Type Here to Get Search Results !

সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর


▪️সপ্তম শ্রেণি
▪️সপ্তম শ্রেণীর ইতিহাস
▪️সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়
▪️সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
▪️সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় pdf
▪️Class seven History 3rd chapter


প্রশ্ন :- বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার কেন্দ্র কোথায় ছিল ?
উত্তর :- বিহার।

প্রশ্ন :- বিহার রাজ্যে কোন্ বৌদ্ধবিহার তৈরি হয়েছিল ?
উত্তর :- নালন্দা বৌদ্ধবিহার।

প্রশ্ন :- পালযুগের ফলকগুলিতে কার মূর্তি আছে ?
উত্তর :- রাধাকৃষ্ণ।

প্রশ্ন :- সেন রাজারা কোন্ ধর্মকে প্রাধান্য দিতেন ?
উত্তর :- ব্রাহ্মণ্য   ধর্মকে।

প্রশ্ন :- পালযুগে প্রসিদ্ধ শিল্পী কে ছিলেন ?
উত্তর :- ধীমান।

প্রশ্ন :- লক্ষ্মণসেনের মন্ত্রী কে ছিলেন ?
উত্তর :- হলায়ুধ।

প্রশ্ন :- সর্ববৃহৎ বৌদ্ধকেন্দ্র কোথায় ছিল ?
উত্তর :- বোরোবুদুরে।

প্রশ্ন :- সেনরাজাদের মধ্যে লক্ষ্মণসেন কি ছিলেন ?
উত্তর :- বৈষ্ণব।

প্রশ্ন :- পালযুগের শিল্পরীতিকে কী বলে ?
উত্তর :- প্রাচ্য শিল্পরীতি।

প্রশ্ন :- 'রামচরিত' কার রচনা ?
উত্তর :- সন্ধ্যাকর নন্দী।

প্রশ্ন :- পাল, সেন যুগে গৃহপালিত ও বন্য প্রাণীর নামগুলি লেখো।
উত্তর :- গোরু, বলদ, হাঁস, মুরগি, পায়রা, কাক, কোকিল, নানান জলচর পাখি, ঘোড়া, উট, হাতি, বাঘ, বুনো মোষ।

প্রশ্ন :- শিল্পদ্রব্যের মধ্যে প্রধান সামগ্রী কী ছিল ?
উত্তর :- কার্পাস বস্ত্র।

প্রশ্ন :- পাল ও সেন যুগে কী কী ফসল ছিল ?
উত্তর :- ধান, সর্ষে ইত্যাদি।

প্রশ্ন :- রাজারা কৃষকদের কাছ থেকে কতটা কর নিতেন ?
উত্তর :- উৎপন্ন ফসলের এক-ষষ্ঠাংশ।

প্রশ্ন :- জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল ?
উত্তর :- কড়ি।

প্রশ্ন :- বাংলার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল ?
উত্তর :- পাল ও সেন যুগে কৃষি ছিল অর্থনীতির মূলভিত্তি।

প্রশ্ন :- পাল রাজারা কোন্ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন ?
উত্তর :- বৌদ্ধধর্ম।

প্রশ্ন :- নালন্দা বৌদ্ধবিহার কবে তৈরি হয়েছিল ?
উত্তর :- গুপ্ত সম্রাটের আমলে খ্রিস্টীয়   পঞ্চম শতকে বিহার রাজ্যে।

প্রশ্ন :- চোল রাজ্যের কোন্ শিল্প খুব বিখ্যাত ছিল ?
উত্তর :- ব্রোঞ্জ হস্তশিল্প।

প্রশ্ন :- শিল্পদ্রব্যের মধ্যে প্রধান  সামগ্রী কোনটি ছিল ?
উত্তর :- কার্পাস বস্ত্র।

প্রশ্ন :- নালন্দা বৌদ্ধবিহার (বিশ্ববিদ্যালয়) কোথায় ছিল ?
উত্তর :- আজকের বিহার রাজ্যেে, রাজগিরের কাছে।

প্রশ্ন :- নালন্দায় কোন্ দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল ?
উত্তর :- চিনদেশের।

প্রশ্ন :- পাল আমলের উল্লেখযোগ্য বিহার কোনটি ?
উত্তর :- পাহাড়পুরে সোমপুরী বিহার। (এখনকার বাংলাদেশের রাজশাহী জেলার)

প্রশ্ন :- পাল আমলের ভাস্কর্যের উৎকৃষ্ট নিদর্শন কোথায় পাওয়া যায় ?
উত্তর :- পাহাড়পুরের প্রত্নক্ষেত্রে।

প্রশ্ন :- পাল যুগে বরেন্দ্রভূমির দুজন প্রসিদ্ধ শিল্পীর নাম করো।
উত্তর :- ধীমান ও তাঁর ছেলে বীটপাল।

▪️File Name  :- সপ্তম শ্রেণির ইতিহাস তৃতীয়                                          অধ্যায় ১
▪️Language  :- বাংলা
▪️Size  :- 69 kb
▪️Download Link  :-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ