Type Here to Get Search Results !

This ও That - এর ব্যবহার | Use of This/That


✴️  THIS ও THAT - এর ব্যবহার (USE OF THIS & THAT)  ✴️

✴️ DEMONSTRATIVE PRONOUN - এর ব্যবহার (USE OF DEMONSTRATIVE PRONOUN)  ✴️

💠 This ও That কোথায় কোথায় ব্যবহৃত হয় ?
▪️This ও That কোথায় কোথায় বসে ?
▪️Demonstrative Pronoun কোথায় বসে ?

Demonstrative Pronoun - এর ব্যবহার (Use of Demonstrative Pronoun)  :-
This ও That - এর ব্যবহার (Use of This/That)  :-

1. নিকটবর্তী   ব্যক্তি বা বস্তুর পরিবর্তেে This ও These ব্যবহৃত হয়। (একটি বোঝাতে This এবং একের অধিক বোঝাতেে These ব্যবহৃত হয়)।

2. কোনো Word বা Clause - এর পুনঃরুক্তি পরিহার করতে This ও That ব্যবহৃত হয়।
🔹যেমন - I read English that help me.

3. দূরবর্তী কোনও ব্যক্তি বা বস্তু  নির্দেশ করতে That ও Those ব্যবহৃত হয়। (একটি বোঝাতে That এবং একের অধিক বোঝাতেে Those বসে) ।

4. যখন কোনো Clause বা Sentence - এ দুটি Noun উল্লেখ থাকেে, তখন শেষোক্ত Noun টির জন্য This এবং প্রথমোক্ত Noun টির জন্য That ব্যবহৃত হয়।
🔹যেমন - Dogs and Cows are useful animals, these plough our land, those guard our houses at night.

5. "So" যখন Say, think, tell ইত্যাদি Verb - এর পরে বসে, তখন সেটি Demonstrative Pronoun হয়।
🔹যেমন - I think so.

6. One এবং এর Ones যখন Noun - এর পরিবর্তে ব্যবহৃত হয়, তখন এরা Demonstrative Pronoun হয়।
🔹যেমন - The cloths that you sent me are not valuable ones (cloths).

7. "Such" যখন Noun - এর পরিবর্তে ব্যবহৃত হয়, তখন এটি Demonstrative Pronoun হয়।
🔹যেমন - The boys are proved liar and as such (the boys) they cannot be trusted any more.


******* সমাপ্ত *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ