▪️সপ্তম শ্রেণি
▪️সপ্তম শ্রেণির ইতিহাস
▪️সপ্তম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়
▪️সপ্তম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর
▪️সপ্তম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর PDF
▪️Class seven History Lesson 4
প্রশ্ন :- সুলতান কে ?
উত্তর :- মোহম্মদ ঘুরির মৃত্যুর পর দিল্লিকে কেন্দ্র করে কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন। 'সুলতান' একটা উপাধি। তুর্কি শাসকরা অনেকেই এই উপাধি ব্যবহার করতেন। আরবি ভাষায় 'সুলতান' শব্দের মানে 'কর্তৃত্ব', 'ক্ষমতা'।
প্রশ্ন :- হোসেন শাহের শাসনকাল বর্ণনা করো ।
উত্তর :- সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক। তাঁর ছাব্বিশ বছরের দীর্ঘ শাসনকাল বিখ্যাত ছিল তাঁর উদারনীতির জন্য। তাঁর রাজত্বে হিন্দুদের দেওয়া হত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ। আলাউদ্দিনের উজির, প্রধান চিকিৎসক, তাঁর প্রধান দেহরক্ষি ও টাকশালের অধ্যক্ষ ছিলেন সবাই হিন্দু।
প্রশ্ন :- বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর কেমন ছিল ?
উত্তর :- বিজয়নগর সাম্রাজ্যে বহু বিদেশি পর্যটক আসেন। এঁদের মধ্যে ছিলেন ইটালির পর্যটক নিকোলো কন্টি, পারস্যের দূত আব্দুর রাজ্জাক, পোর্তুগিজ পর্যটক পায়েজ ও নুনিজ, দুয়ার্তে বারবোসা প্রমুখ। এঁরা সকলেই বিজয়নগরের সম্পদ দেখে বিস্মিত হন। বিজয়নগর শহরটি সাতটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কৃষিই ছিল জনসাধারণের প্রধান জীবিকা। কৃষির উন্নতির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল।
প্রশ্ন :- দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হত ?
উত্তর :- ইলতুৎমিস খলিফাদের থেকে অনুমোদন পান ১২২৯ খ্রিস্টাব্দে। মোহম্মদ বিন তুঘলক তাঁর আমলে প্রথমে খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন। কিন্তু একসময় ইলতুৎমিসকে যখন কেউই দিল্লির সুলতান বলে মেনে নেয় না তখন ইলতুৎমিস নিজের অধিকার বজায় রাখার জন্য খলিফার অনুমোদন প্রার্থনা করেন। খলিফার কাছে নানা উপহার পাঠান।
প্রশ্ন :- সুলতান ইলতুৎমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল ?
উত্তর :-
সমস্যা ১ : কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিিকে সহজেই দমন করা যাবে।
সমস্যা ২ : কীভাবে মধ্য এশিয়ার এক দুধর্ষ মোঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবেে।
সমস্যা ৩ : কীভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করাা যাবে, যাতে ইলতুৎমিসের মৃত্যুর পর তাঁর উত্তরাধীকারিরা সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে।
প্রশ্ন :- কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক ? কারা ছিল তাঁর বিরোধী ?
উত্তর :- রাজিয়ার সমর্থকরা হলেন সেনাবাহিনী, দিল্লির সাধারণ লোক এবং অভিজাতদের একাংশ।
তুর্কি অভিজাতরা মনে করতেন রাজিয়া অ-তুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিতেন, তাই তুর্কি অভিজাতরা গোড়া থেকেই তাঁর বিরোধী ছিলেন। এছাড়া রাজপুত শক্তিও তাঁর শাসনের বিরোধী ছিল।
প্রশ্ন :- আলাউদ্দিন খলজি কীভাবে মোঙ্গল আক্রমণের মোকাবিলা করেন ?
উত্তর :- আলাউদ্দিন খলজির সময়ে দিল্লি দুবার আক্রান্ত হয়। তখন সুলতান আক্রমণ ঠেকানোর জন্য বিরাট সৈন্যবাহিনী গড়েে তোলেন। সৈনিকদের থাকার জন্য সিরি নামে নতুন একটি শহর তৈরি করেন। সেই সময় মোঙ্গল জাতিরা সাংঘাতিক দুধর্ষ ছিলেন। তাই দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ ও মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবেে মোঙ্গল আক্রমণের মোকাবিলা করেন।
প্রশ্ন :- ইলিয়াসশাহি এবং হোসেনশাহি আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও।
উত্তর :- ইলিয়াসশাহি এবং হোসেনশাহি আমলে সংস্কৃতির বিস্ময়কর উন্নয়ন হয়েছিল। এদের সময়ে বাংলা ভাষা ও সাহিত্য ও স্থাপত্য প্রভৃতি বিষয়ের উন্নতিি ঘটেছিল। এই সময়ে সুলতানদের অন্য ধর্মমতে বিশ্বাসী মনোভাব বা তাঁদের ধর্মীয় উদারতা বাংলার সব ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বা একেে অপরের সঙ্গে মিলিত হওয়ার মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছিল।
▪️File Name :- সপ্তম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ৩
▪️Language :- বাংলা
▪️Size :- 77 kb
▪️Download Link :-