হিসাব করে লেখো।
উত্তর :-
বেগুন তুলেছে ৩৮৭ টি
- খারাপ বেগুন ১০৫ টি
= ২৮২ টি
.
. . ভালো বেগুনের সংখ্যা ২৮২ টি।
আমাদের পরিবেশ
◾নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. নিমপাতা খেলে কী উপকার পাওয়া যায় ?
উত্তর :- নিমপাতা খোস-পাঁচড়া হতে দেয়না। নিমপাতার রস বুকের ব্যথা কমায়। নিমপাতা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।
২. "কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল" - এমন দুটো উদাহরণ দাও।
উত্তর :- "কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল" - এমন দুটো উদাহরণ হল পেঁপে ও কাঁঠাল।
৩. প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে কী দেখে নেওয়া দরকার ও কেন ?
উত্তর :- প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে প্যাকেটে লেখা তারিখটি দেখে নেওয়া দরকার। কারণ, প্যাকেট করা খাবার মাত্র দু-তিন মাস ভালো থাকে।
৪. শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখো।
উত্তর :- মানুষের মত শিম্পাঞ্জিরও দুটি হাত ও দুটি পা আছে। মানুষের মত শিম্পাঞ্জিরও দুই পা দিয়ে হাঁটতে পারে। মানুষের মত তারাও বাচ্চাদের দুুধ দেয়।
৫. দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম লেখো।
উত্তর :- দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম হল দই, রসগোল্লা এবং ছানা।
*********************************
▪️File Name :- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3
▪️Size :- 84 kb
▪️Download Link :-