▪️Present Continuous Tense
▪️Present Continuous Tense কাকে বলে ?
▪️Present Continuous Tense চেনার উপায়
▪️Present Continuous Tense গঠন প্রণালী
▪️Present Continuous Tense Structure
▪️Present Continuous Tense এর ব্যবহার
▪️Present Continuous Tense Examples
▪️Present Continuous Tense এর উদাহরণ
PRESENT CONTINUOUS TENSE
ঘটমান বর্তমান কাল
◾ সংজ্ঞা :- কোনো কাজ বর্তমানে চলছে, এখনও শেষ হয়নি, এরূপ বোঝাতে Present Continuous Tense হয়।
◾ চেনার উপায় :- বাংলায় ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন ইত্যাদি চিহ্ন থাকে।
▪️যথা :- আমি করতেছি ----> কর + তেছি।
◾ গঠন প্রণালী :-
1. Affirmative Sentence :-
Sub + am/is/are + M.V. + ing + Obj.
(i) আমরা মাছ ধরছি।
Ans. We are catching fish.
(ii) দীপিকা রান্না করছে।
Ans. Dipika is cooking.
2. Negative Sentence :-
Sub + am/is/are + not + M.V. + ing +Obj.
(i) আমরা মাছ ধরছিনা।
Ans. We are not catching fish.
(ii) দীপিকা রান্না করছে না।
Ans. Dipika is not cooking.
3. Interrogative Sentence :-
Am/is/are + Sub + M.V. + ing + Obj ?
(i) আমরা কি মাছ ধরছি ?
Ans. Are we catching fish ?
(ii) দীপিকা কি রান্না করছে ?
Ans. Is Dipika cooking ?
4. Wh Word :-
Wh + am/is/are + Sub + M.V. + ing + Obj ?
(i) আমরা কী ধরছি ?
Ans. What are we catching ?
(ii) দীপিকা কীভাবে রান্না করছে ?
Ans. How is Dipika cooking ?
◾ Present Continuous Tense - এর ব্যবহার :-
1. কখনও কখনও ভবিষ্যৎ কালের অর্থ বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।
▪️যথা :- তুমি কি আজ কলকাতা যাবে না ?
Ans. Are you not going to Kolkata today ?
2. See, hear, believe, love, fear, want, resemble, live, know, understand, like, contain, consist, wish, belong, taste, smell, remember, dislike, think, hate, weigh, cost, desire প্রভৃতি Verb - এর Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয়।
▪️যথা :- I am wanting a book. ❌
I want a book. ☑️
পরবর্তী পোষ্ট...