▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Answers
▪️মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 pdf
▪️Model Activity Task Class 4
▪️Model Activity Task Class 4 with Answers
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
◾নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. 'গর্তের ভিতর কে ও ?' - এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল ?
উত্তর :- এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল,
" লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি।
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস।"
২. কীভাবে ইয়াসুয়াকি-চান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তোত্তো-চানের পরিচয় ঘটিয়েছিল ?
উত্তর :- ইয়াসুয়াকি-চান তোত্তো-চানকে বলেছিল, "আমার দিদি আমেরিকায় থাকে, ওদের টেলিভিশন বলে একটা জিনিস আছে। টেলিভিশন নাকি একটা বাক্সের মত।" এভাবেই পরিচয় ঘটিয়েছিল।
৩. 'পটগুলটিশ ওয়ার' কী ?
উত্তর :- ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে নরম কাদার গোলা-গুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হল। সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল 'পটগুলটিশ ওয়ার' ।
৪. 'মালগাড়ি' কবিতার কথক কেন 'মালগাড়ি' হতে চায় ?
উত্তর :- কারণ, প্যাসেঞ্জার মেল ট্রেন শুধুু কাজের ধান্দা নিয়ে থাকে। স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়। আর মালগাড়ির কোনো টাইমটেবিল দেখার প্রয়োজন নেই, থামতেও কোথাও নেই মানা। তাই কথক মালগাড়ি হতে চায়।
৫. লুশাই পাহাড়ের বড়ো ভয়ংকর জায়গাটির পরিচয় দাও।
উত্তর :- লুশাই পাহাড়ের বড়ো ভয়ংকর জায়গাটি সাড়ে-ছশো সাতশো বর্গমাইল জায়গা। তার মধ্যে একটাও গ্রাম নেই, পথ নেই। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। বেলা নটা-দশটার আগে আর সূর্য দেখা যায়না। এক-এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার জো নেই।
৬. মূর্ধণ্যধ্বনি বলতে কী বোঝ ?
উত্তর :- যেসব ধ্বনির উচ্চারণকালে জিহ্বার ডগাটি উল্টিয়ে মূর্ধাটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয় সেগুলোকে মূর্ধণ্যধ্বনি বলা হয়।
আমাদের পরিবেশ
◾নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে। কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয় ?
উত্তর :- বিশ্ব উষ্ণায়ণ (Global Warming) - এর ফলে পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাচ্ছে।
২. বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি কী কী ?
উত্তর :- বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি হল, - (১) বাতাসের প্রধান অবাঞ্ছিত উপাদান হল, বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন আকারের ধূলিকণা। এই ধূলিকণা একাধারে প্রয়োজনীয় আবার অপ্রয়োজনীয় বটে। প্রধানত বেশি পরিমাণে ধূলিকণা সবসময়েই অবাঞ্ছিত। (২) বিভিন্ন দূষক গ্যাসও বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলির মধ্যে অন্যতম। (৩) নিউক্লিয়ার চুল্লির ক্ষতিকারক গ্যাসীয় তেজস্ক্রিয় পদার্থ এবং সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মিও বাতাসের অবাঞ্ছিত উপাদান।
৩. বালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে আলাদা করবে ?
উত্তর :- তাপ দিলে বালি আর জল আলাদা হয়ে যাবে। কারণ, বালি হচ্ছে সিলিকন ডাই-অক্সাইড যার স্ফূটনাঙ্ক ২২৩০ ডিগ্রী সেলসিয়াস হয়ে থাকে। আর জলের স্ফূটনাঙ্ক ১০০ ডিগ্রী সেলসিয়াস হয়ে থাকে। তাই তাপ দিলে সহজেই জল বাষ্প হয়ে উড়ে যাবে আর পড়ে থাকবে শুধু বালি।
৪. দাঁত ভালো রাখতে হলে আমাদের কী কী করা উচিত ?
উত্তর :- দিনে ২ বার করে দাঁত মাজা উচিৎ। অবশ্যই সকালে এবং রাতে শুতে যাওয়ার আগেে। খাওয়ার পর সবসময় ভালো করে মুখ ধোওয়া উচিৎ। দাঁতের ক্ষয় রোধ করতে টুথপেস্ট ব্যবহার করা উচিৎ।
৫. তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর :- আমার প্রিয় ঋতুর নাম বসন্ত ঋতু।
বৈশিষ্ট্য : (১) ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল। এইসময় অজস্র ফুল, পাখি, পত্রপল্লব, সুর ও ছন্দ একসাথে হাজির হয়। (২) এসময় শীতে ঝরে যাওয়া গাছপালা নতুন কিশলয়ে ভরে যায়। আনন্দে গলা ছেড়ে ডাকে কোকিল কু-কু করে।
গণিত
১. নীচের প্রশ্নের উত্তরটি খোপে লেখো :
২৮ - এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে
(a) ১ কম (b) ১ বেশি (c) ২ কম (d) ২ বেশি
উত্তর :- [ (c) ২ কম] ☑️
২. ৮৪২০ সংখ্যাটিতে চার - এর স্থানীয় মান ________। (শূন্যস্থান পূরণ কর)
উত্তর :- ৪০০ ।
৩. তিন হাজার চার শতক তিন দশক চার একক সংখ্যাটিকে অঙ্কে লেখো।
উত্তর :- ৩৪৩৪ ।
৪. স্তম্ভ মেলাও (তিনটি)
উত্তর :-
৫. একটি যেকোনো তিন অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যেকোনো দুই অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য, গুণক এবং গুণফল লেখো।
উত্তর :-
.
. . গুণ্য = ৪২৫, গুণক = ২০, গুণফল = ৮৫০০
ENGLISH
ACTIVITY 1
◾Complete the following sentences with suitable pronouns. Two are done for you :
⚫ Mita goes to market with her mother.
⚫ The teacher called Amit and Tina. She wanted them to perform on stage.
(i) Barun and ________brother go to play football in the nearby park every afternoon.
Ans. his .
(ii) My friend invited _______ to her birthday party.
Ans. me .
(iii) Mother called Ria and Priya. She wanted _________ to have their lunch.
Ans. them .
ACTIVITY 2
◾Write antonyms of the following words choosing from the List given below :
(i) difficult : _____________ Ans. easy .
(ii) outdoor : ___________ Ans. indoor .
(iii) finish : ____________ Ans. start .
List : easy, start, indoor
ACTIVITY 3
◾Read the following jumbled letters. Rearrange those letters to make meaningful words by following the instructions given in brackets. Make sentences with the words that you have formed :
i) ovictry = ________________(related to a match or game)
ii) fdeaet = ________________ (opposite to win)
Sentence i) : ___________________________.
Sentence ii) : ___________________________.
Ans. (i) ovictry = victory .
(ii) fdeaet = defeat .
Sentence i) : Motiganj team was close to victory .
Sentence ii) : My opponents didn't expect such a jerk from an almost defeated player .
▪️File Name :- Model Activity Task Class 4
▪️Size :- 103 kb
▪️Download Link :-