✴️ RELATIVE PRONOUN - এর ব্যবহার (USE OF RELATIVE PRONOUN) ✴️
▪️Relative Pronoun গুলি হল Who, Which, What, Whom, Whose, That ইত্যাদি। - এগুলোর ব্যবহার নীম্নে আলোচনা করা হল 👇
1. Who কোথায় বসে ?
◾Who ব্যক্তির পরিবর্তে বসে। এটি Singular ও Plural Noun উভয়কে বোঝায়। এটি 'যে' বা 'যাহারা' অর্থে ব্যবহৃত হয়।
🔹যেমন :- This is the boy who came here yesterday.
2. Which কোথায় বসে ?
◾Which ইতর প্রাণী ও বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়।
🔹যেমন :- (i) The horse, which I recently bought is red.
(ii) This is the radio which was lost.
3. What কোথায় বসে ?
◾What বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। That ও Which এই দুটি Word - এর পরিবর্তে What হয়।
🔹যেমন :- I know what he says.
> I know that which he says.
👉 যেখানে That ও Which ব্যবহৃত হয়, সেখানে What ব্যবহার করা যায়।
4. Whom কোথায় বসে ?
◾Whom ব্যক্তির পরিবর্তে বসে।
🔹যেমন :- This is the girl whom I saw at Dhaka.
5. Whose কোথায় বসে ?
◾Whose ব্যক্তির পরিবর্তে বসে।
🔹যেমন :- This is my friend whose father was a doctor.
6. That কোথায় বসে ?
◾That --------- (i) ব্যক্তি বা বস্তু উভয়ের পরিবর্তে ব্যবহৃত হয়।
🔹যেমন :- This is the house that he built.
▪️This is the girl that I told you of.
(ii) The same, any, all, none, nothing ইত্যাদির পরে That বসে।
🔹যেমন :- This is the same book that I read.
(iii) প্রশ্নবোধকের সময় Who এবং What - এর পরে That বসে।
🔹যেমন :- What is that you want ?
(iv) Superlative Degree - এর Adjective - এর পরে That বসে।
🔹যেমন :- She is the most beautiful girl that I ever heard of.
******* সমাপ্ত ******