Type Here to Get Search Results !

সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর


▪️সপ্তম শ্রেণি
▪️সপ্তম শ্রেণির ইতিহাস
▪️সপ্তম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়
▪️সপ্তম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
▪️সপ্তম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর pdf download
▪️ Class Seven History 2nd Chapter
▪️WBBSE Class seven History 2nd chapter

প্রশ্ন :- চোলদের রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- তাঞ্জোর।

প্রশ্ন :- লক্ষ্মণাবতীর আগের নাম কী ছিল ?
উত্তর :- গৌড় ।

প্রশ্ন :- হেমন্তসেনের ছেলের নাম কী ?
উত্তর :- বিজয়সেন।

প্রশ্ন :- রাজা লক্ষ্মণসেনের রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- বিক্রমপুর।

প্রশ্ন :- শশাঙ্কের আমলে কোন্ মু্দ্রা প্রচলিত ছিল ?
উত্তর :- সোনার মুদ্রা।

প্রশ্ন :- শশাঙ্ক কার উপাসক ছিলেন ?
উত্তর :- শিবের।

প্রশ্ন :- হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?
উত্তর :- বাণভট্ট।

প্রশ্ন :- প্রাচীন ও মধ্যযুগের বাংলায় গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি ছিল ?
উত্তর :- গৌড়।

প্রশ্ন :- প্রাচীন রাঢ় অঞ্চলের কয়টি ভাগ ছিল ?
উত্তর :- তিনটি ভাগ।

প্রশ্ন :- পূর্ব পাকিস্তানের কী নামকরণ করা হল ?
উত্তর :- বাংলাদেশ।

প্রশ্ন :- প্রাচীন বাংলার বৃহত্তম রাজ্য কী ছিল ?
উত্তর :- পুন্ড্রবর্ধন।

প্রশ্ন :- শশাঙ্কের রাজধানীর নাম কী ?
উত্তর :- কর্ণসুবর্ণ।

প্রশ্ন :- হরিকেল কী ?
উত্তর :- চট্টগ্রামের উপকূল অঞ্চল।

প্রশ্ন :- চিনাভাষায় বৌদ্ধবিহারের নাম কী ?
উত্তর :- লো-টো-মো-চিহ্।

প্রশ্ন :- পালবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- গোপাল।

প্রশ্ন :- কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম কী ?
উত্তর :- দিব্য, রুদোক, ভীম।

প্রশ্ন :- রামচরিত কাব্যের লেখক কে ?
উত্তর :- সন্ধ্যাকর নন্দী।

প্রশ্ন :- দক্ষ নৌবাহিনী কে তৈরি করেন ?
উত্তর :- প্রথম রাজারাজ ও রাজেন্দ্র চোল।

প্রশ্ন :- প্রথম রাজেন্দ্র কী উপাধি নেন ?
উত্তর :- গঙ্গাইকোন্ডচোল।

প্রশ্ন :- চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- বিজয়ালয়।

প্রশ্ন :- 'বঙ্গ' নামটির উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায় ?
উত্তর :- ঋকবেদের ঐতরেয় আরণ্যক-এ।

প্রশ্ন :- কালিদাসের রঘুবংশম কাব্যে কোন্ অঞ্চল দুটির নাম উল্লেখ আছে ?
উত্তর :- বঙ্গ ও সুহ্ম।

প্রশ্ন :- পুন্ড্রবর্ধন বলতে এখনকার কোন্ অঞ্চলকে বোঝানো হয় ?
উত্তর :- উত্তরবঙ্গকে।

প্রশ্ন :- বাংলার নদিয়া দখল করেছিলেন কে, কবে ?
উত্তর :- তুর্কি সেনাপতি ইখতিয়ার-উদ্দিন মোহম্মদ বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দের শেষ ভাগে অথবা ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে নদিয়া দখল করেন।

প্রশ্ন :- আরব উপজাতিদের প্রধান জীবিকা কী ছিল ?
উত্তর :- ব্যবসাবাণিজ্য।

প্রশ্ন :- আরবে বিভিন্ন উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগে থাকত কেন ?
উত্তর :- মক্কা শহরের দখলদারি নিয়ে।

প্রশ্ন :- মুসলমান নামে কারা পরিচিত ?
উত্তর :- ইসলাম ধর্মের অনুগামীরা।

প্রশ্ন :- ঐতিহাসিক মিনহাজ - উস - সিরাজ এর লেখা বিখ্যাত গ্রন্থের নাম কী ?
উত্তর :- তবকত-ই-নাসিরি।

প্রশ্ন :- বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় ?
উত্তর :- ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

প্রশ্ন :- প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন্ কোন্ নদী দিয়ে ?
উত্তর :- ভাগীরথী, পদ্মা এবং মেঘনা নদী দিয়ে।

প্রশ্ন :- সকলোত্তরপথনাথ উপাধি কার ছিল ?
উত্তর :- হর্ষবর্ধনের।

প্রশ্ন :- কৈবর্ত বিদ্রোহের একজন নেতার লেখো।
উত্তর :- ভীম।

প্রশ্ন :- কোন্ রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে ?
উত্তর :- সেন রাজা লক্ষ্মণ সেনের  আমলে।

প্রশ্ন :- সুলতানি যুগের একজন ঐতিহাসিক কে ছিলেন ?
উত্তর :- মিনহাজ-ই-সিরাজ।

▪️File Name  :- সপ্তম শ্রেণির ইতিহাস দ্বিতীয়                                           অধ্যায় ১
▪️Language  :- Bengali / বাংলা
▪️Size  :- 74 kb
▪️Download Link  :-

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ