Anwar Study Point

সফলতার সাথী

Breaking

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

There - এর ব্যবহার | Use of There


✴️ THERE - এর ব্যবহার  (USE OF THERE)  ✴️

💠 কোথায় কোথায় There ব্যবহার করা হয় ?

There - এর ব্যবহার (Use of There)  :-
▪️"There" শব্দের অর্থ 'তথায়' বা 'সেখানে'। কিন্তু অনেক সময় 'তথায়' বা 'সেখানে' শব্দের উল্লেখ না থাকা সত্ত্বেও There ব্যবহৃত হয়।

(1) বাংলা বাক্যে স্থান এবং আছে Present Tense বোঝাতে There বাক্যের প্রথমে বসে। তবে একটি মাত্র ব্যক্তি বা বস্তু আছে বোঝাতে "There is" এবং একের অধিক আছে বোঝাতে "There are" ব্যবহৃত হয়। যা আছে তার ইংরেজী শব্দ ঠিক "There is" বা "There are" - এর পরেই বসবে এবং "স্থানের" ইংরেজী শব্দটি শেষে বসবে।
🔹যেমন - There is a post office in this village.

(2) আগের নিয়মের মত কোনো 'স্থানবাচক' শব্দ এবং অতীতকালে 'ছিল' বোঝাতে There হবে। একটি মাত্র ব্যক্তি বা বস্তু 'ছিল' বোঝাতে 'There was' এবং একের অধিক 'ছিল' বোঝাতে 'There were' ব্যবহৃত হবে।
🔹যেমন -                            
 (i) নদীতে অনেক নৌকা ছিল।.                    
▪️There were many boats in the river.
(ii) এই বনে এক বাঘ ছিল।                        
▪️There was a tiger in this forest.      
(iii) এই জঙ্গলে এক সন্ন্যাসী থাকত।          
▪️There lived a hermit in this forest. 


******* সমাপ্ত *******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন