Type Here to Get Search Results !

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6/ Model Activity Task Class 6


▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class vi
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 বাংলা
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 English
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 গণিত
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ইতিহাস
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ভূগোল
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 বিজ্ঞান
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 প্রশ্নোত্তর 
▪️Model Activity Task
▪️Model Activity Task Class 6
▪️Model Activity Task Class 6 with Answers


       MODEL ACTIVITY TASKS   - 1  
    বাংলা     

◾নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. 'বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?'
-কে, কাকে একথা বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ?
উত্তর :- মাস্টারমশাই বিভীষণ দাশ, শংকরকে একথা বলেছেন।
         তাঁর একথা বলার কারণ হল, মাস্টারমশায়ের প্রশ্নের উত্তর দিতে না পেরে শংকর তৎক্ষণাৎ কিছু মনগড়া কথা বলছিল। তাই পঞ্চানন অপেরার নাম করেছিলেন বিভীষণ মাস্টার।

২. 'তাই তারা স্বভাবতই নীরব।' - বক্তা কে ? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন ?
উত্তর :- বক্তা ক্যাস্টাং  সাহেব।
            জঙ্গলের পশুদের সম্পর্কে বলা হয়েছে।
        জঙ্গলের পশুরা জানে তারা শব্দ করলে তাদের শিকার করা কঠিন হবে। তাছাড়া তাদের সাড়া পেলে বলবান অন্য কেউ তাদের আক্রমণ করতে পারে - এই ভয়ে তারা চুপচাপ থাকে। প্রধানত এই দুটি কারণে তারা নীরব থাকে।

৩. 'বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।' - কোন্ রচনার অংশ ? কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন ? তাঁর এমন মন্তব্যের কারণ কী ?
উত্তর :- এটি 'কুমোরে পোকার বাসাবাড়ি' রচনার অংশ।
       নবনির্মিত কুঠুরির মধ্যে  কুমোরে - পোকা তার শিকার করা মাকড়সা নিয়ে এসে চিত করে রেখে তার উদরদেশের এক পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। তারপর সারাদিন আবার অনেক খুঁজে দশ-পনেরোটা মাকড়সা সংগ্রহ করে সেই কুঠুরির মধ্যে ভরে দেয়। তারপর দু-তিন ডেলা মাটি এনে কুঠুরির মুখ সম্পূর্নরূপে বন্ধ করে দেয়। তারপর দু-একদিনের মধ্যেই পূর্বোক্ত কুঠুরির গায়ে আর একটা কুঠুরি তৈরি করে। সেই কুঠুরিতেও মাকড়সা সম্পূর্ন ভরে দিয়ে তাতে ডিম পেড়ে মুখ বন্ধ করার পর তৃতীয় কুঠুরি নির্মাণ শুরু করে দেয়। এভাবে একটি বাসার মধ্যে সে চার-পাঁচটি কুঠুরি তৈরি করে ফেলে। কুমোরে পোকার ডিম পাড়া সম্পূর্ন হয়ে গেলে সে তার ইচ্ছেমত যেখানে খুশি চলে যায়। বাসার আর কোনো খোঁজখবর করে না। এই ঘটনায় বোঝা যায় যে কুমোরে পোকা প্রথমত তার ডিম ফুটে বেরোনো বাচ্চাদের জন্য আগেভাগেই খাবার সংগ্রহ করে রেখে দেয়। তারপর কুঠুরির মুখ এমনভাবে বন্ধ করে দেয় যে তাতে তার ডিমগুলির বা ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলির আর কোনো বিপদের সম্ভাবনা থাকে না কিংবা তাদের প্রয়োজনীয় খাদ্যেরও অভাব ঘটে না।

৪. 'আঁচল পেতে বিশ্বভুবন
     ঘুমোচ্ছে এইখানে।' - কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।
উত্তর :- গ্রামের দুপুর। গরমকাল। সূর্যের উত্তাপ। মাঠঘাট জনশূন্য। দূরে গোরুবাছুর  চরছে। অশ্বত্থ গাছের  নীচে রাখাল শুয়ে শুয়ে দেখছেে কীভাবেে মেঘগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে। কবির মনে হচ্ছে অন্য কোথাও কোলাহল থাকলেও গ্রামের এই গ্রীষ্মের দুপুুরে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে। অর্থাৎ, মানুষজন বা প্রাণীকুল ঘুমিয়েে পড়লে যে নিস্তব্ধতা বোঝা যায় তা এই মুহূর্তে কবি অনুভব করছেন। তাই তিনি বলেছেন বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে।

৫. বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কেন ?
উত্তর :- বরফের দেশের পাইন গাছ দিনরাত বরফের আস্তরণে ঢাকা হয়ে থাকে। বরফ অত্যন্ত শীতল। ভয়ংকর শীত আর তার সহ্য হয় না। জন্মাবধি সে তো বরফেরই রুপালি কাপড় পরে আছে। পাইন গাছ ভাবে, দূরের ওই যে পামগাছ মরুভূমিতে বাস করে - সে প্রতিদিন প্রভাতের সূর্য ওঠা দেখে। সূর্যের আলোয় সে নিজেকে তপ্ত করে। তাই পাইন গাছ স্বপ্ন দেখে সে এবার মরুতটে গিয়ে প্রভাতের সূর্যে নিজেকে তপ্ত করবে।

৬. ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বোঝায় ?
উত্তর :- 'ব্যুৎপত্তি' কথার অর্থ হল শব্দের জন্ম বা উৎপত্তি। কোনো সাধিত শব্দের প্রকৃতি প্রত্যয়গত বা উৎপত্তিগত অর্থকে বা আদি অর্থকে 'ব্যুৎপত্তিগত অর্থ' বলে।
        সন্দেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল সংবাদ, বর্তমান অর্থ মিষ্টান্ন - বিশেষ।

৭. সিদ্ধ / মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।
উত্তর :- যেসব শব্দগুলোকে বিশ্লেষণ করলে নতুন কোনো শব্দ পাওয়া যায়না, তাকে বলা হয় সিদ্ধ / মৌলিক শব্দ।
     সিদ্ধ / মৌলিক শব্দের দুটি উদাহরণ হল তিন, নাক ইত্যাদি।


     মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২   

১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'ও তো পথিক জনের ছাতা' - পথিক জনের ছাতাটি কী ?
উত্তর :- পথিক জনের ছাতাটি হল অশ্বত্থ গাছ।

১.২ 'কী দেখছিলে বাইরে'? - এই প্রশ্নের উত্তরে শংকর কী বলেছিল ?
উত্তর :- এই প্রশ্নের উত্তরে শংকর বলেছিল "শঙ্খচিল মাস্টারমশাই - আকাশে -" ।

১.৩ 'স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। ' - কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে ?
উত্তর :- পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে।

১.৪ 'মন - ভালো - করা' কবিতায় কবি রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন ?
উত্তর :- মাছরাঙাটির গায়ের সঙ্গে তুলনাা করেছেন।

১.৫ 'একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান'। - কে একথা বলেছেন ?
উত্তর :- রিউবেন ক্যাস্টাং একথাা বলেছেন।

১.৬ 'ঘাসফড়িং' কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং - এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল ?
উত্তর :- একদিন ঝিরঝিরে বৃষ্টির পর তিনি যখন সবুজ ভিজে ঘাসে  পা রাখলেন তখনই ঘাসফড়িং তাঁকে দেখাা দিল  এবং আত্মীয়তা শুরু হল।

১.৭ কুমোরে পোকা কীভাবে মাকড়সা শিকার করে ?
উত্তর :- কুমোরে পোকা মাকড়সা দেখলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে নাা। শরীরেে হুল ফুটিয়েে একরকম বিষ ঢেলে দেয়। এভাবেই কুমোরে পোকা মাকড়সা শিকার করে।

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয় - অতঃ + এব = অতএব / ছন্দঃ + বদ্ধ = ছন্দবদ্ধ / সরঃ + বতী = সরস্বতী / নি‌ঃ + অবধি = নিরবধি।
উত্তর :- নিঃ + অবধি = নিরবধি।

২.২ যেটি জোড়বাঁধা সাধিত শব্দ নয় - দয়াময় / দশানন / তেলেভাজা / সিংহাসন ।
উত্তর :- দয়াময়।

২.৩ বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদাহরণ দাও।
উত্তর :- আবিঃ + ভাব = আবির্ভাব
              নিঃ + বল = নির্বল।


       ENGLISH      
Model Activity Task - 1

◾Read the passage carefully and answer the questions that follow :
He started losing all hopes and huddled inside the cave to escape from the burden of such defeat. One evening he found a spider trying to make its web on the slippery walls of the cave. Every time it dragged itself up the walls, it fell down. The king was astonished to see how desperate the spider was to meet its target. The next morning when he got up glumly, he found a sturdy web hanging from the rock walls. He learnt his lesson and decided never to give up the hard times. He came back to his army. They were all relieved to see the king back. They all fought back for the seventh time with renewed spirit and captured all enemies.

Activity 1

Complete the following sentences with information from the text :
(i) The spider was desperate because it wanted to _____________________.
Ans. make its web on the slippery walls of the cave.

(ii) The next morning the king found ________________.
Ans. a sturdy web hanging from the rock walls.

(iii) The king learnt a good lesson to see__________________.
Ans. how desperate the spider was to meet its target.

Activity 2

There are some errors in the following sentences. Find them out and rewrite correct sentences :
(i) I saw an pretty bird sitting on an window sill.
Ans. I saw a pretty bird sitting on a window sill  .

(ii) My younger sister wants an yellow balloon from the seller.
Ans. My younger sister wants a yellow balloon from the seller  .

 Model Activity Task - 2
Activity 1

Rewrite the following sentences using the Past tense of the underlined verbs. One is done for you :
▪️The office celebrates its third birth anniversary.
Ans. The office celebrated its third birth anniversary.

(i) The lady extinguishes the candle before she goes to sleep.
Ans. The lady extinguised the candle before she goes to sleep  .

(ii) The truck collides with a bus on the highway.
Ans. The truck collided with a bus on the highway  .

(iii) Students gather in the auditorium for they want to show respect to the new teacher.
Ans. Students gathered in the auditorium for they wanted to show respect to the new teacher  .

Activity 2

Find out the most suitable words for the following expressions from the list and write them in the space provided :

(i) Assembled spectators or listeners at a public event : a _____________________.
Ans.     audience    .

(ii) Something that deceives by false impression : i ___________________.
Ans.    illusion   .

(iii) A man's dinner jacket : t _______________.
Ans.     tuxedo   .

List : illusion, tuxedo, audience


    গণিত   
   মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১  

1. নীচের প্রশ্নগুলির ঠিক উত্তরটি লেখো :

(i) 0.7 এবং 0.07-এর মধ্যে সম্পর্ক হল
(a) 0.7 < 0.07  (b) 0.7×10=0.07  (c) 0.7>0.07 (d) 0.7 = 0.07/10

উত্তর :- (c) 0.7>0.07

(ii) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
(a) তিনটি কোণের পরিমাপ সমান (b) একটি কোণের পরিমাপ 90° থেকে বেশি (c) তিনটি কোণের পরিমাপ অসমান (d) দুটি কোণের প্রত্যেকটি 45°

উত্তর :- (d) দুটি কোণের প্রত্যেকটি 45°

2. স্তম্ভ মেলাও (তিনটি)

স্থানীয় মান

দশমিক সংখ্যা

(i)     5  

       10000

  1. 207023.23

(ii) 60

  1. 5603.0165

(iii) নয় শতাংশ

© 35612

(iv) সাত হাজার

(d) 1112110.2984


উত্তর :- (i) b   (ii) c  (iii) d   (iv) a

3. শীলার এখন বয়স X বছর 4 বছর আগে শীলার বয়স কত ছিল এবং 4 বছর পরে কত হবে ?
উত্তর :-
শীলার বর্তমান বয়স = X বছর
  .
.   . 4 বছর আগে শীলার বয়স = (X - 4) বছর
  .
.   . 4 বছর পরে শীলার বয়স = (X + 4) বছর

4. একটি বালতিতে 1/2 লিটার জল ধরে। এরকম 7 টি বালতিতে কত লিটার জল ধরবে ?
উত্তর :- একটি বালতিতে 1/2 লিটার জল ধরে
এরকম 7 টি বালতিতে 7× 1  লিটার =  7  লিটার
                                         2                  2
                     = 3.5 লিটার জল ধরবে।

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 2

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. 7994424 - এই সংখ্যাটিতে তিনটি 4 - এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করো।
উত্তর :-
হাজার স্থানের 4-এর স্থানীয় মান 4000
  শতক স্থানের 4 - এর স্থানীয় মান 400
      একক স্থানের 4 - এর স্থানীয় মান 4
  .
.   . স্থানীয় মানগুলির সমষ্টি = (4000+400+4)
4000
  400
    +        4        
= 4404   

২. একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্যে সমান।
উত্তর :- নীচের ছবির মতো আঁকতে হবে :

৩.   1 টি বর্গাকার তৈরির জন্য 4 টি দেশলাই - এর কাঠি, 2 টি বর্গাকার তৈরির জন্য 2×4 টি দেশলাই - এর কাঠির প্রয়োজন। এইভাবে n টি বর্গাকার তৈরির জন্য মোট কাঠির সংখ্যা কত হবে ? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখো।

উত্তর :- 1 টি বর্গাকার তৈরির জন্য 4 টি দেশলাই - এর কাঠি প্রয়োজন
2টি বর্গাকার তৈরির জন্য (2×4) টি দেশলাই এর কাঠির প্রয়োজন
n টি বর্গাকার তৈরির জন্য (2×n) = 2n টি দেশলাই - এর কাঠির প্রয়োজন।
এই সংখ্যাটির ধ্রুবক হল 2 এবং চল হল n

৪. একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার 2/5 অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 5/12 অংশ সময় লাগলে, কে কত মিনিট সময় নিয়েছে ? কার কত বেশি সময় লেগেছে ?

উত্তর :- 1 ঘন্টা = 60 মিনিট
একটি ছবি আঁকতে সমীরের সময় লাগে
= 1 ঘন্টার 2/5 অংশ
= (60×2/5) = 24 মিনিট
একটি ছবি আঁকতে মিতার সময় লাগে
= 1 ঘন্টার 5/12 অংশ
= (60×5/12) = 25 মিনিট
মিতার সমীরের থেকে 1 মিনিট বেশি সময় লাগে।


     পরিবেশ ও ইতিহাস     
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

অধ্যায় :-                                                         
১. ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ।
২. ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা।

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও (৫০/৬০ টি শব্দে)।
উত্তর :- আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেক দিক থেকেই নতুন ছিল। পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত  হয়েছিল। নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয়। পাশাপাশি ছোট পাথরের হাতিয়ার ও এসময় ব্যবহার করা হত। এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিি কাজ দেখে। ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে। নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চরাতে গেলে  যা ঐ হাতিয়ার নিয়ে দল বেঁধে যেত।

২. ধাতু, চাকা, আগুন - এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো ? (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)।
উত্তর :- আবিষ্কার বলে মনে হয় তার কারণ হল আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচন্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাত  আগুন। পাশাপাশি বিভিন্ন জন্তুর  আক্রমণ মোকাবলি করার জন্য আগুনের ব্যবহার শুরু. হয়। তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে গিয়েছিল।

৩. মনে করো তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ন শহরে হরপ্পায় গেছো-সেখানে গিয়ে তুমি কী কী দেখবে তার একটি চার্ট বানাও।
উত্তর :- ১. বিশাল বড়ো একটি কূপ। ২. একটি ব্রোঞ্জের  নারী মূর্তি। ৩. নারীদের ব্যবহৃত গয়না। ৪. মাটির গভীরে। ৫. বাটখারা ইত্যাদি বস্তু।

৪. নীচের কোন কোন কারণগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠার জন্য প্রযোজ্য ছিল ? (টিক চিহ্ন দাও) - ক) সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত। (খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিলো। (গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হত। (ঘ) সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লোহা পাওয়া যেত।
উত্তর :- সিন্ধু নদীর তীরে হরপ্পা  সভ্যতার শহরগুলি গড়ে উঠার জন্য প্রযোজ্য ছিল,   (খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল। (গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হত।

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখো -
ক) হোমো ইরেকটাস :
খ) ভীমবেটকা :
গ) সিটাডেল :
উত্তর :-
ক) হোমো ইরেকটাস : হোমো ইরেকটাস প্রজাতির মানুষ সোজাা হয়ে দাঁড়াতে পারত। হোমো ইরেকটাস প্রজাতির মানুষরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।
খ) ভীমবেটকা : ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। ১৯৫৭ সালে ভীমবেটকাই বেশ কিছু গুহার খোঁজ পাওয়া গেছেে। এই গুহাগুলোতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকত।
গ) সিটাডেল : হরপ্পার  নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরের একটি উঁচু এলাকায় থাকত প্রত্নতাত্ত্বিকেরা তাদের সিটাডেল বলত।

২. আদিম মানুষ যাযাবর ছিল - নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ।
উত্তর :- আদিম মানুষ প্রথমদিকে কৃষিকাজ জানতো না। তাই আদিম মানুষ খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আদিম মানুষ তারাা যে পশু পালন করত তাদের খাবার সংগ্রহের জন্য যাযাবর জীবন করতে হত।

৩. উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো -


মেহেরগড়

হরপ্পা সভ্যতা

অবস্থান



সময়কাল



বৈশিষ্ট্য

১.

২.

৩.

১.

২.

৩.


উত্তর :-


মেহেরগড়

হরপ্পা সভ্যতা

অবস্থান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে

উত্তরে জম্মুর মন্ডা থেকে দক্ষিণে গুজরাট ও কছো অঞ্চলে পশ্চিমে পাকিস্তানের বালুচিস্তান ও পূর্ব দিকে আলমজির পর্যন্ত বিস্তৃত ছিল

সময়কাল

খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ৩৮০০ অব্দ পর্যন্ত

খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ১৫০০ অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল

বৈশিষ্ট্য

১. মেহেড়গড় সভ্যতার মানুষ ধাতুর ব্যবহার জানতো না। 


২. মেহেরগড় সভ্যতার মানুষ কৃষি কাজ করতে জানতো। 


৩. মেহেরগড় সভ্যতার মানুষরা কুমোরের চাকাই মাটির পাত্র বানানো কৌশল জানতো। 

১. হরপ্পা কে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। 


২. হরপ্পা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। 


৩. সমস্ত নগর সমান ছিল না। 



    পরিবেশ ও ভূগোল   
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘোরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর :- ইউরেনাস গ্রহ উত্তর থেকে দক্ষিণেে ঘোরে।
বৈশিষ্ট্য : ইউরেনাস গ্রহের দুটি বৈশিষ্ট্য হল, (১) মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ হয়। (২) এটি শীতলতম গ্রহ। গ্রহের উষ্ণতাা ২১৬ ডিগ্রি সেন্টিগ্রেড।

২. আন্তর্জাতিক তারিখরেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন ?
উত্তর :- আন্তর্জাতিক তারিখ রেখাা এমন একটি রেখা যার পূর্ব দিকেে গেলেে একদিন যোগ করতে হয় এবং পূর্ব দিক থেকে পশ্চিমে এলে একদিন বিয়োগ হয়। আন্তর্জাতিক তারিখ রেখাা যেখানেে কল্পনা করা হয়েছে সেখানে অনেক স্থল ভাগ পড়ায় বাঁকিয়ে জলের উপর দিয়ে নিয়ে  যাওয়া হয়েছে। যদি রেখাটি স্থলভাগের উপর দিয়ে যেত বা একই দেশের উপর দিয়ে যেত তাহলে একই দেশে দুটি তারিখ হত এবং এর ফলে বিশাল সমস্যা দেখা দিত। তাই আন্তর্জাতিক তারিখ রেখাকেে বাঁকিয়ে দেওয়া হয়েছে।

৩. কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর :- কয়ালের দুটি বৈশিষ্ট্য হল :- (১) মালাবার উপকূলের উপহল হল কয়াল। (২) কয়ালের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত।   (৩) কয়ালের জল লবণাক্ত হয়।

৪. থর মরুভূমি জনবিরল কেন ?
উত্তর :- থর মরুভূমি জনবিরল হওয়ার কারণ,
১. চরমভাবাপন্ন জলবায়ু,                                 
২. বৃষ্টিপাতের পরিমাণ ২০° সেলসিয়াসের কম,
৩. শুষ্ক এবং লবণাক্ত মৃত্তিকা,                          
৪. অনুর্বর মাটি,                                               
৫. কৃষিকাজ তেমন হয়না,                                
৬. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,                          
৭. জীবিকাও জীবনধারণের অসুবিধা।            

  মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২ 

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও।
উত্তর :- চন্দ্র অভিযানকারীরা তাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বেশ কিছু তথ্য  দিয়েছেন। চাঁদ পৃথিবীর তুলনায় হালকা এবং চাঁদের আকর্ষণ শক্তি  পৃথিবীর তুলনায় কম হওয়ায় পৃথিবীর তুলনায় চাঁদে সমস্ত্ জিনিস ছয় ভাগ হালকা হয়ে থাকে। বায়ু শূণ্য স্থানে শব্দ্ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেনা বলেে চাঁদে একে অপরের সাথে ইশারায় কথা বলতে হয়। এই পরিবেশে কোন উদ্ভিদ জন্মাতে পারেনা। সূর্যের আলো পৌঁছাতেে পারেনা বলেে এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাথর বিশালাকার গর্ত গুলোকে পৃথিবী থেকে কালো দাগের মত দেখায়, যাকে চাঁদের কলঙ্ক বলা হয়। বাতাস না থাকায় সূর্যের আলোয় বিচ্ছুরণ না ঘটায় এখানে কোন রং দেখতে পাওয়া যায়না। চাঁদে দু সপ্তাহে একদিন হয়, ফলে সূর্যের তাপে পাথর প্রায় ১১৭ ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে ওঠে। আবার রাতও চলে দু সপ্তাহ ধরে। তাই তাপমাত্রা তখন ১৫০° সেলসিয়াস হিমাঙ্কের নীচেে নেমেে যায়।

২. "পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো" - যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও।
উত্তর :- পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত  গতিতে ঘোরে বলে ওপর নীচ কিছুটা চাপা এবং মাঝবরাবর ৪২ কিমি স্ফীত। কমলালেবু বা ন্যাসপাতির সাথেে  পৃথিবীর আকৃতির মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিয়ড। পৃথিবীর গায়ের পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর থাকা সত্ত্বেও মহাকাশ থেকে পৃথিবীকে মসৃণ গোলকের মতো দেখায়।

৩. একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করো।
উত্তর :-



৪. তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর :- ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল  ও দক্ষিণে উপদ্বীপিয় মালভূমি অঞ্চলের মাঝখানে পাঞ্জোর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসম রাজ্য নিয়ে উত্তরের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। সিন্ধুু, গঙ্গা, ব্রহ্মপুত্র এখানকার প্রধান নদনদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকড়, পলি বয়ে এনে সমভূমি তৈরি করছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর হওয়ায় চাষ বাস খুব ভালো হয়। সমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থাও   ভালো হয়। তাই এখানে ঘন জনবসতি গড়ে উঠেছে।


     পরিবেশ ও বিজ্ঞান     
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয় ? অক্সিজেনের অণুর সংকেত লেখো।
উত্তর :- মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমানু বলে।
        ▪️অক্সিজেন অণুর সংকেত 0 ২

২. পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন ?
উত্তর :- পাউরুটি তৈরি করতে আটা বা ময়দাা ও ইস্ট  ব্যবহার করা হয়। এদের যখন জল দিয়ে মাখানো হয় তখন ইস্ট ময়দা বা আটাতে উপস্থিত শর্করাকে ভেঙ্গে  কার্বন-ডাই-অক্সাইড ও অ্যালকোহল তৈরি করে। এর ফলে ময়দা বা আটার মিশ্রণটি ফুলে ফেঁপে ওঠে। গরম করার সময় এই কার্বন - ডাই-অক্সাইড পাউরুটি থেকে বেরিয়ে যায় এবং ফলে পাউরুটির গায়ে অসংখ্য ফুটোর সৃষ্টিি হয়।

৩. অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামোনিয়ার সংকেত লেখো ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো।
উত্তর :- অ্যামোনিয়ার সংকেত হল NH3
      ▪️নাইট্রোজেনের যোজ্যতা = 3

৪. লাল পিঁপড়ে ও কাঠবিড়ালি কীভাবে উদ্ভিদদের ওপর নির্ভরশীল তা উল্লেখ করো।
উত্তর :- লাল পিঁপড়ে গাছের বড়, গোলাকার পাতাগুলিকে মুড়ে নিজেদের বাসা তৈরি করে।
▪️কাঠবিড়ালিও গাছের কোটরে বাসা তৈরি করে সেখানে আশ্রয় গ্রহণ করে এবং গাছের ফল খেয়ে থাকে। এভাবেই লাল পিঁপড়ে এবং কাঠবিড়াল উদ্ভিদের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে।

৫. জলে গুলে যাবার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না। কী কী পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে, হারিয়ে যায়নি ?
উত্তর :- নিম্নলিখিত পরীক্ষার মাধ্যমে বোঝা যেতে পারে  যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে, হারিয়েে যায়নি।
     (১) চিনির দ্রবণকে গরম করে দ্রবণের সমস্ত জলকে বাষ্পীভূত করলে দেখা যাবে চিনির কেলাসগুলি পাত্রের নিচে পড়ে রয়েছে। এই পদ্ধতি কে ঊর্ধ্বপাতন বলা হয়ে থাকে।
       (২) এছাড়া চিনির দ্রবণটির স্বাদ গ্রহণ করলে দেখা যাবে যে দ্রবণটির স্বাদ মিষ্টি। এর থেকে বোঝা যায় যে চিনির কণাগুলি দ্রবণের মধ্যেই উপস্থিত রয়েছে। যার ফলেই দ্রবণটির স্বাদ মিষ্টি হয়েছে।

৬. ধানজমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো।
উত্তর :- অ্যাজোলা এক ধরনের ভাসমান ফার্ন জাতীয় উদ্ভিদ। ধান জমিতে অ্যালো  চাষের কারণ হল,
      (ক) অ্যাজোলার পাতায় থাকা ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে থাকার ফলে ধান গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ হয় এবং ধান গাছের ফলন বৃদ্ধি পায়।
      (খ) অ্যাজোলা ধান বীজের অঙ্কুরোদগম ঘটাতে সাহায্য করে।


মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো।
উত্তর :-

ভৌত পরিবর্তন

রাসায়নিক পরিবর্তন

(১) ভৌত পরিবর্তনে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। 

(১) রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটে। 

(২) ভৌত পরিবর্তন অস্থায়ী। 

(২) রাসায়নিক পরিবর্তন স্থায়ী। 

(৩) ভৌত পরিবর্তনে নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হয়না। 

(৩) রাসায়নিক পরিবর্তনে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। 


২. রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে / অনুভব করে তা বোঝা যেতে পারে ?
উত্তর :- রাসায়নিক পরিবর্তন ঘটেছে কিনা তাা বোঝা যেতে পারে -
  (ক) কোনো বিশেষ গন্ধ উৎপন্ন হয়েছে কিনা দেখে।
   (খ) পদার্থের রঙ বা বর্ণের পরিবর্তন হয়েছে কিনা তা দেখে।
   (গ) পরিবর্তন - এর সময় তাপ উৎপন্ন বা শোষিত হয়েছে কিনা তা দেখে।

৩. মৌটুসী কীভাবে পরাগমিলনে সাহায্য করে ?
উত্তর :- মৌটুসী যখন ফুলের মকরন্দ বা মধু পান করে তখন মৌটুসীর চঞ্চু বা ঠোঁটে ফুলের পরাগরেণু লেগে যায়। পরবর্তীতে সেই  মৌটুসী যখন অন্য কোনো ফুলের মধু পান করে তখন তার চঞ্চুতে লেগে থাকা পরাগরেণু সেই ফুলে লেগে যায় এবং এইভাবে মৌটুসীর দ্বারা ফুলের পরাগমিলন ঘটে থাকে।

৪. বাড়িতে দই তৈরি করার জন্য কী কী করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো।
উত্তর :- প্রথমে বিশুদ্ধ দুধ ও দইয়ের সাজা সংগ্রহ করতে হবে।
⬇️
এবার একটি মাটির পাত্রে ওই সাজা কে রাখতে হবে। 
⬇️
এবার সেই সাজার মধ্যে অল্প গরম দুধ মিশিয়ে দিতে হবে।
⬇️
এভাবে দই জমে গেলে পাত্রটিকে ঠান্ডা স্থানে রেখে দিতে হবে।

*****************************************

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ